বিএসসিআই এর ট্রেনিং ।

জীবনে কিছু কিছু দিনের স্মৃতি সত্যিই ভোলা যায়না ।

Firmgate

Badhon

শুভ জন্মদিন

তোমার জীবনের ছোট্ট ছোট্ট সময়গুলোকে আনন্দের রং লাগিয়ে স্বরনীয় করে রাখতে চেষ্টা করছি । যা সেদিন তোমাকে মনে করিয়ে দেবে যে, এই আমি তোমাকে কতটা গুরুত্ব দিতাম । যেইদিন আমি তোমার জায়গায়..আর তুমি আমার জায়গায় থাকবে।

সোনার গাঁও

কোন কোন মানুষ জীবনে খুব গুরুত্বপূর্ন হয়ে যায় । কোন কোন দিনও সারাজীবন মনে থেকে যায় । সেরকম একটি দিন ছিল যেদিন এই ছবিটা তুলেছিলাম ।

বেশি হাসবেন না


নারীদের কাছে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চান? তাহলে বেশি হাসবেন না। কেননা নারীরা বিষণ্ন পুরুষই বেশি পছন্দ করে। কিন্তু পুরুষরা তার বিপরীত। তাদের পছন্দ নারীর হাস্যোজ্জ্বল অভিব্যক্তি। আমেরিকার সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন জার্নাল ইমোশনে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় এ কথা বলা হয়েছে।


এতে পুরুষদের কিছুটা লাজুক ও নারীদের তাচ্ছিল্য করার উপদেশও দেয়া হয়েছে।


কানাডার গবেষকরা আরো জানান, যৌন আবেদনময় পুরুষদের চেয়ে যেসব পুরুষ ভুল করেছেন এবং তা তারা জানে বলে ভাব বা অহং প্রকাশ করেন তাদের সঙ্গেই নারীরা বেশি সুখী হয়।


গবেষণায় কিছু নারী ও পুরুষের ছবি চাওয়া হয় এবং ছবির মানুষের অভিব্যক্তি দেখে যৌন আবেদন সম্পর্কে তাদের প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।


গবেষণার পরিচালক ইউনিভার্সিটি অব বৃটিশ কলম্বিয়ার মনোবিজ্ঞানের অধ্যাপক জেসিকা ট্রেসি একটি সাক্ষাৎকারে বলেছেন, “ছবিতে যেসব পুরুষ হাসছিলেন তারা মোটেও আকর্ষণীয় নন বলে নারীরা মতামত জানান। অন্যদিকে পুরুষদের প্রতিক্রিয়া নারীদের থেকে সম্পূর্ণ ভিন্ন।”


ট্রেসি আরো বলেন, “ছবিতে যে নারীরা হাসছিলেন তারা সবচেয়ে আবেদনময়ী বলে পুরুষরা রায় দেন এবং তারা হাসিকেই নারীর সবচেয়ে আবেদনময়ী অভিব্যক্তি বলে মন্তব্য করেন।”
" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!