বিএসসিআই এর ট্রেনিং ।

জীবনে কিছু কিছু দিনের স্মৃতি সত্যিই ভোলা যায়না ।

Firmgate

Badhon

শুভ জন্মদিন

তোমার জীবনের ছোট্ট ছোট্ট সময়গুলোকে আনন্দের রং লাগিয়ে স্বরনীয় করে রাখতে চেষ্টা করছি । যা সেদিন তোমাকে মনে করিয়ে দেবে যে, এই আমি তোমাকে কতটা গুরুত্ব দিতাম । যেইদিন আমি তোমার জায়গায়..আর তুমি আমার জায়গায় থাকবে।

সোনার গাঁও

কোন কোন মানুষ জীবনে খুব গুরুত্বপূর্ন হয়ে যায় । কোন কোন দিনও সারাজীবন মনে থেকে যায় । সেরকম একটি দিন ছিল যেদিন এই ছবিটা তুলেছিলাম ।

রক্ষিতা ও স্ত্রী’ র মধ্যে কোন ভেদ নেই




ঢাকা : অধিকারের প্রশ্নে কারও বৈধ বা অবৈধ স্ত্রীর মধ্যে আদালত কোনো রকম বৈষম্য করতে পারে না। এখন থেকে রক্ষিতাও আইনের চোখে স্ত্রীর সমমর্যাদার অধিকারী। স্বামীর চাকরি এবং তার অবসরকালীন প্রাপ্য নিয়ে বিরোধে তার বৈধ এবং অবৈধ স্ত্রীকে সমান সুবিধা দিলেন ভারতের কলকাতা হাইকোর্ট। বিচারপতি অশোক দাস অধিকারী গতকাল বুধবার এই রায় দেন।

সাধনচন্দ্র দেব নামে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পরিষদের এক কর্মীর মৃত্যু হয় কর্মরত অবস্থায়। পরিষদের নথিতে দেখা যাচ্ছে তিনি তার অবসরকালীন যা কিছু প্রাপ্য, তার প্রাপক (নমিনি) করে গিয়েছেন দ্বিতীয় স্ত্রী কল্যাণী দেবকে। এদিকে, সাধনচন্দ্র দেবের প্রথম স্ত্রী জয়ন্তী দেবও একজন দাবিদার।

বিচারপতির নির্দেশ, দ্বিতীয় স্ত্রীর বয়স যেহেতু কম তাই সাধনচন্দ্রের চাকরি তিনি পাবেন। প্রথমা স্ত্রী পাবে পেনশন এবং গ্রুপ ইনসিওরেন্সের টাকা। আর গ্র্যাচুইটির টাকা আধাআধি ভাগ হবে।

বিচারপতির পর্যবেক্ষণ, স্বামীর সম্পত্তির অধিকারে বৈধ-অবৈধ ভেদ হয় না। কোনো নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করা যায় না। তিনি সংসার করেছেন, সন্তানের জন্ম দিয়েছেন। অথচ পরিচয়হীনভাবে গোটা জীবন কাটাবেন, এটা আইনসঙ্গত নয়।

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!