এতে পুরুষদের কিছুটা লাজুক ও নারীদের তাচ্ছিল্য করার উপদেশও দেয়া হয়েছে।
কানাডার গবেষকরা আরো জানান, যৌন আবেদনময় পুরুষদের চেয়ে যেসব পুরুষ ভুল করেছেন এবং তা তারা জানে বলে ভাব বা অহং প্রকাশ করেন তাদের সঙ্গেই নারীরা বেশি সুখী হয়।
গবেষণায় কিছু নারী ও পুরুষের ছবি চাওয়া হয় এবং ছবির মানুষের অভিব্যক্তি দেখে যৌন আবেদন সম্পর্কে তাদের প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।
গবেষণার পরিচালক ইউনিভার্সিটি অব বৃটিশ কলম্বিয়ার মনোবিজ্ঞানের অধ্যাপক জেসিকা ট্রেসি একটি সাক্ষাৎকারে বলেছেন, “ছবিতে যেসব পুরুষ হাসছিলেন তারা মোটেও আকর্ষণীয় নন বলে নারীরা মতামত জানান। অন্যদিকে পুরুষদের প্রতিক্রিয়া নারীদের থেকে সম্পূর্ণ ভিন্ন।”
ট্রেসি আরো বলেন, “ছবিতে যে নারীরা হাসছিলেন তারা সবচেয়ে আবেদনময়ী বলে পুরুষরা রায় দেন এবং তারা হাসিকেই নারীর সবচেয়ে আবেদনময়ী অভিব্যক্তি বলে মন্তব্য করেন।”