বিএসসিআই এর ট্রেনিং ।

জীবনে কিছু কিছু দিনের স্মৃতি সত্যিই ভোলা যায়না ।

কিছু অগোছালো কথা

আজকে ছোট্ট বেলার এক বান্ধবীর সাথে দেখা। অবাক হয়ে গেলাম এই দেখে যে তার সাথে কথা বলার কিছুই খুঁজে পাচ্ছিলাম না। অথচ একটা সময় ছিল যখন আমাদের বকবক কেউ থামাতে পারত না। পরে ও চলে যাওয়ার পর আমি ভাবতে বসলাম আসলে ঘটনাটা কি ঘটল। এটা কী সময়ের ব্যবধানের কারণে নাকি আমার দোষ এ? আমার দোষটা কি??? আমার দোষ হল আমি আমার চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরী করে ফেলেছি যার জন্যে সবাই আমাকে ভয় পায় অথবা এড়িয়ে চলে। অনেকক্ষণ পরে বুঝতে পারলাম দোষটা আমারই।...
" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!