গোপন ক্যামেরা - মেয়েরা সাবধান !
(আমাদের মা-বোনদের ইজ্জতের দাম ওদের কাছে হাসির খোরাক)
বর্তমানে গোপন ক্যামেরা এবং আয়না একটি আতংকের নাম ।শপিংমলের ট্রায়াল রুম থেকে শুরু করে মেয়েদের স্কুল-কলেজ- টয়লেট এই গোপন ক্যামেরার আতংক। ইন্টারনেটে ঢুকলেই নানান সাইটে দেখা মিলে গোপন ক্যামেরার ভিডিও ও ছবি বা নিউজ ।আমাদের মা-বোনদের ইজ্জতের দাম ওদের কাছে হাসির খোরাক ।শপিংমলের ড্রেসিং/ট্রায়াল রুমে (যেখানে মেয়েরা কাপড় পাল্টায় বা ফিটিং চ্যাক করে), লেডিস টয়লেটে গোপন ক্যামেরা লাগানো হচ্ছে সবার অজান্তে।কেউ জানেনা এই খবর, কিন্তু সেই ক্যামেরায় ধরা পড়ছে আমাদের অসংখ্য মা-বোন।অল্পকিছু টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে সেসব নগ্ন ভিডিও বা ছবি।
0 comments:
Post a Comment