যেভাবে স্বামীর মন জয় করবেন.!


নানা সময়ে আপনার সংগ্রহ করা টাকা দিয়ে স্বামীকে না জানিয়ে তার জন্য বিভিন্ন রকমের উপহার কিনতে পারেন। যা তার জন্ম দিনে কিংবা আপনাদের বিশেষ দিনে উপহার দিতে পারেন। এতে করে আপনার স্বামী আনন্দিত হবেন এবং আপনিও খুশী হবেন...।


দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধির জন্য উভয়ের ইচ্ছা এবং চেষ্টাই যথেষ্ট। এমন কিছু কিছু আচরণ আছে যা স্বামীকে স্ত্রীর কাছে এবং স্ত্রীকে স্বামীর কাছে আকর্ষণীয় করে তোলে। অনেক সময় দাম্পত্য জীবনের জৌলুষ বাড়াতে নানা ধরনের কৌশলের আশ্রয় নিতে হয়। এই প্রবন্ধটি কেবলমাত্র স্ত্রীদের জন্য যারা তাদের দাম্পত্য জীবনের আকর্ষণীয়তা ধরে রাখতে চান।


স্বামীর জন্য কেনা উপহার :


নানা সময়ে আপনার সংগ্রহ করা টাকা দিয়ে স্বামীকে না জানিয়ে তার জন্য বিভিন্ন রকমের উপহার কিনতে পারেন। যা তার জন্ম দিনে কিংবা আপনাদের বিশেষ দিনে উপহার দিতে পারেন। এতে করে আপনার স্বামী আনন্দিত হবেন এবং আপনিও খুশী হবেন।


স্বামীকে কনডম গিফট করুন:


যৌন জীবন এবং দাম্পত্য জীবনে মাঝে মধ্যে নানা ছন্দের প্রয়োজন হয়ে পড়ে। এই ছন্দময়তার জন্য নানান আচরণগত পরিবর্তন প্রয়োজন। হয় তো আপনার স্বামীই সবসময় কনডম কিনে আনেন। কখনো তিনি এটি কিনতে ভুলেও যেতে পারেন। আপনার স্বামীকে চমক দিন। তার পছন্দসই ব্রান্ডের কনডমটি তাকে গিফট করুন। আপনার স্বামীর আপনার প্রতি আস্থা এবং ভালোবাসা মুহর্তেই আরো বেড়ে যাবে।


তাকে বই দিন:


আপনার স্বামী হয়তো কর্মজীবনের বাইরে বই-এর প্রতি অনুরক্ত। তাহলে তার জন্য এই একটি আকর্ষণীয় উপহার। আপনার স্বামীর পছন্দ আপনার জানা আছে। সময় এবং সুযোগ মিলিয়ে আপনার স্বামীর পছন্দীয় বইটি কিনে আনুন। তাকে রাতে শোবার সময় বইটি পড়তে দিন। দেখবেন তার চেহারায় সেই দীপ্তিটুকু ফুটে উঠেছে যা আপনি খুঁজে চলেছেন।


স্বামীর পছন্দনীয় মেনুটি তৈরি করুন:


আজ বিকেলে আপনার স্বামী কর্মক্ষেত্র থেকে ফিরলে তাকে আপনি সহজেই আনন্দিত করতে পারেন। আপনি জানেন তিনি আপনার হাতের তৈরি যে কোনো মিষ্টি খাবার খেতে পছন্দ করেন। তৈরি করে রাখুন আপনার স্বামীর পছন্দের মেনুটি। গতকালও যা তিনি খেতে চেয়েছিলেন। তাকে জানাবেন না আজ রাতে তিনি হয়তো চমকে যেতে পারেন। তার প্রিয় মেনুটি তার সামনে হাজির করা মাত্র তিনি আহলাদে ফেটে পড়বেন। সামান্য একটু কৌশল খাটিয়ে দাম্পত্য জীবনের জৌলুষ এভাবে বাড়াতে পারেন সহজেই।


প্রেমের চিঠি লিখুন:


দাম্পত্য জীবনের নানা চড়াই উৎরাই-এর মধ্যেও নিজের স্বকীয়তা হারিয়ে ফেলবেন না। মনে রাখবেন এতো ব্যস্ততার মাঝেও আপনি যদি আপনার স্বামীর জন্য বিশেষ কিছু করতে পারেন তবে তাতে দাম্পত্য জীবনের আকর্ষণ প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে। মাঝে মাঝেই আপনার স্বামীকে চিঠি লিখুন।


যা হয়তো আপনার স্বামীর কাছে অনাকাক্ষিত ব্যাপার। দেখবেন আপনার হাতের লেখা চিঠি পেয়ে আপনার স্বামী শুধু আনন্দিত হবেন না, হবেন উৎফুলস্ন। এভাবে ছোট খাটো সামান্য কিছু আচরণে আপনার স্বামীকে না জানিয়েও দাম্পত্য জীবনকে করতে পারেন আকর্ষণীয় এবং জৌলুষপূর্ণ। এভাবে ভালোবাসা সৃষ্টি করুন এবং ভালো থাকুন।

Related Posts:

  • সকল ভাইদের বলছিঃ সকল ভাইদের বলছিঃ এই যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন,  নির্জনে কখনওবা নিজের হাতকে তার শরীরে স্বাধীন ভাবে বুলিয়ে নিচ্ছেন, কখনও বা রাত কাটাচ্ছ… Read More
  • যৌন জীবন সুখের করতে চান? ::: যৌন জীবন সুখের করতে চান?  • অনেক সংখ্যক পরিপুর্ন তৃপ্তিযুক্ত শাররীক সম্পর্ক-ই নারী-পুরুষের বৈবাহিক জীবনে সুসম্পর্ক বজায় রাখতে … Read More
  • স্ত্রীকে আকৃষ্ট করতে ১০ টিপস সব স্বামীরাই চান স্ত্রী তার প্রতি সব সময় আকৃষ্ট হোক। নিজেই থাকতে চান স্ত্রীর ভাবনার জগৎজুড়ে। প্রত্যাশা করেন, স্ত্রী একমাত্র তাকেই ভালোবাসবে মন উ… Read More
  • যৌন স্বাস্থ্য ভালো রাখে যে খাবার যৌন স্বাস্থ্য ভালো রাখে যে খাবার   সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার সুখী ও স্বাস্থ্যকর… Read More
  • আসুন আজ একটি মেয়ে সম্পর্কে আমরা কিছু জানি !!!  আসুন আজ একটি মেয়ে সম্পর্কে আমরা কিছু জানি !!!   ⇔ একটা মেয়ে আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে একটি !! ⇔ সে খুব ছোটবেলা থেকেই সব… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!