সহবাস নিষিদ্ধ হওয়ার কারন সমূহ?


নিষিদ্ধ সময়ে স্ত্রী সহবাস করা খুবই খারাপ কাজ। জ্ঞানীরা বলেনঃনিষিদ্ধ সময়ে স্ত্রী সহবাস শরীরের এবং মনের অনেক ক্ষতি সাধন করে থাকে। তার মধ্যে ১২ টি বিষয় আপনাদের সামনে তুলে ধরা হলঃ


১) রোগী ব্যক্তি সহবাস করিলে তার রোগ আরো বেড়ে যায় এবং শরীরের ক্ষতি হয়।


২) শরীরে জ্বর নিয়ে স্ত্রী সহবাস পাগল হয়ে যাওয়ার সম্ভবনা আছে।


৩) বৃদ্ধা ও বারবনিতার সঙ্গে সহবাস করলে আয়ু কমে যায়।


৪) বেশি গরমে মধ্যে স্ত্রী সহবাস করিলে পাগল হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।


৫) রাগ, চিন্তা, কষ্ট ও ভয়জনিত অবস্থায় স্ত্রী সহবাস করলে কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে।


৬) বেশি ঠাণ্ডার ভিতরে সহবাস করলে নিউমোনিয়া রোগ হতে পারে।


৭) হায়েজের অবস্থায় স্ত্রী সহবাস করলে স্বামী স্ত্রী দুই জনেই মেহ প্রমেহ রোগ হতে পারে।


৮)নিকৃষ্ট স্ত্রী সাথে করলে  নিকৃষ্ট সন্তান জম্ম লাভ করে।


৯) ভরা পেটে স্ত্রী সহবাস করলে কঠিন রোগ হওয়ার সম্ভবনা আছে।


১০) অন্ধকার ঘরে ক্ষুদ্র বা নোংড়া জায়গায় স্ত্রী সহবাস করলে চিরতরে স্বাস্হ্য নষ্ট হয়ে যায়


১১) ভীষণ ক্ষুধার সময় স্ত্রী সহবাস করিলে লিঙ্গ শিথিল হয়ে যায়।


১২) বৃ্দ্ধ বয়সে স্ত্রী সহবাস করলে নিজেকে মৃত্যুর  দিকে দ্রুত  এগিয়ে নিয়ে যাওয়া হয়।

Related Posts:

  • রাজধানীতে দেহ ব্যবসা এবার অনলাইনে ইন্টারনেট আর মোবাইল ফোনের মাধ্যমে রাজধানীতে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি চক্র। ওয়েবসাইট খুলে অবাধে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। মাদক বিক্রি… Read More
  • ৬০ ভাগ ব্রিটিশ নারীর গড়ে ৯ যৌনসঙ্গী বিশ্বের অনেক কিছুতেই বেশ পিছনের সারিতে ভারত। ফুটবল থেকে জীবনযাত্রার মান অনেক কিছুতেই একেবারে পিছনের সারিতে ভারতীয়রা। কিন্তু এ বার ভারতীয় পুরুষ… Read More
  • দীর্ঘ সময়ের ক্লান্তি কাটাতে সময়ের সাথে সাথে কাজের ধরণ বদলেছে। পেশাদারিত্বের চাপে দিনের অনেকটা সময় কাজেই ব্যস্ত থাকতে হয়। দীর্ঘ সময় কাজের কারণে ক্লান্ত হয়ে পড়াটাও অবাস্তব … Read More
  • নারীর প্রভাবমুক্ত হতে অভিনব কৌশল নারীর প্রভাব মুক্ত হতে পাপুয়া নিউ গিনিতে পালিত হয় এক মজার উৎসব। তারা মনে করে পুরুষের মাঝে নারীর প্রভাব থাকলে সে প্রকৃত পুরুষ হয়ে উঠতে পারে … Read More
  • নারীর চোখেই যত ক্ষমতা! মানুষের মুখের ভাষা সীমিত কিন্তু চোখের ভাষার কোনো শেষ নেই। মনে হবে এই বুঝেছেন, আবার মনে হবে কিছুই বোঝেননি। সবচেয়ে রহস্যময়ী চোখ হল নারীদের। এজ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!