বিএসসিআই এর ট্রেনিং ।

জীবনে কিছু কিছু দিনের স্মৃতি সত্যিই ভোলা যায়না ।

Kuasha Snan

v\:* {behavior:url(#default#VML);} o\:* {behavior:url(#default#VML);} w\:* {behavior:url(#default#VML);} .shape {behavior:url(#default#VML);} Normal 0 false false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 ...

নারী আকর্ষণীয়

প্রচলিত আছে, চটপটে বাকপটু নারীদের পুরুষরা বেশি পছন্দ করে। নরম স্বভাবের নারীদের পুরুষরা কম পছন্দ করে। তবে অবাক করা বিষয় হচ্ছে জীবন সঙ্গী হিসেবে বেশিরভাগ পুরুষ আসলে লাজুক মেয়েদেরই বেশি পছন্দ করে। লাজুক নারীদের বলছি, আপনি যদি লজ্জাবতী হয়ে থাকেন তবে আপনার এই গুণটিই আশেপাশের পুরুষদের কাছে আপনাকে কাঙ্ক্ষিত করে তুলতে পারে। কারণ হিসেবে নিচের বিষয়গুলো একটু চোখ বুলিয়ে নিন: নমনীয়তা পুরুষ একজন নারীকে তার শান্ত এবং নমনীয়...

যুবক যুবতির ভালোবাসার টিপস

ভালবাসা জীবনের আলো। ভালবাসা জীবন যাপনের মানকে উন্নত করে, মানুষকে করে স্মার্ট। একথাটি যারা না মানে, তাদের জ্ঞাতার্থে বৈজ্ঞানিক মজার কিছু তথ্য তুলে ধরা হল: ১. যখন মানুষ প্রিয়জনক ঠোট চুম্বন করে তখন সে মাথা বাম দিকে না নুইয়ে ডান দিকে বাকিয়ে নিয়ে যায় (৬০% ব্যক্তির ক্ষেত্রেই এরকম হয়) ২. বিজ্ঞরা বলে থাকে দুটি নদীর সংযোগ স্থলে ০৪ হাজার বছর আগে ভালবাসার গান লিখে রাখা হয়েছিল। ৩. ৫ ভাগের ১ ভাগ ভালবাসা একতরফা হয় পরবর্তীতে দুজনদুজনাতে...

নারীদের জন্য নকসী ব্লাউজ, জিন্স নিষিদ্ধ

ভারতের কর্নাটেকা সরকার এবার নারীদের জন্য কর্মক্ষেত্রে নকসী করা বিভিন্ন ডিজাইনের ব্লাউজ এবং জিন্স ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। ‘প্ররোচিত পোশাক’ বিষয়ক এক নির্দেশনায় বলা হয়েছে শরীরের অংশ দৃশ্যমান জিন্স, বিভিন্ন ডিজাইনের নকসী বা সুতার কাজ করা ও ঝালর দেয়া ব্লাউজ কর্মক্ষেত্রে নারীদের জন্য নিষিদ্ধ। আর পুরুষরা কর্মক্ষেত্রে জিন্স এবং টিশার্ট পরে আসতে পারবে না। নির্দেশনায় বলা হয়েছে কর্মক্ষেত্রে নারীদের জন্য নির্ধারিত...

একান্ত গোপনে মনের মানুষের সাথে?

ঢাকা: শরৎকালর আকাশ ঝক ঝক করছে মাথার উপর। আকাশে ছানা কাটা মেঘ বেশ সুসজ্জিত। কাশবন ভরে গেছে ফুলে ফুলে। ভাপসা গরম কিছুটা কমতে শুরু করেছে, তারপরও ফোঁটায় ফোঁটায় ঘাম ঝরছে। বিষন্ন মেয়েটিকে রোদের ঝলমলে আলোয় সত্যি যেন অন্যরকম সুন্দর মনে হচ্ছে। এত বড় অপরাধের পরও তার মাঝে যেন কোন অপরাধবোধ কাজ করছে না। তার মাঝে হয়ত শ্বস্তির নিঃশ্বাস বয়ে যাচ্ছে।সালিশি আসরের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে পুষ্পিতা। অপরাধ পরকিয়া। স্বামী বর্তমান থাকতে কে বা...

পছন্দের মানুষটিকে যেভাবে নিজের প্রতি আকৃষ্ট করবেন?

এটা হিউম্যান সাইকোলজি কিনা জানি না|তবে এটা সত্যি,আমার বিশ্বাস|যা আমি বিশ্বাস করিনা তা এতটা জোর দিয়ে লিখি না| মানুষ তার বিপরীত চরিত্রের মানুষ গুলোর প্রতিই আকৃষ্ট হয়|চটপটে কোন ছেলের জীবনসঙ্গিনী হবে সহজ সরল কোন মেয়ে,যে মেয়ে হবে চটপটের বিপরীত|অনুরূপ স্মার্ট মেয়েদের কপালে জুটে হাবাগোবা কোন স্বামী ভেংচি এর পেছনে যুক্তি অবশ্য আছে|ধরুন আপনার একজোড়া জুতো আছে|জুতোজোড়া এখনো বেশ নতুন|হঠাৎ সুযোগ পেলেন আরো এক জোড়া নতুন জুতো কেনার|এবার আপনি কিন্তু...

Be Careful

গোপন ক্যামেরা - মেয়েরা সাবধান ! (আমাদের মা-বোনদের ইজ্জতের দাম ওদের কাছে হাসির খোরাক) বর্তমানে গোপন ক্যামেরা এবং আয়না একটি আতংকের নাম ।শপিংমলের ট্রায়াল রুম থেকে শুরু করে মেয়েদের স্কুল-কলেজ- টয়লেট এই গোপন ক্যামেরার আতংক। ইন্টারনেটে ঢুকলেই নানান সাইটে দেখা মিলে গোপন ক্যামেরার ভিডিও ও ছবি বা নিউজ ।আমাদের মা-বোনদের ইজ্জতের দাম ওদের কাছে হাসির খোরাক ।শপিংমলের ড্রেসিং/ট্রায়াল রুমে (যেখানে মেয়েরা কাপড় পাল্টায় বা ফিটিং চ্যাক করে), লেডিস...

Hayre Shomaz !

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 ...
" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!