আজ রবীন্দ্রনাথ ঠাকুর আর সেই লেখাটা খুব বেশি মনে পরে পরছে !
১৮৯০ সালে রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে বেড়াতে গিয়াছিলেন সেখানে বসে তিনি লিখিয়াছিলেন
" এদেশে এসে আমাদের এই হতভাগ্য বেচারা ভারত ভূমিকে সত্যি সত্যি মা বলে মনে হয় ! এদেশের মত তার এত ক্ষমতা নেই ! এত ঐশ্বর্য নেই ! কিন্তু আমাদের ভালবাসে ! আমার আজন্ম কালের যা কিছু ভালবাসা, যা কিছু সুখ, সমস্তই তার কোলের উপর আছে ! এখানকার আকর্ষণ, চাকচিক্য, আমাক কখনই ভোলাতে পারেনা ! আমি তার কাছে যেতে পারলে বাঁচি ! সমস্ত সভ্য সমাজের কাছে সম্পূর্ণ অজ্ঞাত থেকে আমি যদি তারই এককোনে বসে মৌমাছির মত আপনার মৌচাকটি ভরে ভালবাসা সঞ্চয় করতে পারি ! তাহলেই আর কিছু চাই নে !"
0 comments:
Post a Comment