ভালবাসা দিবস

আজ ভালবাসা দিবস


আমার সকল বন্ধু-বান্ধবীরা / আত্নীয়-স্বজন / এই ব্লগের সকল ভিজিটরগন !

ভালবাসার কি কোন দিন বা সময় আছে ? প্রতিদিন কিংবা প্রতি মুহুর্ত আমাদের কাছের মানুষগুলোকে ভালবাসার মায়াজালে বন্ধি করে রাখা উচিত । কারন একমাত্র ভালবাসাই পারে একটা সুন্ধর পৃথিবী গড়ে তুলতে । তাই আজকের ভালবাসা দিবসে এটাই কামনা করি সবার জীবনটা ভালবাসায় পরিপূর্ন হোক । আর তার অনুভুতি ছড়িয়ে পরুক আমাদের আশে-পাশে, যা সুন্দর এ্কটা পৃথিবী গঠনে সহযোগিতা করবে ।  সবাইকে ভালবাসা দিবসের শুভেচ্ছা । 



Related Posts:

  • ভয়ংকর চল্লিশ । প্রতিটা মানুষের জীবনে চল্লিশ একটা অতি গুরুত্বপূর্ন সংখ্যা । আমরা সবাই জানি শিক্ষার কোন বয়স নেই, কিন্তু জীবনে উন্নতি করতে হলে, নিজেকে মূল্যবান হ… Read More
  • জব করছো? কে তোমার বস? জীবনে মানুষ হয়ে তৈরি হওয়ার জন্য একজন ভাল শিক্ষকের আশ্রয়ে থাকা যেমন জুরুরী, তেমনি কর্মজীবনে সাফল্য, যোগ্যতার সীলমোহর অংকনের জন্য একজন ভাল বসের অ… Read More
  • ভালবাসা-ভাল কিছু নয় । বন্ধুত্ব প্রায় সময়ই ভালবাসায় রুপান্তরিত হয়, কিন্তু সে ভালবাসা একবার ভেঙ্গে গেলে আর বন্ধুত্বে ফিরে আসা যায়না । যেমন; একদিন দুজন মানুষ জুকারবার্গের … Read More
  • গার্মেন্টস শিল্প (1960 - 2015 ) আদিকাল থেকে মানুষ কোন না কোন বস্ত্র ব্যবহার করে আসলেও আসলে সেলাই মেশিনের সাহায্য বস্ত্র ব্যবহার শুরু হয় সর্বপ্রথম ১৭৫৫ সালে। সেখান থেকে বাংলাদেশ… Read More
  • রাগ রাগ মানুষকে ধ্বংস করে দেয় । তাই যতটা সম্ভব রাগকে নিয়ন্ত্রন করতে চেষ্টা করুন । কারণ রাগই সব ধরনের অশান্তির মুল । প্রতিনিয়তই রাগ করার প্রবনতার কারনে স… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!