নারী প্রভাব মুক্ত হতে মাতসু সম্প্রদায়ের পুরুষেরা তাদের জিহ্বায় একটা কাঠের পিন বিদ্ধ করে। এরপর তারা নিঃশ্বাস বন্ধ করে বমি করার চেষ্টা করে। বমি করার মাধ্যমে নারীর প্রভাবমুক্ত হতে সক্ষম হন বলে বিশ্বাস করেন এই সম্রদায়ের মানুষ।
এরপরও যদি তাদের বমি না হয় তা হলে তাদের জিহ্বায় বার বার চিকন কাঠের সূচালো ছুরি দিয়ে আঘাত করা হয়। কষ্ট যতোই হোক না কেন, নিজেকে পুরুষ প্রমাণ করতে তাদের কাছে এ আঘাত ফুলের বলেই মনে হয়।