Dedication

প্রথমত;


বাসর রাতের পরের দিন সকালে,যে সমস্ত নববধূরা অসয্য যন্ত্রনায় ঘুম থেকে উঠতে পারেনা!
বাসর রাতে ব্যবহারকৃত রক্তাত্ত বেড কভার নিয়ে,যে সমস্ত নববধূরা বিবাহিত ননদের সামনে পরেন!
পুরুষের কিছু সময়ের আনন্দের ফসল ফলাতে গিয়ে,যে সমস্ত নারীরা অসয্য যন্ত্রনায় ছটফট করে!
শৈশব ভুলে স্কুল চলাকালীন সময়ে প্রথম "কিশোরী" হওয়ার লজ্জায়, যারা স্কুল পালায়!
কৈশোর জীবনটাকে হত্যা করে,যে সমস্ত অবুঝ কুমারী মেয়েগুলো মা হয়ে লজ্জায় অত্তহত্তা করে!

এসব নারীদের জন্য !
 
দিতীয়ত;

আমরা প্রতিনিয়ত টাকার পিছনে ছুটছি, মানুষ মারছি। অথচ পৃথিবীর আনন্দময় জিনিসগুলির জন্য কিন্তু টাকার দরকার হয়না ! বিনামূল্যে পাওয়া যায় ! যেমন; জোস্না, বর্ষার দিনের বৃষ্টি, শীতের সকালের কুয়াশা, মানুষের ভালবাসা.....! অথচ দেখতো, এসব জিনিস কেনা-বেচাও হয়না, আর টাকার দামেও এর মুল্য বিবেচনা করা যায়না ! এসব জিনিসের মুল্য বিবেচনা করার জন্য একটা সুন্ধর মন'ই যথেষ্ট !

যাদের এমন একটা সুন্ধর মন আছে, তাদের জন্য !



বিশেষ নোট !


আমার এই ব্লগটি লেখা হয়েছে, আমার এলোমেলো চিন্তার গতিধারা ধরে ! এটিকে বানিজ্যিক কিংবা সেবামূলক সাইটের সাথে মিলালে বা মিল খুজলে চলবেনা ! কিছু পড়ন্ত বিকালের মিষ্টি কল্পনা, কিছু শেষ রাতের ঘুম ভাঙ্গা সময়গুলোর মৃতু দেহ ! বসন্তের শেষ বিকেলে সুগন্ধময় বৃষ্টির সময় যখন বেলকনিতে বসে তোমার কথা ভাবি, তার কিছু মিষ্টি অনুভুতির ছোয়া !

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!