মানুষ তার বিপরীত চরিত্রের মানুষ গুলোর প্রতিই আকৃষ্ট হয়|চটপটে কোন ছেলের জীবনসঙ্গিনী হবে সহজ সরল কোন মেয়ে,যে মেয়ে হবে চটপটের বিপরীত|অনুরূপ স্মার্ট মেয়েদের কপালে জুটে হাবাগোবা কোন স্বামী ভেংচি
এর পেছনে যুক্তি অবশ্য আছে|ধরুন আপনার একজোড়া জুতো আছে|জুতোজোড়া এখনো বেশ নতুন|হঠাৎ সুযোগ পেলেন আরো এক জোড়া নতুন জুতো কেনার|এবার আপনি কিন্তু আপনার কাছে থাকা জুতার ডিজাইনের মত একই ডিজাইনের জুতা কিনবেন না,আপনি নতুন কোন ডিজাইন ট্রাই করবেন|সহজ কথায় আপনি এমন কিছু খুজবেন যা আপনার কাছে নেই|
যে জিনিস আপনার অলরেডি আছে সে জিনিসের প্রতি আপনার ইন্টারেস্ট/চাহিদা না থাকাটাই স্বাভাবিক 8-)
কি?বুঝলেন তো?
তাছাড়া এটাকে আপনি চম্বুক ধর্ম ও বলতে পারেন|চম্বুক কিন্তু তার বিপরীত মেরুকেই আকর্ষণ করে চোখ মারা
কাউকে খুব বেশি পছন্দ করে ফেলেছেন?তাকে ছাড়া সব এলোমেলো?পাত্তাও পাচ্ছেন না?তবে এমন কিছু গুণ আপনার ভেতর বিল্ড করুন যা আপনার প্রিয় মানুষটার নেই|এককথায় আপনার মনের মানুষটির বিপরীত চরিত্র হতে চেষ্টা করুণ|
আমার বাস্তব জীবন থেকেই কয়েকটা উদাহরণ দিই:
আমার কাজিন,অংকে প্রচুর দুর্বল|40 মার্কস পেয়ে পেয়ে অংকে পাস করেছে|বেচারি শেষমেষ যাকে বিয়ে করলেন তিনি ভার্সিটির অংকের টিচার o.o
তাছাড়া আমার জন্য যত মেয়েকে দুর্বল হতে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই তারা আমার বিপরীত চরিত্রের অধিকারীণি।