ভাতচোর আনু মানু

অপ্রাপ্ত বয়স্ক দুটো শিশুকে ঘিরে আবর্তিত লালবাগ ঘটনার কাহিনী। তথ্যসূত্রে ওদের কোন নাম নেই। লেখার খাতিরে ধরে নেই ওরা আনু আর মানু। আর দশটা সাধারণ শিশুর মত জীবন নয় ওদের। বেচে থাকার লড়াই শুরু করতে হয়েছে অল্প বয়সে। প্লুটুনিক ভালবাসার দেশে শিশুদের... জীবন হওয়া কথাআমাদের দেশটা স্বপ্নপুরীধাচের।  ওরা চোর। যেনতেন চোর নয়, ভাত চোর। ক্ষুধা মেটাতে ওদের ভাত চুরি করতে হয়। ঘটনার দিনও ওরা ঢুকেছিল কোটি নাগরিকের বাসস্থান শহরের কোন এক রান্নাঘরে। বাকি দিনের মত এদিন ওদের ভাগ্য সুপ্রসন্ন হয়নি। ধরা পরে যায় দেশপ্রেমিক জনতার হাতে। বাকি কথা আমার না বললে চলবে.............








ভাত চুরির শাস্তি যদি এই হয়, তাহলে শেয়ার মার্কেট থেকে যারা হাজার কোটি টাকা নিয়ে গেল তাদের শাস্তি কি হওয়া উচিত ?

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!