আমি বলছিনা, আমি তোমাকে ভালবাসি !

 আমি বলছিনা, আমি তোমাকে ভালবাসি !

তবে !

তুমি যখন দেরী করে বাড়ি ফিরবে, আমি রাত-ভোর জেগে তোমার জন্য বসে থাকতে পারব !
যখন বৃষ্টিতে ভিজে আমাকে সরি বলবে, আমি বকা দিতে দিতে তোমার মাথা মুছিয়ে দিতে পারব !
তুমি যখন জ্বরের ঘোরে বেহুশ হয়ে থাকবে, আমি তোমার হাত ধরে বসে থাকতে পারব !
তুমি যখন কাজের চাপে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকবে,
আমি খাবার টেবিলে তোমার জন্য অপেক্ষা করতে পারব ! 

 তুমি কি লক্ষ্য করনা ?

 আমি প্রতিদিন তোমার চায়ে ছোট্ট একটি চুমুক দেই,
কারণ আমি নিশ্চিত হতে চাই, চা'টি তোমার পছন্দ মত হয়েছে কিনা !
আমি প্রতিদিন তোমাকে নামাজ পড়তে জোর করি,
কারণ আমি তোমার সাথেই জান্নাতে যেতে চাই !
আমি প্রতিদিন তৈরি হতে দীর্ঘ সময় পার করে দেই,
কারণ আমি চাই আমাকে, তোমার চোখে সবচেয়ে সুন্দর লাগুক !
আমি তোমাকে নিয়ে ঈর্ষান্বিত হই,
কারণ আমি অন্য সমস্ত মানুষকে রেখে শুধুমাত্র তোমাকেই বেছে নিয়েছি !


 

Related Posts:

  • তোমার জন্য খোলা চিটি ! তানি  সাভার ঢাকা ।   শুভ সকাল । আমি জানি আজ এই শব্দটা তোমার কাছে হাস্যকর, কারণ আজ তোমার সকালটা শুভ নয় । তবুও আমি প্রত্যাশা করি তু… Read More
  • কতগুলো জরুরী ও গুরুত্বপূর্ণ টিপস ! ঈদ এর কদিন খুব লেখাপড়া  করলাম ! কতগুলো নতুন বিষয় নিয়ে -  *(এক) কেউ যখন আমাকে ইমেইল করবে, আমার পক্ষ নিয়ে আমার ইমেইল আইডি তাহাকে একটা স… Read More
  • আজ অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম । আজ অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম । তবে স্বইচ্ছায় নয়, অনিচ্ছায় । আমি চাইছিলাম না বৃষ্টি আমাকে ভিজিয়ে দিক । বৃষ্টির ফোটায় সিক্ত হই আমি, তবুও ভিজলাম ।&nb… Read More
  • এমন একটা দিন নেই এমন একটা দিন নেই - যে তোমাকে মনে পড়েনা ! এমন একটা  রাত নেই - যে রাতে তোমায় নিয়ে ভাবিনা ! এমন একটা মুহূর্ত নেই - যে তোমায় মিস করিনা ! … Read More
  • পুরানো দিনের সেই মানুষগুলো ! পুরানো দিনের সেই মানুষগুলো, যারা আজও আমার সৃতির অনেকটা জুড়ে আছে ! দাড়ানো (পিছনের লাইনে) : বাম পাশ থেকে-মি.পিপলু, মি.সালাম, মি.মাসুদ, মি… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!