Chiraymana By Rabindranath Thakur

চিরায়মানা

 রবীন্দ্রনাথ ঠাকুর

 

 

যেমন আছ তেমনি এসো, আর কোরো না সাজ।
বেণী নাহয় এলিয়ে রবে,  সিঁথি নাহয় বাঁকা হবে,
নাই-বা হল পত্রলেখায় সকল কারুকাজ।
কাঁচল যদি শিথিল থাকে নাইকো তাহে লাজ।
যেমন আছ তেমনি এসো, আর করো না সাজ।।
এসো দ্রুত চরণদুটি তৃণের 'পরে ফেলে।
ভয় কোরো না - অলক্তরাগ  মোছে যদি মুছিয়া যাক,
নূপুর যদি খুলে পড়ে নাহয় রেখে এলে।
খেদ কোরো না মালা হতে মুক্তা খসে গেলে।
এসো দ্রুত চরণদুটি তৃণের 'পরে ফেলে।
হেরো গো ওই আঁধার হল, আকাশ ঢাকে মেঘে।
ও পার হতে দলে দলে    বকের শ্রেণী উড়ে চলে,
থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে।
ওই রে গ্রামের গোষ্ঠমুখে ধেনুরা ধায় বেগে।
হেরো গো ওই আঁধার হল, আকাশ ঢাকে মেঘে।।
প্রদীপখানি নিবে যাবে, মিথ্যা কেন জ্বালো?
কে দেখতে পায় চোখের কাছে    কাজল আছে কি না
আছে,
তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো।
আঁখির পাতা যেমন আছে এমনি থাকা ভালো।
কাজল দিতে প্রদীপখানি মিথ্যা কেন জ্বালো?।
এসো হেসে সহজ বেশে, আর কোরো না সাজ।
গাঁথা যদি না হয় মালা   ক্ষতি তাহে নাই গো বালা,
ভূষণ যদি না হয় সারা ভূষণে নাই কাজ।
মেঘ মগন পূর্বগগন, বেলা নাই রে আজ।
এসো হেসে সহজ বেশে, নাই-বা হল সাজ।।


শিলাইদহ, ২৭ জ্যৈষ্ঠ ১৩০৭
(কাব্যগ্রন্থঃ সঞ্চয়িতা)
 

Related Posts:

  • Chhol By Rabindranath Thakur ছল  রবীন্দ্রনাথ ঠাকুর   তোমারে পাছে সহজে বুঝি তাই কি এত লীলার ছল - বাহিরে যবে হাসির ছটা  ভিতরে থাকে আঁখির জল। বুঝি গো আমি, … Read More
  • Satyendranath-Dutt সত্যেন্দ্রনাথ দত্ত   ছিন্নমুকুল সবচেয়ে যে ছোট পিড়ি খানি সেখানি আর কেউ রাখেনা পেতে, ছোটথালায় হয় নাকো ভাতবাড়া জল ভরে ন… Read More
  • Debotar-Grash By Rabindranath Thakur দেবতার গ্রাস রবীন্দ্রনাথ ঠাকুর     গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে - মৈত্র মহাশয় যাবে সাগরসংগমে তীর্থস্নান লাগি। সঙ্গীদল… Read More
  • Lichu Chor By Kazi Nazrul Islam লিচু চোর নজরুল ইসলাম     বাবুদের তাল-পুকুরেহাবুদের ডাল-কুকুরেসে কি বাস করলে তাড়া,বলি থাম একটু দাড়া। পুকুরের ঐ কাছে নালিচুর এক গ… Read More
  • 1400-Shal By Rabindranath Thakur ১৪০০ সাল  রবীন্দ্রনাথ ঠাকুর     আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতুহলভরে, আজি হতে শতবর্ষ পরে! আজি নব ব… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!