Poroshpathor By Rabindranath Thakur

পরশপাথর

 রবীন্দ্রনাথ ঠাকুর

 

 

খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর।
মাথায় বৃহৎ জটা          ধুলায় কাদায় কটা,
মলিন ছায়ার মতো ক্ষীণ কলেবর।
ওষ্ঠে অধরেতে চাপি          অন্তরের দ্বার ঝাঁপি
রাত্রিদিন তীব্র জ্বালা জেলে রাখে চোখে।
দুটো নেত্র সদা যেন          নিশার খদ্যোত-হেন
উড়ে উড়ে খোঁজে কারে নিজের আলোকে।
নাহি যার চালচুলা          গায়ে মাখে ছাইধুলা,
কটিতে জড়ানো শুধু ধূসর কৌপীন,
ডেকে কথা কয় তারে          কেহ নাই এ সংসারে,
পথের ভিখারি হতে আরো দীনহীন,
তার এত অভিমান -          সোনারুপা তুচ্ছজ্ঞান,
রাজসম্পদের লাগি নহে সে কাতর -
দশা দেখে হাসি পায় -          আর-কিছু নাহি চায়,
একেবারে পেতে চায় পরশপাথর।।
সম্মুখে গরজে সিন্ধু অগাধ অপার।
তরঙ্গে তরঙ্গ উঠি          হেসে হল কুটিকুটি
সৃষ্টিছাড়া পাগলের দেখিয়া ব্যাপার।
আকাশ রয়েছে চাহি,          নয়নে নিমেষ নাহি,
হুহু করে সমীরণ ছুটেছে অবাধ।
সূর্য ওঠে প্রাতঃকালে          পূর্বগগনের ভালে,
সন্ধ্যাবেলা ধীরে ধীরে উঠে আসে চাঁদ।
জলরাশি অবিরল          করিতেছে কলকল,
অতল রহস্য যেন চাহে বলিবারে -
কাম্যধন আছে কোথা          জানে যেন সব কথা
সে ভাষা যে বোঝে সেই খুঁজে নিতে পারে।
কিছুতে ভ্রুক্ষেপ নাহি          মহাগাথা গান গাহি
সমুদ্র আপনি শুনে আপনার স্বর।
কেহ যায়, কেহ আসে,          কেহ কাঁদে, কেহ হাসে,
খ্যাপা তীরে খুঁজে ফিরে পরশপাথর।।
একদিনে বহুপূর্বে, আছে ইতিহাস -
নিকষে সোনার রেখা          সবে যেন দিল দেখা
আকাশে প্রথম সৃষ্টি পাইল প্রকাশ।
মিলি যত সুরাসুর          কৌতুহলে-ভরপুর
এসেছিল পা টিপিয়া এই সিন্ধুতীরে -
অতলের পানে চাহি,          নয়নে নিমেষ নাহি,
নীরবে দাঁড়ায়ে ছিল স্থির নতশিরে।
বহুকাল স্তব্ধ থাকি          শুনেছিল মুদে আঁখি
এই মহাসমুদ্রের গীতি চিরন্তন।
তার পরে কৌতুহলে          ঝাঁপায়ে অগাধ জলে
করেছিল এ অনন্ত রহস্য মন্থন।
বহুকাল দুঃখ সেবি          নিরখিল - লক্ষ্মীদেবী
উদিলা জগৎ-মাঝে অতুল সুন্দর।
সেই সমুদ্রের তীরে          শীর্ণদেহে জীর্ণচীরে
খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর।।
এতদিনে বুঝি তার ঘুচে গেছে আশ।
খুজে খুঁজে ফিরে তবু,          বিশ্রাম না জানে কভু -
আশা গেছে, যায় নাই খোঁজার অভ্যাস।
বিরহী বিহঙ্গ ডাকে          সারানিশি তরুশাখে,
যারে ডাকে তার দেখা পায় না অভাগা।
তবু ডাকে সারাদিন          আশাহীন, শ্রান্তিহীন -
একমাত্র কাজ তার ডেকে ডেকে জাগা।
আর-সব কাজ ভুলি          আকাশে তরঙ্গ তুলি
সমুদ্র না জানি কারে চাহে অবিরত।
যত করে হায়-হায়          কোনোকালে নাহি পায়,
তবু শূন্যে তোলে বাহু - ওই তার ব্রত।
কারে চাহি ব্যোমতলে          গ্রহ তারা লয়ে চলে
অনন্ত সাধনা করে বিশ্বচরাচর।
সেইমত সিন্ধুতটে          ধূলিমাখা দীর্ঘজটে
খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর।।
একদা শুধালো তারে গ্রামবাসী ছেলে,
'সন্ন্যাসীঠাকুর এ কী,          কাঁকালে ওকি ও দেখি?
সোনার শিকল তুমি কোথা হতে পেলে?'
সন্ন্যাসী চমকি ওঠে,          শিকল সোনার বটে!
লোহা সে হয়েছে সোনা জানে না কখন।
একি কান্ড চমৎকার!          তুলে দেখে বারবার,
আঁখি কচালিয়া দেখে - এ নহে স্বপন।
কপালে হানিয়া কর          ব'সে পড়ে ভূমি-'পর,
নিজেরে করিতে চাহে নির্দয় লাঞ্ছনা -
পাগলের মতো চায় -          কোথা গেল, হায় হায়,
ধরা দিয়ে পলাইল সফল বাঞ্ছনা।
কেবল অভ্যাসমত          নুড়ি কুড়াইত কত,
ঠন্ করে ঠেকাইত শিকলের 'পর -
চেয়ে দেখিত না, নুড়ি          দূরে ফেলে দিত ছুঁড়ি,
কখন ফেলেছে ছুঁড়ে পরশপাথর।।
তখন যেতেছে অস্তে মলিন তপন।
আকাশ সোনার বর্ণ,          সমুদ্র গলিত স্বর্ণ,
পশ্চিম দিগ্বধু দেখে সোনার স্বপন।
সন্ন্যাসী আবার ধীরে          পূর্বপথে যায় ফিরে
খুঁজিতে নূতন করে হারানো রতন।
সে শকতি নাহি আর -          নুয়ে পড়ে দেহভার,
অন্তর লুটায় ছিন্ন তরুর মতন।
পুরাতন দীর্ঘপথ          প'ড়ে আছে মৃতবৎ
হেথা হতে কত দূর নাহি তার শেষে।
দিক্ হতে দিগন্তরে          মরুবালি ধুধু করে,
আসন্ন রজনীছায়ে ম্লান সর্বদেশ।
অর্ধেক জীবন খুঁজি          কোন্ ক্ষণে চক্ষু বুজি
স্পর্শ লভেছিল যার এক-পল-ভর,
বাকি অর্ধ ভগ্ন প্রাণ          আবার করিছে দান
ফিরিয়া খুঁজিতে সেই পরশপাথর।।

 

 

শান্তিনিকেতন
১৯ জ্যৈষ্ঠ ১২৯৯


(কাব্যগ্রন্থঃ সঞ্চয়িতা)

 

Related Posts:

  • Nirjhorer-Shopnobhongo By Rabindranath Thakur নির্ঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর     আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান! না … Read More
  • Chiraymana By Rabindranath Thakur চিরায়মানা  রবীন্দ্রনাথ ঠাকুর     যেমন আছ তেমনি এসো, আর কোরো না সাজ। বেণী নাহয় এলিয়ে রবে,  সিঁথি নাহয় বাঁকা হবে, নাই-বা হ… Read More
  • Manoshee By Rabindranath Thakur মানসী  রবীন্দ্রনাথ ঠাকুর     শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী! পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারি আপন অন্তর হতে। বসি কবিগণ সোনার উ… Read More
  • Chiro Ami By Rabindranath Thakur চির-আমি  রবীন্দ্রনাথ ঠাকুর     যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বাইব না মোর খেয়াতরী এই ঘাটে, চুকিয়ে দেব বেচা-কেনা, &nbs… Read More
  • Borshar Din e By Rabindranath Thakur বর্ষার দিনে  রবীন্দ্রনাথ ঠাকুর     এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরিষায় - এমন মেঘস্বরে  বাদল-ঝরঝরে তপনহীন ঘন তমসায়।। … Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!