Manush By Nazrul Islam

মানুষ

KvRx bRi“j Bmjvg

 

 

 গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান,
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
সব দেশে, সল কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
  'পূজারী, দুয়ার খোল,
ক্ষুদার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো!'
স্বপ্ন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়
দেবতার বরে আজ রাজা-টাজা হ'য়ে যাবে নিশ্চয়!
জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুদায় কন্ঠ ক্ষীণ
ডাকিল পান্থ, 'দ্বার খোল বাবা, খাইনি তো সাত দিন!'
সহসা বন্ধ হ'ল মন্দির, ভুখারী ফিরিয়া চলে,
তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুদার মানিক জ্বলে!
ভুখারী ফুকারি' কয়,
'ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!'

মসজিদে কাল শিরনী আছিল, অঢেল গোস্ত রুটি 
বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটিকুটি! 
এমন সময় এলো মুসাফির গায়ে-আজারির চিন্ 
বলে 'বাবা, আমি ভুকা ফাকা আছি আজ নিয়ে সাত দিন!' 
তেরিয়াঁ হইয়া হাঁকিল মোল্লা - "ভ্যালা হ'ল দেখি লেঠা, 
ভুখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?" 
ভুখারী কহিল, 'না বাবা!' মোল্লা হাঁকিল - তা' হলে শালা 
সোজা পথ দেখ!' গোস্ত-রুটি নিয়া মসজিদে দিল তালা! 
ভুখারী ফিরিয়া চলে, 
চলিতে চলিতে বলে- 
"আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, 
আমার ক্ষুদার অন্ন তা'বলে বন্ধ করোনি প্রভু 
তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী, 
মোল্লা-পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবী!"

Related Posts:

  • Koto Ojanare Janaile Tumi By Rabindranath Thakur কত অজানারে জানাইলে তুমি     রবীন্দ্রনাথ ঠাকুর     কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই- দূরকে করিলে নিকট, বন্… Read More
  • Ami Bohu Bashonai Pranpone Chai By Rabindranath Thakur আমি বহু বাসনায় প্রাণপণে চাই রবীন্দ্রনাথ ঠাকুর   আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর… Read More
  • Neydondo By Rabindranath Thakur ন্যায়দণ্ড রবীন্দ্রনাথ ঠাকুর তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করেঅর্পণ করেছ নিজে। প্রত্যেকের ’পরেদিয়েছ শাসনভার হে রাজাধিরাজ।সে গুরু সম্… Read More
  • Megher pore megh jomechhe by Rabindranath Thakur মেঘের পরে মেঘ জমেছে রবীন্দ্রনাথ ঠাকুর    মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে- আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে। কাজের … Read More
  • Puraton Bhritto By Rabindranath Thakur পুরাতন ভৃত্য রবীন্দ্রনাথ ঠাকুর    ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর--- যা-কিছু হারায়, গিন্নি বলেন, ``কেষ্টা বেটাই চোর। … Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!