Chiro Ami By Rabindranath Thakur

চির-আমি

 রবীন্দ্রনাথ ঠাকুর

 

 

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা-কেনা,     মিটিয়ে দেব লেনা-দেনা
বন্ধ হবে আনাগোনা এই হাটে -
আমায় তখন নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে।।
যখন  জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়,
ফুলের বাগান ঘন ঘাসের     পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায় -
আমায় তখন নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে।।
যখন  এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
কাটবে গো দিন যেমন আজও দিন কাটে।
ঘাটে ঘাটে খেয়ার তরী     এমনি সেদিন উঠবে ভরি,
চরবে গোরু, খেলবে রাখাল ওই মাঠে।
আমায় তখন নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে।।
তখন   কে বলে গো, সেই প্রভাতে নেই আমি?
সকল খেলায় করবে খেলা এই-আমি।
নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহুর ডোরে,
আসব যাব চিরদিনের সেই-আমি।
আমায় তখন নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে।।

 

(কাব্যগ্রন্থঃ সঞ্চয়িতা)

Related Posts:

  • Hing Ting Chhot By Rabindranath Thakur হিং টিং ছট্ রবীন্দ্রনাথ ঠাকুর   স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্র ভূপ — অর্থ তার ভাবি ভাবি গবুচন্দ্র চুপ। শিয়রে বসিয়ে যেন তিনট… Read More
  • Amar Poth Chaowatei Ananda By Rabindranath Thakur আমার এই পথ-চাওয়াতেই আনন্দ রবীন্দ্রনাথ ঠাকুর   আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত।।কারা এই সমুখ … Read More
  • Neydondo By Rabindranath Thakur ন্যায়দণ্ড রবীন্দ্রনাথ ঠাকুর তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করেঅর্পণ করেছ নিজে। প্রত্যেকের ’পরেদিয়েছ শাসনভার হে রাজাধিরাজ।সে গুরু সম্… Read More
  • Puraton Bhritto By Rabindranath Thakur পুরাতন ভৃত্য রবীন্দ্রনাথ ঠাকুর    ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর--- যা-কিছু হারায়, গিন্নি বলেন, ``কেষ্টা বেটাই চোর। … Read More
  • Koto Ojanare Janaile Tumi By Rabindranath Thakur কত অজানারে জানাইলে তুমি     রবীন্দ্রনাথ ঠাকুর     কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই- দূরকে করিলে নিকট, বন্… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!