Niruddesh-Jatra By Rabindranath Thakur

নিরুদ্দেশ যাত্রা

 রবীন্দ্রনাথ ঠাকুর

 

 

আর কতদূরে নিয়ে যাবে মোরে
হে সুন্দরী?
  বলো, কোন পার ভিড়িবে তোমার
সোনার তরী
   যখনই শুধাই, ওগো বিদেশিনী,
    তুমি হাস শুধু, মধুরহাসিনী-
বুঝিতে না পারি, কী জানি কী আছে
তোমার মনে।
    নীরবে দেখাও অঙ্গুলি তুলি
    অকুল সে উঠিছে আকুলি,
    দূরে পশ্চিমে ডুবিছে তপন
গগনকোণে।
  কী আছে হোথায়-চলেছি কিসের
  অন্বেষণে?

 বলো দেখি মোরে, শুধাই তোমায়
  অপরিচিতা-
  ওই যেথা জ্বলে সন্ধ্যার কুলে
দিনের চিতা,
  ঝরিতেছে জল তরল অনল,
   গলিয়া পড়িছে অম্বরতল,
  দিকবধূ যেন ছলছল-আঁখি
অশ্রুজলে,
হোথায় কি আছে আলয় তোমার
   উর্মিমুখর সাগরের পার
    মেঘচুম্বিত অস্তগিরির
চরণতলে?
 তুমি হাস শুধু মুখপানে চেয়ে
কথা না ব'লে।

 

 

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!