Kandari Hushiar By Kazi Nazrul Islam

কান্ডারী হুশিয়ার!

KvRx bRi“j Bmjvg



দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!
দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।
তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন
কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।
হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার
গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ,
পশ্চাৎ-পথ-যাত্রীর মনে সন্দেহ জাগে আজ!
কান্ডারী! তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ-মাঝ?
করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছ যে মহাভার!
কান্ডারী! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর,
বাঙালীর খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর!
ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর!
উদিবে সে রবি আমাদেরি খুনে রাঙিয়া পূনর্বার।
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, 
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান 
আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ? 
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুশিয়ার!

Related Posts:

  • Jedin Futlo Komol Kichui Jani Nai By Rabindranath Thakur যেদিন ফুটল কমল কিছুই জানি নাই   রবীন্দ্রনাথ ঠাকুর      যেদিন ফুটল কমল কিছুই জানি নাইআমি ছিলেম অন্যমনে |আমার সাজিয়ে … Read More
  • Birpurush By Rabindranath Thakur বীরপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর        মনে করো যেন বিদেশ ঘুরে     মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে ।তুমি যাচ্ছ পা… Read More
  • Onek Kaler Jatra Amar By Rabindranath Thakur অনেক কালের যাত্রা আমার  রবীন্দ্রনাথ ঠাকুর   অনেক কালের যাত্রা আমার   অনেক দূরের পথে,প্রথম বাহির হয়েছিলেম প্রথ… Read More
  • Har Mana Haar Porabo Tomar Gole By Rabindranath Thakur হার-মানা হার পরাব তোমার গলে রবীন্দ্রনাথ ঠাকুর   হার-মানা হার পরাব তোমার গলে- দূরে রব কত আপন বলের ছলে। জানি আমি জানি ভেসে যাব… Read More
  • Shesh Kheya By Rabindranath Thakur শেষ খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর   দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা-পরা ওই ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ।ও পারেতে সোনার কূলে আঁধারম… Read More

10 comments:

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!