Krishnokoli By Rabindranath Thakur

কৃষ্ণকলি

রবীন্দ্রনাথ ঠাকুর
 


কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলাদিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ। 
ঘোমটা মাথায় ছিলনা তার মোটে,
মুক্তবেণী পিঠের 'পরে লোটে। 
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।  
ঘন মেঘে আঁধার হল দেখে 
ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে 
কুটির হতে ত্রস্ত এল তাই। 
আকাশ-পানে হানি যুগল ভুরু 
শুনলে বারেক মেঘের গুরুগুরু। 
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
পূবে বাতাস এল হঠাত্‍‌ ধেয়ে,
ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ। 
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা,
মাঠের মাঝে আর ছিল না কেউ। 
আমার পানে দেখলে কিনা চেয়ে,
আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো? তা সে যতই কালো হোক, 
দেখেছি তার কালো হরিণ-চোখ। 
এমনি করে কাজল কালো মেঘ 
জ্যৈষ্ঠমাসে আসে ঈশান কোণে। 
এমনি করে কালো কোমল ছায়া  
আষাঢ়মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে  
হঠাত্‍‌ খুশি ঘনিয়ে আসে চিতে। 
    কালো? তা সে যতই কালো হোক,
    দেখেছি তার কালো হরিণ-চোখ। 
কৃষ্ণকলি আমি তারেই বলি, 
আর যা বলে বলুক অন্য লোক। 
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ। 
মাথার পরে দেয়নি তুলে বাস,  
লজ্জা পাবার পায়নি অবকাশ।  
কালো? তা সে যতই কালো হোক,  
দেখেছি তার কালো হরিণ-চোখ।
 

Related Posts:

  • Aaj Dhaner Khete By Rabindranath Thakur আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়   রবীন্দ্রনাথ ঠাকুর   আজ   ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়       &n… Read More
  • Ononto Prem By Rabindranath Thakur অনন্ত প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে… Read More
  • Aral Diye Lukiye Gele By Rabindranath Thakur অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর     অমন   আড়াল দিয়ে লুকিয়ে গেলে       … Read More
  • Sha-Jahan By Rabindranath Thakur শা-জাহান রবীন্দ্রনাথ ঠাকুর   এ কথা জানিতে তুমি ভারত-ঈশ্বর শা-জাহান, কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান।    … Read More
  • Shesh Kheya By Rabindranath Thakur শেষ খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর   দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা-পরা ওই ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ।ও পারেতে সোনার কূলে আঁধারম… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!