Krishnokoli By Rabindranath Thakur

কৃষ্ণকলি

রবীন্দ্রনাথ ঠাকুর
 


কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলাদিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ। 
ঘোমটা মাথায় ছিলনা তার মোটে,
মুক্তবেণী পিঠের 'পরে লোটে। 
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।  
ঘন মেঘে আঁধার হল দেখে 
ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে 
কুটির হতে ত্রস্ত এল তাই। 
আকাশ-পানে হানি যুগল ভুরু 
শুনলে বারেক মেঘের গুরুগুরু। 
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
পূবে বাতাস এল হঠাত্‍‌ ধেয়ে,
ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ। 
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা,
মাঠের মাঝে আর ছিল না কেউ। 
আমার পানে দেখলে কিনা চেয়ে,
আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো? তা সে যতই কালো হোক, 
দেখেছি তার কালো হরিণ-চোখ। 
এমনি করে কাজল কালো মেঘ 
জ্যৈষ্ঠমাসে আসে ঈশান কোণে। 
এমনি করে কালো কোমল ছায়া  
আষাঢ়মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে  
হঠাত্‍‌ খুশি ঘনিয়ে আসে চিতে। 
    কালো? তা সে যতই কালো হোক,
    দেখেছি তার কালো হরিণ-চোখ। 
কৃষ্ণকলি আমি তারেই বলি, 
আর যা বলে বলুক অন্য লোক। 
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ। 
মাথার পরে দেয়নি তুলে বাস,  
লজ্জা পাবার পায়নি অবকাশ।  
কালো? তা সে যতই কালো হোক,  
দেখেছি তার কালো হরিণ-চোখ।
 

Related Posts:

  • Kaikobad কায়কোবাদ  কবি কায়কোবাদ বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তাঁর প্রকৃত নাম কাজেম আলী কোরেশী। জন্ম ঢাকা জেলার নবাবগঞ্জ থানার … Read More
  • Manush By Nazrul Islam মানুষ KvRx bRi“j Bmjvg      গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম… Read More
  • Lichu Chor By Kazi Nazrul Islam লিচু চোর নজরুল ইসলাম     বাবুদের তাল-পুকুরেহাবুদের ডাল-কুকুরেসে কি বাস করলে তাড়া,বলি থাম একটু দাড়া। পুকুরের ঐ কাছে নালিচুর এক গ… Read More
  • Obelar-Daak By Kazi Nazrul Islam অবেলার ডাক KvRx bRi“j Bmjvg অনেক ক’রে বাসতে ভালো পারিনি মা তখন যারে, আজ অবেলায় তারেই মনে পড়ছে কেন বারে বারে।। আজ মনে হয় রোজ রাতে স… Read More
  • Satyendranath-Dutt সত্যেন্দ্রনাথ দত্ত   ছিন্নমুকুল সবচেয়ে যে ছোট পিড়ি খানি সেখানি আর কেউ রাখেনা পেতে, ছোটথালায় হয় নাকো ভাতবাড়া জল ভরে ন… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!