Sonar Tori By Rabindranath Thakur

সোনার তরী 

রবীন্দ্রনাথ ঠাকুর

 

গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
  রাশি রাশি ভারা ভারা
  ধান-কাটা হল সারা,
  ভরা নদী ক্ষুরধারা
খরপরশা--
কাটিতে কাটিতে ধান এল বরষা॥
একখানি ছোটো খেত, আমি একেলা---
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
  পরপারে দেখি আঁকা
  তরুছায়ামসী-মাখা
  গ্রামখানি মেঘে ঢাকা
  প্রভাতবেলা---
এপারেতে ছোটো খেত, আমি একেলা॥
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে!
দেখে যেন মনে হয়, চিনি উহারে।
  ভরা পালে চলে যায়,
  কোনো দিকে নাহি চায়,
  ঢেউগুলি নিরুপায়
  ভাঙে দু ধারে---
দেখে যেন মনে হয় চিনি উহারে॥
ওগো, তুমি কোথা যাও কোন্‌ বিদেশে?
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
  যেয়ো যেথা যেতে চাও,
  যারে খুশি তারে দাও---
  শুধু তুমি নিয়ে যাও
  ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে॥  
যত চাও তত লও তরণী-পরে।
আর আছে?--- আর নাই, দিয়েছি ভরে॥
  এতকাল নদীকূলে
  যাহা লয়ে ছিনু ভুলে
  সকলি দিলাম তুলে
থরে বিথরে---
এখন আমারে লহো করুণা ক'রে॥
ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
  শূন্য নদীর তীরে
রহি নু পড়ি---
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী॥

 

Related Posts:

  • Pujar Shaj By Rabindranath Thakur পূজার সাজ রবীন্দ্রনাথ ঠাকুর   আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি,পূজার সময় এল কাছে ।মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাইআনন্দে দ… Read More
  • Amar Poth Chaowatei Ananda By Rabindranath Thakur আমার এই পথ-চাওয়াতেই আনন্দ রবীন্দ্রনাথ ঠাকুর   আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত।।কারা এই সমুখ … Read More
  • Neydondo By Rabindranath Thakur ন্যায়দণ্ড রবীন্দ্রনাথ ঠাকুর তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করেঅর্পণ করেছ নিজে। প্রত্যেকের ’পরেদিয়েছ শাসনভার হে রাজাধিরাজ।সে গুরু সম্… Read More
  • shomalochok By Rabindranath Thakur সমালোচক রবীন্দ্রনাথ ঠাকুর   বাবা নাকি বই লেখে সব নিজে। কিছুই বোঝা যায় না লেখেন কী যে! সেদিন পড়ে শোনাচ্ছিলেন তোরে, বুঝেছিলি? - বল্… Read More
  • Hing Ting Chhot By Rabindranath Thakur হিং টিং ছট্ রবীন্দ্রনাথ ঠাকুর   স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্র ভূপ — অর্থ তার ভাবি ভাবি গবুচন্দ্র চুপ। শিয়রে বসিয়ে যেন তিনট… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!