Six By Rabindranath Thakur

ছয়

রবীন্দ্রনাথ ঠাকুর

 

অতিথিবৎসল, 
ডেকে নাও পথের পথিককে 
তোমার আপন ঘরে, 
দাও ওর ভয় ভাঙিয়ে। 
ও থাকে প্রদোষের বস্‌তিতে, 
নিজের কালো ছায়া ওর সঙ্গে চলে 
কখনো সমুখে কখনো পিছনে, 
তাকেই সত্য ভেবে ওর যত দুঃখ যত ভয়। 
দ্বারে দাঁড়িয়ে তোমার আলো তুলে ধরো, 
ছায়া যাক মিলিয়ে, 
থেমে যাক ওর বুকের কাঁপন।
 
 
  বছরে বছরে ও গেছে চলে 
তোমার আঙিনার সামনে দিয়ে, 
সাহস পায় নি ভিতরে যেতে, 
ভয় হয়েছে পাছে ওর বাইরের ধন 
হারায় সেখানে। 
দেখিয়ে দাও ওর আপন বিশ্ব 
তোমার মন্দিরে,
  সেখানে মুছে গেছে কাছের পরিচয়ের কালিমা, 
ঘুচে গেছে নিত্যব্যবহারের জীর্ণতা, 
তার চিরলাবণ্য হয়েছে পরিস্ফুট।
 
 
  পান্থশালায় ছিল ওর বাসা,
  বুকে আঁকড়ে ছিল তারই আসন, তারই শয্যা,
  পলে পলে যার ভাড়া জুগিয়ে দিন কাটালো 
কোন্‌ মুহূর্তে তাকে ছাড়বে ভয়ে 
আড়াল তুলেছে উপকরণের।


(পত্রপুট)

Related Posts:

  • Michael Madhusudan Dutt মাইকেল মধুসূদন দত্ত  জন্ম ২৫.০১.১৮২৪ তারিখে যশোরের কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁরি গ্রামে। মৃত্যু ২৯.০৬.১৮৭৩। মাতা জাহ্নবী ও পিতা রাজ… Read More
  • Ami Sadhinota By Sahanaz Akter Ratna Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInterne… Read More
  • Bidrohee By Kazi Nazrul Islam বিদ্রোহী KvRx bRi“j Bmjvg          বল বীর -         … Read More
  • Munajat By Nazrul Islam মুনাজাত KvRx bRi“j Bmjvg আমারে সকল ক্ষুদ্রতা হতেবাঁচাও প্রভু উদার। হে প্রভু! শেখাও - নীচতার চেয়ে নীচ পাপ নাহি আর। যদি শতেক জন্… Read More
  • Poem Avwg †Zvgvi eÜz ne ‡jLK t Avw`Z¨ AwbK Avwg †Zvgvi eÜz ne wkDwj †dvU †dv‡ii gZ, bKmx †Zvjv Kv_vi gZ, kx‡Zi iv‡Z I‡gi gZ, ey‡Ki LvuPvq cvwLi … Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!