অনুশোচনা হয়না !


কয়েক দিন আগের কথা ! একজন আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে ! কিন্তু আমি কিছুই বলিনি, আমি শুধু নিরবে তার কথাগুলো শুনেছি ! তারপর মোবাইলে এর লাইনটা  কেটে দিয়াছি ! ঐ ঘটনার দুদিন পর আমি চিন্তা করলাম, সে হয়ত এই কথাগুলো ভুলে গেছে ! আমি শুধু একাই কষ্ট পাচ্ছি ! তাই এখন প্রতিদিন একটা এসএমএস দিয়ে সেই কথাগুলো তাকে মনে করিয়ে দেই ! কিন্তু তারপরও তার মাঝে কোন অনুশোচনা নেই !

আমি ভাবলাম !

·    কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, আর সে যদি সেটা বুঝতে না পারে তবে তার মধ্যে অনুশোচনা আসবে কিভাবে !

·   আমার কাছে যেটা খারাপ ব্যবহার, তার কাছে হয়ত তো সেটা খারাপ নয়, যদি খারাপ হত তাহলে তো কখনই বলতনা !

·     আবার এমনও হতে পারে সে আমাকে খুব ভালোবাসে, তাই হয়ত আমার আচরণে খুব কষ্ট পেয়েই এমনটা করেছে !

·     আবার এমনও হতে পারে ইদানিং সে আমাকে অপছন্ধ করে,  তাই হয়ত আমার অল্প একটু দোষ পেয়েই এমন অশালীন আচরন  করেছে !

·     আর একটা কথা মনে পরেছে,  আমি যে তাহাকে খুব ভালবাসি, হয়ত সেটা তাহাকে বুঝাতে পারছিনা, কিংবা সে বুঝতে পারছেনা ! সে হয়ত ভাবছে আমি তাহাকে ভালোবাসি না, এড়িয়ে চলি, ধোঁকা দেই, অন্যজনের ঘাটে গিয়ে নঙ্গর বাঁধি, তাই হয়ত আমার উপর রাগ করেই এধরনের ব্যবহার করেছে ! 

যাক ক্ষমা করে দিলাম তোমায় ! তুমি হয়ত আমার ভালবাসা না বুঝেই আমার উপর রাগ করেই এধরনের ব্যবহার করেছে, তাই বলে আমিও যদি এমনটা করি, তা কি হয় ! আমি তোমাকে ডাকতে যাবনা,  তবে তুমি যদি  নিজের  ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে আসো, আমি ক্ষমা করে তোমাকে কাছে টেনে নেব !

শেষ বিকেলের আলোয়ে -

আব্দুস সালাম


Related Posts:

  • ভালোবাসুন তাঁকেই ! আপনি কি জানেন একটি ভালো সম্পর্ক কখন গড়ে ওঠে? একটি সম্পর্ক কখন সফল হয়? একটি ভালোবাসা এবং প্রেমের সম্পর্কে দুজন মানুষ থাকেন । তাদের দুজনের উপস্থি… Read More
  • অপরিচিতা, তোমাকেই বলছি ! অপরিচিতা, তোমাকেই বলছি ! কেমন আছ তুমি ? আমাকে চিনতে পারছনা ? গত ২০-জুন-১৪ ইং তারিখ সকাল ১০ টায় গুলিস্তান টু ধামরাই এর গাড়িতে তোমার সাথে আমার দেখা … Read More
  • সব সংসার কেন সুখের সংসার হয় না ! সব সংসার কেন সুখের সংসার হয় না ! অনেক দম্পত্তি ভালোবেসে কিংবা পারিবারিকভাবে বিয়ে করে সংসার শুরু করেন কিন্তু সব সংসার কি সুখের হয়, হয়না ? কেন স… Read More
  • আজ ১৭ অগস্ট ২০১৪ ইং সারাদিন অফিস এর  কাজ করে শরীরটা খুব ক্লান্ত লাগছিল, তাই আমার রুম মেইট কাজী শামীম ভাইকে নিয়ে হাটতে বের হলাম। ঘন্টা খানেক হাটার পর আমরা কাশিপুর খ… Read More
  • টাকা দিয়ে পৃথিবীর সব সম্পর্ক কিনে নেয়া যায় ! টাকা দিয়ে, পৃথিবীর সব সম্পর্ক কিনে নেয়া যায় ! আমার এতটুকু জীবনে এটা ভালোভাবে বুঝে গেছি 'টাকা দিয়ে পৃথিবীর সব সম্পর্ক কিনে নেয়া যায়'! হয়ত কেউ কে… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!