কোনদিনই ক্ষমা করবনা তোকে !



নীল,

আমার বিয়ের দ্বিতীয় রাতেই আমার স্বামীকে আমাদের সম্পর্কেbর কথা জানিয়ে দেবো। না হলে নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হবে। কারণ তোমার আমার সম্পর্কের কথা এখানকার অনেকেই জানে। তাই আমার স্বামীর কানে অবশ্যই আসবেঅ তখন ঘটনার অনেক ডালপালাও গজাবে। তাই সত্যি ঘটনাটা আমি আগেই জানাবো যাতে আমাদের মধ্যে কোন রকম ভুল বোঝাবুঝি না হয়। 

বিশ্বাস কর নীল, আমি তোকে কোন দিনই ক্ষমা করতে পারবনা। তুই আমার জীবনের প্রথম ভালবাসাকে ছেড়া কাগজের টুকরোর মত ছুড়ে ফেলে দিচ্ছো। আমার নারীত্বকে চরম অপমান করেছো। কিভাবে তোকে ক্ষমা করি ?

একথা ঠিক, তুমি পাপ করেছো, আমার মনকে নাচিয়েছো। কিন্তু প্রতারনা করোনি। ঠকাওনি। প্রথম থেকেই তুমি ভেতরে ভেতরে নিজেকে দুরে সরিয়ে রেখেছো। নিজের প্রতি কন্ট্রোল থাকলেও, যদি তুমি ইচ্ছে করতে, হয়ত আমার অনেক ক্ষতি করতে পারতে। তখন আমি সমাজে মুখ দেখাতে পারতামনা। 

তবুও যেটুকু ক্ষতি করেছো তার জন্য তোমাকে প্রচন্ড ঘৃনা করব। কিন্তু মাঝে মাঝে মনে হয় যতটা হারে ঘৃনা করতে চাই ততটা পারছি কি ? ভালবাসার মানুষকে ঘৃনা করার মত কষ্ট বোধ হয় পৃথিবীতে আর নেই। আজ আর থাক !

এভাবেই যদি যায় দিন, যাক না । শুধু দেখ, আমি ছাড়া আর তোমায় মনে রাখে কে ।


নীলা
থানা রোড, ভান্ডারিয়া।


Related Posts:

  • এক ঘন্টায়, দু’বছরের অভিজ্ঞতা । অভিজ্ঞতার অভাবে, যারা চাকরি পাচ্ছেন না। ফ্রেস, অনেক ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু অভিজ্ঞতার অভাবে চাকরী পাচ্ছেন না, তাই হতাশ । তাদের জন্য আমার আজকের পো… Read More
  • জব করছো? কে তোমার বস? জীবনে মানুষ হয়ে তৈরি হওয়ার জন্য একজন ভাল শিক্ষকের আশ্রয়ে থাকা যেমন জুরুরী, তেমনি কর্মজীবনে সাফল্য, যোগ্যতার সীলমোহর অংকনের জন্য একজন ভাল বসের অ… Read More
  • ভয়ংকর চল্লিশ । প্রতিটা মানুষের জীবনে চল্লিশ একটা অতি গুরুত্বপূর্ন সংখ্যা । আমরা সবাই জানি শিক্ষার কোন বয়স নেই, কিন্তু জীবনে উন্নতি করতে হলে, নিজেকে মূল্যবান হ… Read More
  • পৃথিবী ধ্বংস হচ্ছে, তুমি সেলফি নিয়েই থাকো । ২০১৫ সাল পর্যন্ত ৭৬ টির বেশি প্রজাতির প্রাণী এবং কয়েকশ প্রজাতির গাছপালা আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এর বিনিময়ে আমাদের অথনৈতিক উন্নতি হ… Read More
  • সুখ! একটি অদ্ভুত শব্দ । কেউ কেউ সারা জীবন চেষ্টা করেও এর অর্থ খুঁজে পায়না । আবার যাদের কাছে জীবনেরই কোন অর্থ বহন করেনা, তারা এ শব্দটার অর্থ খোঁজার চ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!