হায়রে জীবন !

এখন রুমে ফিরলাম ! আগে মাঝে মাঝে ভাবতাম আমি আসলেই গাধা, আমাকে দিয়ে কিছু হবেনা। এখন দেখি আমি না থাকলে তো অনেক কিছুই বন্ধ হয়ে যায়। হায়রে পৃথিবী, আজ বুঝলাম কেন মানুষ আত্নহত্তা করে। আগে না বুঝে ওদের কত আজেবাজে কথা বলতাম, কেন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায়, কেন নিজের জীবনটা ধংস করে দেয়, ইত্যাদি ইত্যাদি । আজ বুঝলাম, আমিই এতদিন বোকা ছিলাম............!

আজ থেকে অনেকদিন আগের আমাার এক বান্দবীর একটা কথা মনে পড়ে গেল, তুই সেদিনও বোকা ছিলি, আজও বোকাই রয়ে গেলি। সেদিনও তোর আমাকে গ্রহণ করার সাহস ছিলনা, আর কোনদিন হবেওনা ।

সত্যিই বন্ধু আজ তোর কথাটা খুব মনে পড়ছে। ধন্যবাদ তোকে। শুভ রাত্রী ।

আব্দুস সালাম

Related Posts:

  • ঈদ মোবারক - ২০১৪ ঈদ মোবারক - ২০১৪  পবিত্র ঈদ-উল-ফিতর ২০১৪ ইং উপলক্ষে  কাছে-দুরে, পুরানো-নতুন, আপন-পর, ছেলে-মেয়ে, যুবক-যুবতী সবাইকে ঈদ মোবারক ! … Read More
  • পুরানো দিনের সেই মানুষগুলো ! পুরানো দিনের সেই মানুষগুলো, যারা আজও আমার সৃতির অনেকটা জুড়ে আছে ! দাড়ানো (পিছনের লাইনে) : বাম পাশ থেকে-মি.পিপলু, মি.সালাম, মি.মাসুদ, মি… Read More
  • এমন একটা দিন নেই এমন একটা দিন নেই - যে তোমাকে মনে পড়েনা ! এমন একটা  রাত নেই - যে রাতে তোমায় নিয়ে ভাবিনা ! এমন একটা মুহূর্ত নেই - যে তোমায় মিস করিনা ! … Read More
  • কতগুলো জরুরী ও গুরুত্বপূর্ণ টিপস ! ঈদ এর কদিন খুব লেখাপড়া  করলাম ! কতগুলো নতুন বিষয় নিয়ে -  *(এক) কেউ যখন আমাকে ইমেইল করবে, আমার পক্ষ নিয়ে আমার ইমেইল আইডি তাহাকে একটা স… Read More
  • আজ প্রথমবার শিখলাম ! Normal 0 false false false EN-US X-NONE X-NONE … Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!