প্রথম পাতা |
ফটো স্টুডিও |
আমার প্রতিদিন |
অনুভুতি |
উপদেশ |
স্বাস্থ্য |
তোমাদের ছবি |
শাড়ীতেই নারী |
আজকের বার্ত |
তোমার রুপ |
বাবা তোমায় ছালাম |
কবিতা |
সাহিত্য |
পরকীয়া ........!
আমাদের অনেকের কাছে বিষয়টি খুবই পরিষ্কার যে, নিজের বাসার মাংস থেকে পাশার বাসার ভাবীর কচু তরকারীও মজা । কারণ মানুষের একটা জন্মগত সভাব হচ্ছে অজানাকে জানার আগ্রহ কিংবা নিষিদ্ধ জিনিসের প্রতি দুর্বলতা । আর এই থেকেই মানুষ স্বাভাবিক জীবন যাপনের রাস্তা পরিহার করে, ভিন্ন, ভুল, নিষিদ্ধ রাস্তায় পা-বাড়ায় ।
আজকাল কার মডার্ন যুগে পুরুষ মানুষগুলো এতটাই পাল্টে যাচ্ছে যে, প্রতিদিন স্বামী বাহিরে যাবার পর স্ত্রীদের অজানা একটা ভয়ে থাকতে হয় । আবার বাসায় ফেরার পর শরীরে লম্বা চুল, শার্টে লিপিস্টিক এর দাগ, শরীর থেকে মেয়েদের পারফউমের গন্ধ, মুখ থেকে মদ বা সিগারেটেরে গন্ধ, বউয়ের প্রতি আগ্রহ, পেটে ক্ষুদা এগুলো আছে কিনা ? কারন আমাদের বিন্দু মাত্র বিশ্বাস নেই । কারন হয়ত পৃথিবীটা অনেক বদলে গেছে তাই । না তা নয় ...........!
আমাদের অনেক পুরুষের রুচী এতটাই জগন্য হয়ে যায় যে, ঘরে সুন্দরী স্ত্রী রেখে বাইরে সস্তা মেয়ে মানুষের বুকে সুখ খোজে । নীজের স্ত্রীকে ভাবে ব্যাংকের টাকা, যা হারানোর ভয় নেই। ফিক্স ডিপোজিট করে রেখেছে। শেষ বয়সে খরচ করবে যখন শরীরে কোন শক্তি থাকবেনা। অথচ ঐ সুন্দরী স্ত্রীদের কথা একবারও ভাবেনা । যে তাদেরও একটা জীবন আছে, আছে শারীরিক চাওয়া-পাওয়া, আছে আত্ন সম্মানবোধ ।
ভরা যৌবন নিয়ে প্রতিটি স্ত্রী’ই প্রতিদিন স্বামীর ঘরে ফেরার অপেক্ষা করে । আর সেখানে প্রথম স্ত্রী বর্তমান থাকা সত্বেও যদি কোন পুরুষ আবার বিয়ে করে কিংবা পরকীয়ায় আবদ্ধ হয়, তাহলে ঐ স্ত্রীর কষ্ট রাখবার জায়গা মনে হয় এই পৃথিবীতে হয়না । কারন তার সবকিছু বর্তমান থাকা সত্বেও, ঐ এক্ই জিনিসের জন্য তাকে অবহেলা করে অন্য নারীর শরীরের ভাজে তারই প্রিয় মানুষটি সুখ খোজে, এটা তার নারীত্বের চরম অপমান । হয়ত এই অপমান সইতে না পেরে কেউ কেউ আত্নহত্তাও করে, আবার কেউ কেউ মান সম্মানের কথা বিবেচনা করে অন্তরের কষ্টগুলোকে অন্তরের গভীরেই মাটি চাঁপা দিয়ে দেয় ।
আমাদের ভাব উচিত যে, প্রতিটি ফুলই ফোটে একটা অসীম প্রত্যাশা নিয়ে । একদিন একটা কালো ভোমর এসে তার সকল পাপড়িগুলো চুষে চুষে নির্জাস নেবে, মধু খাবে । জীবন বির্সজন দিয়ে সে মধুগুলো জন্মিয়েছে । প্রতিটি ফুলই চায় ভোমরের বুকের আঘাতে তার সকল পাপড়িগুলো ছিন্নবিছ্ন্ন হয়ে যাক, একাকার করে দিক এতদিনের অপেক্ষার কষ্টে জমে থাকা জমাট বাধা বরফগুলো। তবেইতো তার ফোটা স্বার্থক । আর মেয়েরাতো ফুলের মতই। কিন্তু আমরা কিছু কিছু মানুষ সেই ফুলকে প্রথমে ছিড়ি, তারপর পায়ের নিচে ফেলে “সব ফুল দিয়েতো দেবতার পুজা হয়না, কিছু কিছু ফুল শশানেরও যায়” এ্ই গান ধরতে ধরতে মারিয়ে চলে যাই । তখন আমার নিজেকে দেবতা ভাবতে শুরু করি। হায়রে মানুষ .......!
আমরা কখনোই ভাবতে চাইনা বা রাজী না যে, আমাদের স্ত্রীদেরও একটা জীবন আছে । আছে চাওয়া-পাওয়া, ভাললাগা, আবেগ-অনুভুতি । দীর্গ বিশটি বছর ধরে মনের বাগানের ফুলগুলোকে সযতনে সাজিয়ে রাখে আমার এসে সুগন্ধ নেব, অনুভব করব তার স্নিগ্ন মাদকতা । ভালবাসা আর আদর দিয়ে কানায় কানায় ভড়িয়ে দেব তাদের শুন্য হ্নদয়গুলি । আমরা একবারের জন্যও বুঝতে চাইনা যে, প্রতিটি স্ত্রীই জন্মায় তার স্বামীর ভোগের সামগ্রী হিসাবে । স্বামী দেবতাটি যখন পরম আনন্দে তাকে ভোগ করবে, ছিড়ে টুকরো টুকরো করে দেবে তার শরীরের প্রতিটি শাখা-প্রশাখা, তখনই তার বেচে থাকা, বেড়ে ওঠা, সৌন্দর্য্য সবই স্বার্থক । আমরা কি করি ? নিজের ভাল মানুষিটাকে লোকচক্ষুর সামনে উম্মোচন করে, তাদেরকে নীজের করে গ্রহণ করি ঠিকই, কিন্তু পরিতৃপ্তির সাথে ভোগ করিনা, যর্থাত মুল্য দেইনা । বরং অনাদরে নেষ্ট করে ফেলে, বাসী করে দেই তাদের সুন্দর ফুলের মত জীবনটাকে । আর মনে মনে ভাবী, বাসায় ফিরলেইতো সেই বাসী বউ, পয়সার বিনিময়ে যদি সুন্দরী কোন টাটকা মেয়ে মানুষের সঙ্গ পাওয়া যায় মন্দ কি ?
মাঝে মাঝে ভাবী, দিনের তপ্ত আলোতে যার চোখের ইশারায় ধুলির ধরা কপ্তি হয়, যার ক্ষমতার কাছে মানুষ মুখ খুলতে সাহস পায়না, যাকে দেখলে বাপ-দাদা চৌদ্দ পুরুষের নাম ভুলে যেতে বাধ্য, যার হুংকারে কত মানুষ ঘরছাড়া হল অথচ এরা ঐ এক জায়গায় এক সময় সবাই দুর্বল, নির্বাক । রাত্রীর কোন এক প্রহরেে ঐ সস্তা মেয়েদের বিবস্ত্র করার উদ্দেশ্যে কতনা অনুনয়-বিনয়, কতনা মিথ্যা প্রতিশ্রুতি । ঐ সস্তা পোষাকের নীচের অগ্নি ধারার উত্তাপ গ্রহণ করার জন্য কতজনকে যে তাদের পায়ের কাছে পরে থাকতে দেখা যায়, তা দিনের বেলায় বলার সাহস ঐ যুবতীর নেই। অথচ একবার চিন্তা করে দেখ, ঐ সস্তা মেয়ে মানুষটির জায়গায় তার স্ত্রী হলে রাতটা কত রোমান্টিক, কত মধুময় হতে পারত ! থাকতনা কোন ভয়, লজ্জা । কারন মাতৃভুমি আর স্ত্রী এই দুয়ের মত সুখ ও শান্তী পৃথিবীর অন্য কেউ কি দিতে পারে, পারা সম্ভব ?
একবার ভেবে দেখ, পাশের বস্তীর সেই গরীব মেয়েটি কিংবা হোটেলের সেই ডাকবালিকাটি আর তোমার সুন্দরী স্ত্রীটি উভয়ই কিন্তু রাতের বিশেষ এক মুহুর্তে, একই ধরনের সুখ দেয় । অথচ দিনের আলোতে ঐ ডাকবালিকাটি কত ঘৃনিত আর তোমার সন্দরী স্ত্রী কত সম্মানিত । পরের পৃথিবীতে চোরের মত বেচে থাকার চেয়ে নিজের স্বাধীন পৃথিবীতে সুখে, সাচ্ছন্দে বেচে থাকা কি আনন্দের নয় ?
আমরা কি পারিনা, আমাদের সঙ্গীনীকে যে যার অবস্থান থেকে সেই কিশোরের মত ভালবাসতে, যে তার শরীরের শেষ রক্ত বিন্দু তার প্রেয়সীকে রক্ষা করবে ? সেই মধ্যবিত্তের মত ভালবাসতে যে সমস্ত সঞ্চয় বিকিয়ে দিয়ে, কিনে আনবে প্রেয়সীর জন্য এক গুচ্ছ গোলাপফুল । কেন পারিনা ? সে যদি নীল শাড়ী পরে পরন্ত বিকেলে তোমার ফিরে আসার প্রতিক্ষায় হাতে কফি নিয়ে দড়জার কাছে দাড়িয়ে থাকতে পারে, আমরা কেন পারিনা সন্ধার আগে একগুচ্ছ ফুল নিয়ে বাসায় ফিরতে । অফিস ছুটির পরে পুরানো বান্দবীদের নিয়ে মোড়ের বাসু কাকার দোকানের চা না খেয়ে, দক্ষিনের বেলকুনীতে বসে প্রিয় মানুষটির হাতে হাত রেখে চা খেতে খেতে সন্ধ্যে পার করা কি খুব বেশী কষ্টের ?
আপনার বিয়ের তারিখটি হয়ত এতদিনেও ভুলে যাননি । বুকে হাত দিয়ে আমরা বলতে পারব কি, আজ পর্যন্তি একদিনও আমাদের স্ত্রীর স্বপ্ন বা চাওয়া-পাওয়াগুলো জানার চেষ্টা করেছি ? কখনো কি বলেছি, তোমার মনের ইচ্ছাগুলো কি আমাকে বল, কিংবা তুমি আমাকে কেমন ভাবে পেতে চাও ? আপনার স্ত্রীরও ইচ্ছে থাকতে পারে “চাদনী রাতে গ্রামের নদীর পাড় ঘেষে আপনার হাত ধরে হাটার । “ ঢাকার বাইরে গাড়ীতে নয়, রিক্সায় বসে আপনার হাত ধরে অলস দুপুরে ঘুড়তে । “ “তারপর কিছু প্রিয় জিনিস তোমাকে সঙ্গে নিয়ে কিনতে ।” “ মুষল ধারে বৃষ্টি হলে তার প্রিয় বৃষ্টির গানগুলো শুনতে আর তোমাকে ভুনা খিচুড়ী রান্না করে খাওয়াতে ।” “তার অসুস্থ্যতায় তুমি ঘাবড়ে যাবে, মাথায় হাত রেখে বলবে সব ঠিক হয়ে যাবে ।” “তার প্রিয় শাড়ীগুলো তুমি পছন্দ করে দেবে, বলবে এ শাড়ীতে তোমাকে মানায়না, এটাতে বেশ লাগে ।” “পুর্নিমারাতে বাড়ান্দায় হাসনাহেনা গাছটার পাশে চাদের আলোতে দুজন এলোমেলো কথা বলতে।” “শীতের রাতে কম্পলের নীচে তোমাকে জড়িয়ে ধরে ‘বোঝেনা না সে বোঝেনা’ মেঘাসিরিয়াল টা দেখতে।” আর এধরনের ইচ্ছে থাকা কি খুব বেশী বিলাসিতা, এগুলো কি আমাদের পক্ষে পালন করা খুবই কষ্ট সাধ্য । আমার মনে হয়না । বরং এই ইচ্ছাগুলো পুরণের মাধ্যমে আমাদের ফিরে আসবে অনাবিল আনন্দ আর সুখের সমীরন । যা আমাদের বান্দবীর কাছ থেকে পাওয়া সম্ভব নয় । অনেকেই বলবেন দূর এগুল ফালতু বিষয় । সারাদিন অফিসের কাজ, বসের ধমক, ব্যাংকের ঋন এগুলো নিয়েই পারিনা, বউ নিয়ে ভাববার সময় কোথায় ।
আপনি হয়ত জানেন না, প্রতিটি স্ত্রীরই স্বপ্ন থাকে, “তার স্বামী অন্য সব স্বামীদের মত হবেনা, শুধু যে গভীর রাতে শরীরের তাপ কমানোর জন্য আদর করবে, কাছে আসবে । সে চায় রাতের খাবার দুজনে একসাথে গল্প করতে করতে খাবে । তারপর বেলকুনীতে বসে দুজন গরম কফির সাথে, ঠোট দুটো একটু মিলিয়ে নিতে । হাজার রকম কথা আপনি বলবেন সে শুনবে, সে বলবে আপনি শুনবেন । তারপর একসময় বিছানায় যাবে ............। তার মন, প্রান, আত্না ভরে আদর করেবন। তার ইচ্ছাগুলোকে একে একে প্রকাশ করবে আপনার কাছে। আপনি তাকে শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে মাথা ও পিঠে হাত দিয়ে বলবেন সব ঠিক হয়ে যাবে, আমিতো আছি । “
প্রতিটি স্ত্রীরই স্বপ্ন থাকে, “বালু চড় । ঠান্ডার মাঝে ঝিড়ি ঝিড়ি বাতাস । বাতাসে তার চুল উরছে। উরে উরে আপনার মুখের উপর পড়ছে, আর আপনি তার চুলের গন্ধে বিভোর হয়ে থাকেন। নৌকায় করে ঘুড়ে বেড়ানো । তার হাতের উপর হাত রেখে আলত করে স্পর্শ করা, হাতে হাত রেখে বালিতে হাটা, চটপটি ও ফুসকা খাওয়া এবং সুর্যাস্তের সাথে ছবি তোলা, দুজন বৃষ্টিতে ভেজা, রাত জেগে জোৎস্না দেখা, আর গল্প করা । “ সব নারী এভাবেই স্বৃতিতে ঘেথে রাখতে চায় প্রতিদিনের শেষ বিকেলগুলো।
বোরিং লাগছে, নাকি উপরের স্বপ্নগুলোর সাথে আপনার স্ত্রীর স্বপ্ন মিলছেনা, ঠিক আছে পরের প্যারাগুলো পড়ুন, আর সেখান থেকে বেছে নিন কোনটি আপনার স্ত্রীর স্বপ্ন, আর সেটি মিটিয়ে ফেলুন, দেখবেন সংসারে আগের চেয়ে আপনার বোঝাপড়া আরো বেশী মধুর হবে । জীবনে আরো নতুনত্ব আসবে।
হতে পারে উপরের কোনটিই আপনার স্ত্রীর স্বপ্ন নয় । আপনার স্ত্রী স্বপ্ন “ সে যখন বাইরে যাবার জন্য শাড়ী পরবে, আপনি তার পায়ের কাছের শাড়ী ধরে ঠিক করে দেবেন । সে যখন একা একা সেপটিপিন লাগাতে ব্যর্থ হবে, আপনি লাগিয়ে দেবেন । সে ব্লাউজের বোতাম লাগাতে না পারলে, আপনি সাহায্য করবেন। আলত করে পিঠে হাত দিয়ে আপনার নরম হাতে বোতামগুলি লাগিয়ে দেবেন । কারণ এইসব কাজ মেয়েরা একা করতে পারেনা । তারপর তার পিঠে ও বুকে সুন্দর করে সেন্ট স্প্রে করে দেবেন । কারণ পুরুষদের এসব কাজে মেয়েরা খুশী হয় । বেড়ুবার সময় তাকে জড়িয়ে ধরে একটা চুমো খাবেন। কারন সুন্দরী স্ত্রী সেজেগুজে বাইরে যাবার সময় বিদায় দেবার লগ্নে চুমো পেতে ইচ্ছে করে। “
আপনার হয়ত এক কোটি টাকার মার্সিডিজ গাড়ী নেই বা গুলশান বাড়ীধারায় ফুল এসি ডুপলেক্স বাড়িও নেই। নেই আশি হাজার টাকা দামের আইফোন বা আইপ্যাড । হয়ত আপনি ডাক দিলেই কেহ সাথে সাথে কফি নিয়ে আসেনা। হয়ত আপনি আপনার স্ত্রীকে রেডিসন বা অন্য কোন পাচতারা হোটেলে খাওয়াতে পারেননা । কিংবা আপনার ওরকম দামী ব্রান্ডের জামাকাপড়ও বা পারফউমও নেই । তাতে কি হয়েছে ? আপনার ভিতরে যে সুন্দর একটা মন আছে, সেটা বিশুদ্ধ করে আজই আপনার প্রিয়তমা স্ত্রীকে কাছে গিয়ে হাটু গেড়ে বসে হাত বলুন, আমার এই মনটা ছাড়া আমি আর তোমাকে কিছুই দিতে পারবনা, আজ এটাই সম্পুর্ন রুপে তোমার কাছে নিয়ে এসেছি, তুমি অমুল্য সম্পদ হিসাবে গ্রহণ কর। .........এভাবে চেষ্টা করে দেখুননা ।
কি হয়েছে বেশী দেরী হয়ে গেছে, এখন পারবেননা, লজ্জা করবে ? না করবেনা । একটা উপন্যাসে পড়েছিলাম, প্রথবার স্ত্রীর সাথে রাত কাটাতে লজ্জা করে, পরে তা হারিয়ে যায় । আজ থেকে শুরু করুন কি এমন বয়স হয়েছে আপনার ! প্রথম জীবনে ছেলেরা একটু আদটু এরকম বাইরে কাটায়, অগোছালো জীবন থাকে। আজ থেকে নিজেকে সংশোধন করে নিন । থাকব সত্য ও ন্যায়ের পথে । স্ত্রীর ভালবাসা দিয়ে চোখের উপরে কালো পর্দা দিয়ে দিন, যা কিছু খারাপ, অবৈধ, নিষিদ্ধ তা যেন চোখে না পড়ে । দেখবেন জীবনটা শীতের সকালের শিশিরের মত সজিব ও রোমাঞ্চিত হবে ।
আর যদি কোনটাই না পারেন, নিজেকে পরকীয়া থেকে ফেরাতে । তবে মনে মনে ভাবুন, আপনার স্ত্রী, সন্তান বর্তমান থাকা সত্ত্বেও যে আপনাকে ভালবাসে কিংবা কিছু সময়ের জন্য আপনার কাছে আসে, সে হয়ত অন্য কারো কাছেও যায় ! কিংবা আপনি যার কাছে গিয়ে শরীরের খেলায় মেতে ওঠেন, তখন কি মনে পড়েনা, এই দেহ কত পুরুষ ভোগ করেছে, এখানে সেখানে কামড়ের দাগ আছে, কেউ ছোবল মেরেছে, কেউ দংশন । সেখানে আপনি আবার ...............। নিজেকে ঘৃনা করতে শুরু করুন এই কাজের জন্য । দেখবেন ফিরতে পারবেন । ফেরা যায় । ফেরা সম্ভব ।
মনে মনে ভাবতে শুরু করুন, আমাকে ফিরতেই হবে, নয়ত জাতি শিক্ষিত, বিবেকবান বাবা-মা কোথায় পাবে ?
ভালবাসা
আমার মনে হয় ভালবাসা বলে কিছু নেই। এটা একটা জাল বা ফাদ। আমরা এই জালে বা ফাদে আটক করে মানুষকে বন্ধী করে রাখি । আমরা এক একজন এই জালকে একেকভাবে ব্যবহার করি। এই জালে আটকা পরে কত মানুষকে যে পথে বসতে হয়েছে তার হিসাব নেই ।এই ফাদে পরে কত মানুষ যে সারারাত না ঘুমিয়ে দক্ষিনের বেলকুনীতে কাটিয়ে দেয় । রাতের ঘুম কেড়ে নেয় । কত জাহাজ সমুদ্রে ডুবেছে, কত রাজমহল ছেড়েছে ধনীর দুলাল। কত সংসার ভেঙ্গেছে অকালে, কত গৃহবধু হয়েছে বিধবা । কত সন্তান হয়েছে বাবা হারা কিংবা মা হারা। কত নগরী ধ্বংশ হয়ে সেখানে তৈরি হয়েছে গভীর সমুদ্র, কত সমুদ্রের উপরে গড়ে উঠেছে প্রাসাদ। আবার কেউ কেউ সারামাসের বেতন লুটিয়ে দিয়েছে, বাকী পরে যায় বাড়ী ভাড়া, আর বাচ্চার দুধের দাম। এ ভালবাসার কি মুল্য আছে ?
সত্যিকারের ভালবাসা জীবনে একবারই আসে । জীবনের প্রথম যাকে মানুষ ভালবাসে তাকে আর কখনো ভুলতে পারেনা। হাজার চেষ্টা করেও তাকে আর ভোলা যায়না। তাহলে অনেকেই প্রথম যাকে ভালবাসে তাকে পায়না । পরবর্তীতে অন্য কাউকে সঙ্গী করে বাকিটা জীবন কাটিয়ে দেয় কি করে ? এখানে ভালবাসার কি মুল্য আছে ?
বিখ্যাত একটা উপন্যাসে পড়েছিলাম, কোন পুরুষই একটি মাত্র মেয়ের সাথে সারাজীবন কাটাতে পারেনা। তাই গ্রীক দার্শনিকেরা পতিতা পল্লীতে বসে দর্শন নিযে আলোচনা করত। যাও এই মুহুর্তে এই শহরের সব বিবাহিত পুরুষকে গিয়ে জিজ্ঞাসা করো, তারা তাদের বর্তমান বউকে ছেড়ে ষোল বছরের একটি অবিবাহিত মেয়েকে সঙ্গী হিসাবে চায় কিনা। নিরানব্বই ভাগ বলবে হ্যা । হয়ত কেউ টাকার অভাবে, কেউ লোক লজ্জার ভয়ে মুখ খুলছেনা । একথায় আমরা কি বুঝি ভালবাসা বলে কিছু আছে ? আমার বিশ্বাস ভালবাসা বলে কিছু নেই । টাকা দিয়ে পৃথিবীর সব সম্পর্ক কিনে নেওয়া যায়।
ধনবান পুরুষ:
বেশী ভাগ পুরুষের কাছে টাকা ও মর্যাদা এই দুটো বিষয়ই বড় । এদের কাছে ভালবাসার কোন দাম নেই। ওরা শুধু নারীদের ভালবাসার জালে ফেলে নিজের করে পেতে চায়। শুধু কেমনভাবে সেটা বলার অপেক্ষা । বেশীভাগ পুরুষই এক, একইভাবে মিথ্যা বলে। কেউ ভালবাসার অভিনয় করে, তারপর ধর্ষন করে । কেউ রাস্তা থেকে তুলে নিয়ে তারপর ধর্ষন করে। কেউ বিয়ের নাটক করে তারপর ধর্ষন করে। আবার কেউ কেউ ধর্ষিতা হতে বাধ্য করে । আবার কখনো কখনো বাপের নেয়া ঋন পরিশোধ করতে না পেরে স্বেচ্ছায় মা-মেয়েকে একজনের হাতে ধর্ষিত হতে হয়। রাস্তা একই । সবাই ঐ তিনকাঠা জমির দিকেই লোভ।
বিরহী পুরুষ:
সত্যিকারের ভালবাসলে তাকে কখনো নিজের করে পেতে চেষ্টা করোনা । তাহলে সে তোমার ভালবাসা বুঝতে পারবেনা। আর তোমার ভালবাসাও আর বেচে থাকবেনা। তখন ভালবাসা মরে গিয়ে সেখানে জন্ম নেবে অধিকার আর দায়িত্ববোদের একটা শক্ত গাছ। সে গাছ ধীরে ধীরে ডালপালা বিস্তার করে তোমার মাথার উপর ভর বেচে থাকবে। চাইলেও তুমি আর স্বাধীনভাবে কিছুই করতে পারবেনা। হয়ত একদিন সেই গাছের চাপে নিজের প্রানটাই চলে যাবে। চলে যায়। (আসলে ভালবাসার ফাদে ফেলে ওরা কোন একজনকে নিজের করে পেতে চেয়েছিল। কিন্তু ওর ফাদটা শক্ত ছিলনা তাই সে ধরা দেয়নি।)
বিয়ের পাত্র :
প্রান চলে যাবার ভয়ে জীবনকে কারো সাথে জরাবোনা এটা কি হয়। এই অবিবাহিত ছন্নছাড়া জীবনের কি মুল্য আছে। দিন যায়, রাত যায়, কেউ খবর রাখেনা। যদি হাতে একগুচ্ছ চুড়ি নিয়ে, মাথার ঘোমটাটা একটু সরিয়ে দিয়ে, কুড়ি বয়সের ঢলঢল মুখটি তুলে কোন একটাও প্রশ্ন না করে –কিগো এত রাত পর্যন্ত কোথায় ছিলে ? তুমি কি জানোনা, আমি একা থাকতে পারিনা ? তুমি কি মনে করেছে তোমার কেউ নেই। তবে জীবনের মুল্য কোথায় ? স্বার্থকথা কোথায় ?
এই বিশটা বছর বাহির থেকে দড়জা খুলতে খুলতে আজ আমি ক্লান্ত, আমি চাই কেউ একজন ভেতর থেকে দড়জাটা খুলে দিক। মেসের রান্না খেতে খেতে আজ আমার গ্যাসটিক হয়ে গেছে, আমি চাই কেউ একজন রান্না করা খাবার নিয়ে আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করুক । এই শীতের রাতে একাকী লেজকাটা মাছের মত বিছানায় পড়ে থাকতে থাকতে আমি ক্লান্ত, আমি চাই নরম একটা শরীর, প্রতিদিন বিছানায় আমার জন্য অপেক্ষা করুক ।
ডাক বালিকা :
যতদিন যৌবন থাকবে আমার শরীরে, তাকে বিনিয়োগ কর, ফুর্তি করো কিংবা মুঠো মুঠো টাকা আয় করতে হবে। এই পৃথিবীতে টাকাই হলো আসল । ভালবাসা বলে কিছু নেই । দশ হাজার টাকা হারিয়ে গেলে, কুড়ি বছর পরেও মানুষ সেই টাকার শোকে কাতর হয়। কিন্তু মানুষ হারিয়ে গেলে কুড়ি দিন পরই আমরা মোটামুটিভাবে তাকে ভোলার চেষ্টা করি। তাই টাকার কাছে ভালবাসা, স্নেহ, মমতা এগুল মুল্যহীন।
সদ্য বিবাহিত তরুন :
ভালবাসা ছাড়া জীবন মুরভুমি । ভালবাসা জীবনকে আলোকিত করে। ফেলে আসা জীবনের বেদনার বরফগুলোকে গলিয়ে ঝরনা করে দেয়, আর সেই ঝরনার শব্দ বুকে নিয়ে হাজার বছর বেঁচে থাকা যায়। যারা কখনো ভালবাসা পায়নি কিংবা যার জীবনে এমন কউ আসেনি । একথা সে কিছুতেই বুঝবেনা। বোঝা সম্ভব নয়।
স্বীকারোক্তি :
ভালবাসা বলে কিছু নেই। তবে এটাকে একটা স্বাপ্ন বলা যায়। আমরা যেমন রাতে ঘুমের ঘোরে স্বপ্ন দেখি, রাতের স্বপ্নগুলো ক্ষনিকের। ভালবাসা হলো একটু বেশী সময়ের ছয় মাস কিংবা এক বছরের কিংবা আরো বেশী। রাতের স্বপ্নগুলো যেমন কোন পরিনতি বা বাস্তবতা নেই। এটাও ঠিক তেমনি। তাইত এক লেখক বলেছেন, ভালবাসা হলো নিম্নচাপের মত, আসবে কদিন থাকবে, তোমাকে ভেজাবে, তারপর আবহাওয়া বার্তা শুনে অন্যদিকে চলে যাবে । এটাকে চীরস্থায়ী ভাবার কোন কারন নেই।
হ্যা আমি এটা বিশ্বাস করি, কিছু কিছু মানুষের একটা ক্ষমতা থাকে। অন্যের ব্রেনকে পুরোপুরি অকেজো করে দেবার ক্ষমতা । যা কোন সহজ ক্ষমতা নয়। সবাই তা পারেনা। যেমন ধর, কারো জন্য পাগল হতে পারে অনেকেই, জীবনও দিতে পারে কেউ কেউ । কিন্তু নিজের জন্য অন্যের মনে পাগলামী সৃষ্টি করা বা কাউকে পাগল করতে সবাই পারেনা্ । নিজের মন যেমন খুশি তৈরি করা যায়, বোঝানো যায়, চালানো যায় কিন্তু খুব কম লোকই আছে যারা অন্যের মনকে চালাতে পারে। নিজের মত সাজাতে পারে। নিজের জন্য পাগল বানাতে পারে। হয়ত এটাকে ভালবাসা বলা যায়না, এটা কাউকে নিজের করে পাওয়ার একটা কৌশল !
মন্তব্য :
ভালবাসা হলো একটি সম্পর্ক। আমরা যেনো এই সর্ম্পটা কোন ফাদ হিসাবে ব্যবহার না করি। যাকে আমার চাই, যাকে পছন্দ করি, যাকে আমরা জীবনের সাথে জড়িয়ে নিয়েছি, কিছুটা স্যাকরিফাইজ করে হলেও সে সম্পর্কটা যেনো চীরদিনের মত টিকিয়ে রাখার চেষ্টা করি । কোন কারনেই যেনো কোন সম্পর্ক মাঝ পথে মুখ থুবরে না পরে। কোন অবস্থাতেই যেন একটা সম্পর্ককে আমরা কোন অবস্থাতে ভাগ করে না ফেলি। কারন সম্পর্ক হলো শক্ত খোলসের মধ্যে থাকা একটা ফল। উপরের খোলসটা হলো শ্রদ্ধার, আস্থ্যা আর বিশ্বাসের। কোন কারনে একবার যদি সেই খোলসটা ভেঙ্গে যায়, কিংবা ফাটল ধরে, তবে ভেতরের সর্ম্পটা পচে যায় দ্রুত।
(সবার সর্ম্পকগুলো হেমন্তের প্রথম ঠান্ডার মত মিস্টি ও সজিব থাক কিংবা সকালের কুয়াশার মত তড়তাজা এই প্রত্যাশায় রইল বিনম্র প্রার্থনা।)
বিশ্বাস
মাঝে মাঝে আমার নিজেকে বিশ্বাস করতেই কষ্ট হয়, অন্যকে তো দুরের কথা ! বিশ্বাসটা আসলে কাউকে করা যায়না, কিংবা বানানো যায়না। বিশ্বাসটা এমনি এমনিই জন্ম নেয়, যাকে বিশ্বাস করব তার কাজের উপর। আমার কাজ, চলাফেরা, আচার-আচরনই আমাকে বিশ্বাস করত শেখাবে তাকে। হয়ত হাজার বছর একিই ছাদের নিচে বসবাস করেও কাউকে বিশ্বাস করা যায়না কিংবা বিশ্বাস করে হয়ে ওঠেনা। আবার কখনো কখনো এক মুহুর্তের আচরনেই বিশ্বাস জন্ম নেয়।
আমার ধারনা বাংলা ডিকশনারীতে যতগুলো শব্দ আছে তার মধ্যে বিশ্বাস শব্দটা সবচেয়ে খারাপ ও ভয়ংকর । এই শব্দটি যে কত মানুষের কত ধরনের ক্ষতি করেছে, তা ভুক্তভুগি ছাড়া ব্যখ্যা করা সম্ভব নয়।
এক : একটি মেয়ে বা ছেলে শুধু অল্পদিনের চেনা জানা বা পরিচয়ের উপর বিশ্বাস করে, আগামীদিনগুলো তাকে সুখে রাখবে, ভালবাসবে, নিরাপত্তা দেবে গত বিশ বছরের মা-বাবার বিশ্বাস ভঙ্গ করে অজানার পথে পাড়ী জমায়।
দুই : মা বাবা সন্তাদের বিশ্বাস করে তাদের বা্ইরে ছেরে দেন। কাউকে কলেজ হোস্টেলে আবার কাউকে আলাদা বাসায় রেখ উন্নত শিক্ষা গ্রহণ করে মানুষের মত মানুষ হওয়ার প্রত্যাশায় শুধু মাত্র বিশ্বাস এর উপর নির্ভর করে তাদের বাইরে থাকার অনুমোতি দেন। এই বিশ্বাসই মাঝে মাঝে কাল হয়ে দাড়ায়। প্রতিনিয়ত বিশ্বাস ভংগ করে অনেকেই অধপতনের সাগরে তলিয়ে যাচ্ছে। কেউ স্বামী-স্ত্রী সেজে একই বাসায় থাকছে দিনের পর দিন। মা-বাবা জানতেও পারছেনা। তারা তাদের পুরানো বিশ্বাস নিয়েই পরে আছে। অথচ তারা জানছেনা তাদের সন্তান তাদের বিশ্বাস ভংগ করে আর একটা মানুষকে বিশ্বাস করে একই ছাদের নীচে রাত কাটাচ্ছে।
তিন : নববধুর কত অঘাত বিশ্বাস বাসর ঘরে তার স্বামীর দেয়া মিথ্যা প্রতিশ্রুতির প্রতি। অথচ তাদের স্বামী নামের দেবতাটি প্রতিদিন যে কি অবিশ্বাসের কাজ করে যাচ্ছে তার খবর রাখেনা নিষ্পাপ বধুটি। এই বিশ্বাসই তাকে একদিন ডুবিয়ে মারে। অনেক সংসারেই দেখা যাচ্ছে বধূ বিশ্বাস নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে আর কখন যে তার সম্পর্কের অংশিদার জন্ম নেয় সে খবরও পায়না। তাইত আজকাল শুধু বিশ্বাস নিয়ে ঘুমিয়ে থাকা নারীদের পচিশ বছর সংসার করার পরও ঘর ভেঙ্গে যায়।
চার : আমাদের অফিসের মেঝ বাবু নিশ্চিন্ত মনে বিশ্বাস নিয়ে বসে আছে। দশ বছর হয়ে গেছে আর চাকুরী হারানোর ভয় নেই। তাই চাকুরী খুচ্ছেনা। এমন কি মাঝে মাঝে ইন্টারভউ দিয়ে নিজের যোগ্যতাটুকু ও যাচাই করে দেখেনা, শুধু বিশ্বাস নিয়ে ঘুমিয়ে আছে। আর একদিন রাতের বেলা তার বিশ্বাস ভংগ করে রাতের আধারেই চাকুরীটা পালিয়ে গেল, সকালে অফিসে আসতেও হলোনা। অঘাত বিশ্বাসের কারনে সংসার নিয়ে শেষ বয়সে তাকে পথে বসতে হলো।
পাঁচ : বিশ্বাস তো আমাকেও তুমি করেছিলে সেই দশ বছর আগে। গ্রামের সহজ সরল মেয়েটাকে দেয়া সেদিনের প্রতিশ্রুতিগুলো কতনা বিশ্বাস এর সাথেই গ্রহন করে দশ বছর ঘুমিয়ে ছিল। আর তীলে তীলে বার বার ওর অজান্তেই বিশ্বাস ভংগ করে গেছি, জানতেও পারোনি। এখন তোমার কাছেতো মনে হতেই পারে, যে আমাকে বিশ্বাস করাটা তোমার জন্য ভুল ছিল। বরং প্রথমদিন থেকেই অবিশ্বাসাসের নজরে বন্দি করে রাখলে আজ হয়ত বিশ্বাস ভঙ্গ হওয়ার যন্ত্রনাটুকু পেতে হতনা। কিংবা হয়ত এতটা বিশ্বাস ভংগ হতনা। আমি হাজার ভাল হলেও ওর পক্ষে কি আমাকে আগের মত বিশ্বাস করা সম্ভব ?
ছয় : মাঝে মাঝে একটা কথা খুব মনে পড়ে, ঐ স্ত্রী সবচেয়ে হতভাগা, যার রয়েছে অবিশ্বাসী স্বামী। আর স্বামী সবচেয়ে হতভাগা, যার রয়েছে অবিশ্বাসী স্ত্রী। মাঝে মাঝে ভাবতে অবাক লাগে এই সব অবিশ্বাসী স্বামীদের বউদের কথা ভেবে। আহারে কতনা কষ্টে কাটছে ওদের প্রতিটি মুহুর্ত। সারাদিনের ঘরের কাজ, বাচ্চার স্কুল, শশুড়-শাশুড়ী তার মাঝে নিজেকে তৈরি করা স্বামী দেবতাটির ভাল লাগার জন্য। এরই মাঝে যদি সারাক্ষন একটা ভয় ভয় দুশ্চিন্তা নিয়ে সময় কাটাতে হয়, এই বুঝি স্বামীটি বেহাত হয়ে গেল, তার সর্ম্পর্কের অংশিদারে এসে তার আপন পৃথিবীটাকে নরবরে করে দিল। এভাবে কি মানুষ বেচে থাকতে পারে ?
সাত : প্রতিদিন সন্ধ্যায় স্বামী ঘরে ফেরার পর যদি তার শার্ট থেকে লম্বা চুল আর লিপিস্টিক এর দাগ খুজে বেরাতে হয় । তাহলে শাড়ী পরে হাতে কফি নিয়ে ভেজা চুলে কে বেলকুনীতে অপেক্ষা করবে ?
আট : আমি শুনেছি সারাদিন স্ত্রীরা হাজারো কাজে ব্যস্ত থাকে। এই সারাদিনের কাজের কষ্ট, গ্লানি আর পরিশ্রমে তাদের অন্তরে তীল তীল করে বেদনার বালু চর জমতে থাকে। সন্ধ্যা বেলা স্বামী যখন অফিস থেকে ফিরে হাসি মুখে বুকে টেনে নেয়, তখন সারাদিনের সেই কষ্টগুলো গলে জলের স্রোতের মত বিলিন হয়ে যায়। আর ঐ স্ত্রীটি আগামীকালের জন্য বেঁচে থাকার সাহস, শক্তি ও মনবল অর্জন করে নেয়। আর সন্ধ্যেবেলা স্বামী দেবতাটি যদি নিজের পৃথিবী নিয়ে পরে থাকে, স্ত্রীর অবিশ্বাসগুলোকে আরো তরতাজা করে তোলে, তাহলে সারাদিনের সেই বেদনার বালুচর গুলো একদিন পর্বত আকার ধারন করে।
আবার কখনো কখনো নষ্টা চরিত্রের সার্টিফিকেট নিয়ে ঐ স্ত্রীকে নিজের পৃথিবী থেকে সরে দাড়াতে হয়। কিন্তু কেন ? ও তোমাকে বিশ্বাস করেছিল বলে । হয়ত এমনটা প্রতিদিনই আমাদের চারপাশে ঘটছে আমরা খবরও রাখিনা। আমরা শুধু তাদের দোষটা নিয়ে দুচোখ বন্ধ করে মাইকিং করে বেড়াচ্ছি। সেই শব্দে ওদের না বলা কথাগুলো অস্পষ্ট কিংবা চাপা পরে যায় ।
নয় : আজ কদিন আমার এক কলিগের কাজে মন নেই। সারাক্ষন স্ত্রী হারানোর চিন্তায় ডুবে থাকে। আজ অনেকদিন পর সেই পুরানো খালাত ভাইটা আবার বেড়াতে এসেছে, তাই আজ অফিস করবে। বিকালে ছুটি লাগবে । এভাবে কত বিকেল ছুটি নেবে বন্ধু ? কেউ যদি তার নিজের কদর বুঝতে না পারে, নিজেকে বিলিয়ে দেয় সস্তা কোন দালালের হাতে । সেখানে তোমার অবিশ্বাস আর বিশ্বাস কি কাজে আসতে পারে ?
তাহলে শোন, ভালবেসে মা-বাবার অমতে বিয়ে করেছি ছিল অঘাত বিশ্বাস। কোন দিন বিন্দুমাত্র অবিশ্বাস করিনি। আমি প্রায়ই অফিসের কাজে নাইট করতাম। অধিক রাত করে বাসায় ফেরতাম। ওকে বিশ্বাস করে একা রেখে যেতাম। ও মাঝে মাঝে বলত ওর ভয় করে । যে জিনিসগুলো হারানো নিয়ে ওর ভয় করত, কবে যে আমার বিশ্বাস ভঙ্গ করে সেই জিনিসগুলো অন্যের হাতে তুলে দিয়েছে, আমি টেরই পাইনি। অল্পকিছুদিন পর লক্ষ্য করলাম ওর আর ভয় করেনা। তখন বুঝলাম ওর আর হারাবার কিছুই বাকি নেই, তাই ভয়ও নেই। যদিও এসব কথা অনেক দেরী করে বুঝলাম। এই বিশ্বাসই আমাকে ডুবিয়েছে, তখন প্রথম থেকেই যদি অবিশ্বাসের গাছটাকে জল দিয়ে বড় করে তুলতাম। তাহলে আজ আর কষ্ট পেতে হতনা।
সন্দেহ আর অবিশ্বাস এই শব্দ দুটিকে ভালবাসতে শুরু করো, তাহলে অন্তত বিশ্বাস ভঙ্গ হওয়ার যন্ত্রনা নিয়ে বাকিটা জীবন কাটাতে হবেনা।
সময় পেলেও আর লিখবনা !
হায়রে জীবন !
এখন রুমে ফিরলাম ! আগে মাঝে মাঝে ভাবতাম আমি আসলেই গাধা, আমাকে দিয়ে কিছু হবেনা। এখন দেখি আমি না থাকলে তো অনেক কিছুই বন্ধ হয়ে যায়। হায়রে পৃথিবী, আজ বুঝলাম কেন মানুষ আত্নহত্তা করে। আগে না বুঝে ওদের কত আজেবাজে কথা বলতাম, কেন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায়, কেন নিজের জীবনটা ধংস করে দেয়, ইত্যাদি ইত্যাদি । আজ বুঝলাম, আমিই এতদিন বোকা ছিলাম............!
আজ থেকে অনেকদিন আগের আমাার এক বান্দবীর একটা কথা মনে পড়ে গেল, তুই সেদিনও বোকা ছিলি, আজও বোকাই রয়ে গেলি। সেদিনও তোর আমাকে গ্রহণ করার সাহস ছিলনা, আর কোনদিন হবেওনা ।
সত্যিই বন্ধু আজ তোর কথাটা খুব মনে পড়ছে। ধন্যবাদ তোকে। শুভ রাত্রী ।
আব্দুস সালাম
ইতি কথা
প্রিয় নীলা,
কেমন আছ ? আজকের সকালটা দেখেছ । অন্যান্য দিনের চেয়ে একটু আলাদা। বেশ রোদেলা আর জলমলে। কিছুটা হালকা ঠান্ডার সাথে মিস্টি কুয়াশাও ছিল। তোমার হাত ধরে খালি পায়ে হেটে চলার জন্য উত্তম আবহাওয়া।
হটাৎ করে তোমার মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করেছি। তুমি আর আগের মত নেই। এখন তোমার কথা বলার মাঝে বেশ তারুন্য, হাসিহাসি কথা, ব্যবহারে বেশ মাধূর্য্য পরিলক্ষিত হচ্ছে। এই চার বছরে শুধু দুদিনই তোমার চোখে জল দেখেছি। কাঁদতে শুনেছি। এতদিন তোমার ভালবাসা বুঝতে পারিনি। যখন বুঝলাম তখন কিছুই করার রইলনা। সেটা আমারই ব্যর্থতা। এটা আমার জন্য অভিষাপের। কারন আমারই না বোঝার কারনে সারাজীবন তুমি কষ্ট পেলে। ক্ষমা চেয়ে তোমাকে ছোট করবনা।
তবুও লজ্জা, ঘৃনা, ভয় ভুলে কিছু কথা তোমাকে বলতে চাই্ । আমাকে ক্ষমা করোনা। ভুলে যেওনা কোনদিনভ ঘৃনা করো প্রতিদিন। যদি কোনদিন শুনতে পাও তোমাকে না বলেই চলে গেছি না ফেরার দেশে, সেদিন যেখানেই থাকো একবার এসে দুফোটা চোঁখের জল ভিক্ষা দিয়ে যেও, পারলে মরিবার সময় যেনো তোমার দুফোটা চোখের জলি দেখিতে দেখিতে এজীবনের অন্ত হয়।
আমি সেই নীল।
কেমন আছ ? আজকের সকালটা দেখেছ । অন্যান্য দিনের চেয়ে একটু আলাদা। বেশ রোদেলা আর জলমলে। কিছুটা হালকা ঠান্ডার সাথে মিস্টি কুয়াশাও ছিল। তোমার হাত ধরে খালি পায়ে হেটে চলার জন্য উত্তম আবহাওয়া।
হটাৎ করে তোমার মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করেছি। তুমি আর আগের মত নেই। এখন তোমার কথা বলার মাঝে বেশ তারুন্য, হাসিহাসি কথা, ব্যবহারে বেশ মাধূর্য্য পরিলক্ষিত হচ্ছে। এই চার বছরে শুধু দুদিনই তোমার চোখে জল দেখেছি। কাঁদতে শুনেছি। এতদিন তোমার ভালবাসা বুঝতে পারিনি। যখন বুঝলাম তখন কিছুই করার রইলনা। সেটা আমারই ব্যর্থতা। এটা আমার জন্য অভিষাপের। কারন আমারই না বোঝার কারনে সারাজীবন তুমি কষ্ট পেলে। ক্ষমা চেয়ে তোমাকে ছোট করবনা।
তবুও লজ্জা, ঘৃনা, ভয় ভুলে কিছু কথা তোমাকে বলতে চাই্ । আমাকে ক্ষমা করোনা। ভুলে যেওনা কোনদিনভ ঘৃনা করো প্রতিদিন। যদি কোনদিন শুনতে পাও তোমাকে না বলেই চলে গেছি না ফেরার দেশে, সেদিন যেখানেই থাকো একবার এসে দুফোটা চোঁখের জল ভিক্ষা দিয়ে যেও, পারলে মরিবার সময় যেনো তোমার দুফোটা চোখের জলি দেখিতে দেখিতে এজীবনের অন্ত হয়।
আমি সেই নীল।
কেন করলে এমন ?
প্রিয় নীল,
আমার ভাবনার খেয়া তরীটা ভাসতে ভাসতে তোমার কাছেই যেতে চেয়েছিল তোমারই নোঙ্গরে ভিড়বে বলে। বাধবো ছোট্ট একটা নীড়, তাতে থাকবে সুখ আর ভালবাসা। আমার সেই স্বপ্নের ঘরে আমি না ফুটবে, আর একটা নীলপদ্ধ।
তোমার সঙ্গে কথা বলেছি অনেক। তবে হয়ত আর সেভাবে বলা হবেনা। তাই সেই কথাটি বলছি, তুমি আমাকে ভালই যখন বাসলে, আরো একটু বেশী ভালবাসতে পারলেনা কেন ? তাহলে যেমন তোমাকে জয় করতে পারতাম, তেমনি তুমিও জয় করতে পারতে আমাকে। তোমাকে হারিয়ে সত্যিই কষ্ট পেয়েছি। তবে আমাদের দুজনের অতীত দিনগুলো ভেবে সুখও কম পাইনা।
তারপরও গত কয়েকদিনে মন হাজার বার এই প্রশ্নই করেছে। কেন তুমি এমন করলে ? কি মিলল তোমার এসব করে ? সবকিছুর পরে আমার সবচেয়ে বড় কষ্টটা কি জানো ? তুমিও অন্য দশটা ছেলের মতই, আলাদা কিছু না। অথচ আমার দেখা অন্য সব ছেলের চেয়ে তুমিই আমার কাছে আলাদা ছিলে। খাটি ছিলে। সরাসরি কথা বলতে। তোমার অনেক কথায় কষ্ট পেয়েছি, তবুও আমার ভাল লাগত, এই ভেবে তুমি অন্যদের মত না। তাই তোমার কথা অকপটে বিশ্বাস করতাম। আর তুমি ? সব শেষ করে দিচ্ছো.........! আমার মনের ভেতর যে কি চলছে, অন্যকারো মত বোঝাতেও পারিনা। কাঁদতেও পারিনা। শুধু ভেতরটা আমার পুড়ে শেষ হয়ে যাচ্ছে।
তুমি আমাকে চিনতে না, আমিও না। মোবাইলের মাধ্যমে আমাদের প্রথম পরিচয়। কিন্তু আমি কখনোই তোমার সাথে মিথ্যাচার করিনি। আমি যেমন যা আমার ফ্যামিলি কন্ডিশন ঠিক সেভাবেই নিজেকে তুলে ধরেছি। কখনো বাড়িয়ে কিছু বলিনি। কখনো পারতপক্ষে তোমার সাথে রাত দেখাইনি। রাগ হলেও না। তারপরও কেন করলে এমন ?
তুমি জানো না। তুমি আমার শেষ করেছো কতটুকু ? তুমি সেটা জাননা। জানবেও না। কিন্তু তুমি এটাতো জানতে কেমন ফ্যামিলির মেয়ে আমি। আমার গভীর একাকীত্ব, কষ্ট, সবই তো তুমি জানতে। তাহলে আমাকেই কেন বেছে নিলে খেলার উপকরন হিসাবে ? তোমার তো অনলাইন-অফ লাইন বন্ধুর অভাব নেই। তবে আমার সঙ্গেই কি খেলাটা খেলা জরুরী ছিল ?
তুমিইতো বলতে আমি খুব সেন্টিমেন্টাল। তাই দিলে এ কষ্টটা । তুমি আমার কাছে অনেক ছোট হয়ে গেলে। অনেক ছোট যেটা আমি কখনো চাইনি। তোমার মনে আছে তোমাকে একবার বলেছিলাম, আমি একটু সেকেলে টাইপ। তুমি বলেছিলে কেন তা হতে যাবে ? হ্যা আমি তাই। চার বছর ধরে একজনের সাথে দেখা করব যে বয়সে আমার বড়, যার কোন সম্পর্ক নেই, আমারও না, যাকে সব সময় ফোন করবো, এসএমএস করবো, ডেট ফিক্সড দেখা করবো। তারপর বলব জাস্ট ফ্রেন্ডশিপ, তোমার এই তথাকথিত স্মার্টনেস এখনো আমি আয়ত্ব করতে পারিনি।
তোমার কাছে শতভাগ সৎ থাকতে চেয়েছি। আমি কাউকে কখনো ভালবাসিনি ভয়ে। সেকথা তোমাকে বলেছি, তুমি বললে, সবাই আর তুমি কি এক ? তুমি সন্ধ্যায় বাইরে থাকা পছন্ধ করো বলে তাও শুরু করেছে। বোরখা পড়তে না করেছো তাও শুরু করেছেলাম। এসবের বিনিময়ে তুমি কি দিলে ?
ডায়রির প্রথম থেকে পড়লে বুঝি কিভাবে আস্তে আস্তে আমার ভুবন তুমিময় হয়ে গেছে। রাতে আমার প্রায়ই ঘুম ভঙ্গত। আমি ভাবতাম তোমার কথা। কি পরম নির্ভয়ে অনির্ভর সম্পর্ক গড়েছিলাম। কেমন শুন্য অনুভুতি আমার। এ শুন্যতার ভারেই মনে হচ্ছে মরে যাবো।
তোমার মন হয়ত ঠিক বুঝি নাই, তাই এত সাহস করিয়াছি। তাই যখন চুপ করিয়াছিলে তখনও মনের কথা বলিয়া ফেলিয়াছি। যখন ত্যাগ করিয়া গেলে, তখন নিজে অগ্রসর হইয়া তোমাকে সব জানাইয়াছি। কিন্তু তোমাকে যদি ভুল করিয়া থাকি, সেকি আমারই দোষ। একবার শুরু হতে শেষ পর্যন্ত সব কথা মনে করিয়া দেখ, যাহা বুঝিয়াছিলাম, সেকি তুমিই বোঝাও নাই ।
কেন করলে এমন ? এখনকার শতকরা নিরানব্বই ভাগ ছেলেই ধোকাবাজ। বাকি এক ভাগের খোজ সবসময় করেছি। আমার নিজিস্ব কিছু নীতি আছে। বাঝে কিছু করিনা। বাজে কিছু দেখিনা। ইউনির্ভাসিটিতে ছেলেমেয়েরা কত আজেবাজে ফাজলামী করে। নিজেকে সযতনে এসব থেকে বাচিয়ে রেখেছি। আমার এসব নীতিবোধের বিনিময়ে একটা ভালো ছেলে কি আশা করতে পারিনা যাকে স্বাচ্ছন্দে বিশ্বাস করা যায়, ফ্যামিলির সঙ্গে পরিচয় করানো যায় । আমি তোমাকে সেই এক ভাগের মধ্যে ভেবে ছিলাম।
আমার হাজার কষ্ট হলেও তোমকে সাপোর্ট দিতে চেষ্টা করেছি। তোমার মন খারাপ থাকলে নিজের মনের কথা কখনো বলিনি। কারণ আমার মনে হয় না আমি অকৃতঞ্জ। আমার হাসপাতালের কঠিন দিনগুলোতে তুমি আমার সঙ্গে ছিলে। বিষন্নতা থেকে টেনে তুলেছ। এ আমি কিভাবে ভুলি। কিন্তু আমি খুব বেশী মহতৎ না। তাই তোমাকে মাফও করতে পারবনা। জীবনে যত সম্মানই তুমি পাও, মনে রেখ একজন সারাজীবন তোমাকে অবজ্ঞা চোখে দেখবে।
আমার সব ভাললাগা, ভালবাসা, স্বপ্ন শেষ করে আমার জীবনটা তুমি করে দিলে অন্ধকারময়। তারপরও চার বছরে তুমি আমার মাঝে যে আলো ছড়িয়েছো তা আমার মনের আলো হয়েই থাকবে সব সময়। এরপরও তুমি সুখে থেকো সব সময় আমি যেমন চাই।
নীলা।
আমার ভাবনার খেয়া তরীটা ভাসতে ভাসতে তোমার কাছেই যেতে চেয়েছিল তোমারই নোঙ্গরে ভিড়বে বলে। বাধবো ছোট্ট একটা নীড়, তাতে থাকবে সুখ আর ভালবাসা। আমার সেই স্বপ্নের ঘরে আমি না ফুটবে, আর একটা নীলপদ্ধ।
তোমার সঙ্গে কথা বলেছি অনেক। তবে হয়ত আর সেভাবে বলা হবেনা। তাই সেই কথাটি বলছি, তুমি আমাকে ভালই যখন বাসলে, আরো একটু বেশী ভালবাসতে পারলেনা কেন ? তাহলে যেমন তোমাকে জয় করতে পারতাম, তেমনি তুমিও জয় করতে পারতে আমাকে। তোমাকে হারিয়ে সত্যিই কষ্ট পেয়েছি। তবে আমাদের দুজনের অতীত দিনগুলো ভেবে সুখও কম পাইনা।
তারপরও গত কয়েকদিনে মন হাজার বার এই প্রশ্নই করেছে। কেন তুমি এমন করলে ? কি মিলল তোমার এসব করে ? সবকিছুর পরে আমার সবচেয়ে বড় কষ্টটা কি জানো ? তুমিও অন্য দশটা ছেলের মতই, আলাদা কিছু না। অথচ আমার দেখা অন্য সব ছেলের চেয়ে তুমিই আমার কাছে আলাদা ছিলে। খাটি ছিলে। সরাসরি কথা বলতে। তোমার অনেক কথায় কষ্ট পেয়েছি, তবুও আমার ভাল লাগত, এই ভেবে তুমি অন্যদের মত না। তাই তোমার কথা অকপটে বিশ্বাস করতাম। আর তুমি ? সব শেষ করে দিচ্ছো.........! আমার মনের ভেতর যে কি চলছে, অন্যকারো মত বোঝাতেও পারিনা। কাঁদতেও পারিনা। শুধু ভেতরটা আমার পুড়ে শেষ হয়ে যাচ্ছে।
তুমি আমাকে চিনতে না, আমিও না। মোবাইলের মাধ্যমে আমাদের প্রথম পরিচয়। কিন্তু আমি কখনোই তোমার সাথে মিথ্যাচার করিনি। আমি যেমন যা আমার ফ্যামিলি কন্ডিশন ঠিক সেভাবেই নিজেকে তুলে ধরেছি। কখনো বাড়িয়ে কিছু বলিনি। কখনো পারতপক্ষে তোমার সাথে রাত দেখাইনি। রাগ হলেও না। তারপরও কেন করলে এমন ?
তুমি জানো না। তুমি আমার শেষ করেছো কতটুকু ? তুমি সেটা জাননা। জানবেও না। কিন্তু তুমি এটাতো জানতে কেমন ফ্যামিলির মেয়ে আমি। আমার গভীর একাকীত্ব, কষ্ট, সবই তো তুমি জানতে। তাহলে আমাকেই কেন বেছে নিলে খেলার উপকরন হিসাবে ? তোমার তো অনলাইন-অফ লাইন বন্ধুর অভাব নেই। তবে আমার সঙ্গেই কি খেলাটা খেলা জরুরী ছিল ?
তুমিইতো বলতে আমি খুব সেন্টিমেন্টাল। তাই দিলে এ কষ্টটা । তুমি আমার কাছে অনেক ছোট হয়ে গেলে। অনেক ছোট যেটা আমি কখনো চাইনি। তোমার মনে আছে তোমাকে একবার বলেছিলাম, আমি একটু সেকেলে টাইপ। তুমি বলেছিলে কেন তা হতে যাবে ? হ্যা আমি তাই। চার বছর ধরে একজনের সাথে দেখা করব যে বয়সে আমার বড়, যার কোন সম্পর্ক নেই, আমারও না, যাকে সব সময় ফোন করবো, এসএমএস করবো, ডেট ফিক্সড দেখা করবো। তারপর বলব জাস্ট ফ্রেন্ডশিপ, তোমার এই তথাকথিত স্মার্টনেস এখনো আমি আয়ত্ব করতে পারিনি।
তোমার কাছে শতভাগ সৎ থাকতে চেয়েছি। আমি কাউকে কখনো ভালবাসিনি ভয়ে। সেকথা তোমাকে বলেছি, তুমি বললে, সবাই আর তুমি কি এক ? তুমি সন্ধ্যায় বাইরে থাকা পছন্ধ করো বলে তাও শুরু করেছে। বোরখা পড়তে না করেছো তাও শুরু করেছেলাম। এসবের বিনিময়ে তুমি কি দিলে ?
ডায়রির প্রথম থেকে পড়লে বুঝি কিভাবে আস্তে আস্তে আমার ভুবন তুমিময় হয়ে গেছে। রাতে আমার প্রায়ই ঘুম ভঙ্গত। আমি ভাবতাম তোমার কথা। কি পরম নির্ভয়ে অনির্ভর সম্পর্ক গড়েছিলাম। কেমন শুন্য অনুভুতি আমার। এ শুন্যতার ভারেই মনে হচ্ছে মরে যাবো।
তোমার মন হয়ত ঠিক বুঝি নাই, তাই এত সাহস করিয়াছি। তাই যখন চুপ করিয়াছিলে তখনও মনের কথা বলিয়া ফেলিয়াছি। যখন ত্যাগ করিয়া গেলে, তখন নিজে অগ্রসর হইয়া তোমাকে সব জানাইয়াছি। কিন্তু তোমাকে যদি ভুল করিয়া থাকি, সেকি আমারই দোষ। একবার শুরু হতে শেষ পর্যন্ত সব কথা মনে করিয়া দেখ, যাহা বুঝিয়াছিলাম, সেকি তুমিই বোঝাও নাই ।
কেন করলে এমন ? এখনকার শতকরা নিরানব্বই ভাগ ছেলেই ধোকাবাজ। বাকি এক ভাগের খোজ সবসময় করেছি। আমার নিজিস্ব কিছু নীতি আছে। বাঝে কিছু করিনা। বাজে কিছু দেখিনা। ইউনির্ভাসিটিতে ছেলেমেয়েরা কত আজেবাজে ফাজলামী করে। নিজেকে সযতনে এসব থেকে বাচিয়ে রেখেছি। আমার এসব নীতিবোধের বিনিময়ে একটা ভালো ছেলে কি আশা করতে পারিনা যাকে স্বাচ্ছন্দে বিশ্বাস করা যায়, ফ্যামিলির সঙ্গে পরিচয় করানো যায় । আমি তোমাকে সেই এক ভাগের মধ্যে ভেবে ছিলাম।
আমার হাজার কষ্ট হলেও তোমকে সাপোর্ট দিতে চেষ্টা করেছি। তোমার মন খারাপ থাকলে নিজের মনের কথা কখনো বলিনি। কারণ আমার মনে হয় না আমি অকৃতঞ্জ। আমার হাসপাতালের কঠিন দিনগুলোতে তুমি আমার সঙ্গে ছিলে। বিষন্নতা থেকে টেনে তুলেছ। এ আমি কিভাবে ভুলি। কিন্তু আমি খুব বেশী মহতৎ না। তাই তোমাকে মাফও করতে পারবনা। জীবনে যত সম্মানই তুমি পাও, মনে রেখ একজন সারাজীবন তোমাকে অবজ্ঞা চোখে দেখবে।
আমার সব ভাললাগা, ভালবাসা, স্বপ্ন শেষ করে আমার জীবনটা তুমি করে দিলে অন্ধকারময়। তারপরও চার বছরে তুমি আমার মাঝে যে আলো ছড়িয়েছো তা আমার মনের আলো হয়েই থাকবে সব সময়। এরপরও তুমি সুখে থেকো সব সময় আমি যেমন চাই।
নীলা।
তুমিত ভিখারীর চেয়েও খারাপ !
শূভ সকাল ! আজ তোমাকে একটা সত্যি কথা বলব ! মন দিয়ে শোন্ ! রাগ করনা ! আমি যদি তোমার সাথে প্রেম না করে একটা ঠেলাওয়ালা বা ভিখারীর সাথেও প্রেম করতাম, তবে প্রেম তা পূর্ণতা পেত !
শোন নীল্ ! "তুমিতো ভিখারীর চেয়েও খারাপ ! একজন ভিখারী তো কোনো এক শুভদিন দেখে বিয়ে করে ! রিকশা ভাড়া করে কনের বাড়িতে বিয়ে করতে যায় ! বিয়ের পর দিন থেকে স্বামী স্ত্রী দুজন পাশাপাশি দাড়িয়ে ভিক্ষা করে ! ভিক্ষার ফাকে ফাকে দুজন দুজনের দিকে মায়া মায়া নজরে তাকায় ! তুমিত ভিক্ষুকের চেয়েও অধম !"
তোমার সাথে প্রেম না করে একটা ভিখারীর সাথে প্রেম করলে সফল পরিনতি হত ! তবুও অশির্বাধ করি তুমি ভালো থাক, সুখী হও !
নীলা !
কোনদিনই ক্ষমা করবনা তোকে !
নীল,
আমার বিয়ের দ্বিতীয় রাতেই আমার স্বামীকে আমাদের সম্পর্কেbর কথা জানিয়ে দেবো। না হলে নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হবে। কারণ তোমার আমার সম্পর্কের কথা এখানকার অনেকেই জানে। তাই আমার স্বামীর কানে অবশ্যই আসবেঅ তখন ঘটনার অনেক ডালপালাও গজাবে। তাই সত্যি ঘটনাটা আমি আগেই জানাবো যাতে আমাদের মধ্যে কোন রকম ভুল বোঝাবুঝি না হয়।
বিশ্বাস কর নীল, আমি তোকে কোন দিনই ক্ষমা করতে পারবনা। তুই আমার জীবনের প্রথম ভালবাসাকে ছেড়া কাগজের টুকরোর মত ছুড়ে ফেলে দিচ্ছো। আমার নারীত্বকে চরম অপমান করেছো। কিভাবে তোকে ক্ষমা করি ?
একথা ঠিক, তুমি পাপ করেছো, আমার মনকে নাচিয়েছো। কিন্তু প্রতারনা করোনি। ঠকাওনি। প্রথম থেকেই তুমি ভেতরে ভেতরে নিজেকে দুরে সরিয়ে রেখেছো। নিজের প্রতি কন্ট্রোল থাকলেও, যদি তুমি ইচ্ছে করতে, হয়ত আমার অনেক ক্ষতি করতে পারতে। তখন আমি সমাজে মুখ দেখাতে পারতামনা।
তবুও যেটুকু ক্ষতি করেছো তার জন্য তোমাকে প্রচন্ড ঘৃনা করব। কিন্তু মাঝে মাঝে মনে হয় যতটা হারে ঘৃনা করতে চাই ততটা পারছি কি ? ভালবাসার মানুষকে ঘৃনা করার মত কষ্ট বোধ হয় পৃথিবীতে আর নেই। আজ আর থাক !
এভাবেই যদি যায় দিন, যাক না । শুধু দেখ, আমি ছাড়া আর তোমায় মনে রাখে কে ।
নীলা
থানা রোড, ভান্ডারিয়া।
" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!