আমার দিনকাল

তিনদিন অসুস্থ থাকার পর, আজ অফিস করলাম।


এই দুদিন বাসায় থেকে খুব একা একা লাগছিল, কোনো কাজ খুঁজে না পেয়ে আমার ফেলে আসা দিনগুলোর হাজারো সৃতির মাঝ থেকে একটা মানুষের কিছু কথা আর অনুভুতি নিয়ে একটা প্রবন্ধ লিখেছি "আমার জামার চেইনটা একটু লাগিয়ে দিতে পারবা ?", সময় পেলে আগামী দু-এক দিনের মধ্যে আপলোড করব !
মাঝে মাঝে নিজেকে ভীষণ একা লাগে ! তখন কাগজ-কলম নিয়ে বসি ! এটাকে একধরনের পাগলামি বলা চলে ! আবার টাইম পাসও বলা যায় ! 

সারাদিন বাসায় কি করো, যাক যাই করো ! এভাবেই লতার মত জড়িয়ে থেকে তোমাদের প্রতি মুহূর্ত অতিবাহিত হোক এই প্রত্যাশা রইলো !

শুভ রাত্রি !

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!