তুমিত ভিখারীর চেয়েও খারাপ !




নীল,


শূভ সকাল ! আজ তোমাকে একটা সত্যি কথা বলব ! মন দিয়ে শোন্ ! রাগ করনা ! আমি যদি তোমার সাথে প্রেম না করে একটা ঠেলাওয়ালা বা ভিখারীর সাথেও প্রেম করতাম, তবে প্রেম তা পূর্ণতা পেত !

শোন নীল্ ! "তুমিতো ভিখারীর চেয়েও খারাপ ! একজন ভিখারী তো কোনো এক শুভদিন দেখে বিয়ে করে ! রিকশা ভাড়া করে কনের বাড়িতে বিয়ে করতে যায় ! বিয়ের পর দিন থেকে স্বামী স্ত্রী দুজন পাশাপাশি দাড়িয়ে ভিক্ষা করে ! ভিক্ষার ফাকে ফাকে দুজন দুজনের দিকে মায়া মায়া নজরে তাকায় ! তুমিত ভিক্ষুকের চেয়েও অধম !"

তোমার সাথে প্রেম না করে একটা ভিখারীর সাথে প্রেম করলে সফল পরিনতি হত ! তবুও অশির্বাধ করি তুমি ভালো থাক, সুখী হও !


নীলা !

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!