হায়রে জীবন !

এখন রুমে ফিরলাম ! আগে মাঝে মাঝে ভাবতাম আমি আসলেই গাধা, আমাকে দিয়ে কিছু হবেনা। এখন দেখি আমি না থাকলে তো অনেক কিছুই বন্ধ হয়ে যায়। হায়রে পৃথিবী, আজ বুঝলাম কেন মানুষ আত্নহত্তা করে। আগে না বুঝে ওদের কত আজেবাজে কথা বলতাম, কেন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায়, কেন নিজের জীবনটা ধংস করে দেয়, ইত্যাদি ইত্যাদি । আজ বুঝলাম, আমিই এতদিন বোকা ছিলাম............!

আজ থেকে অনেকদিন আগের আমাার এক বান্দবীর একটা কথা মনে পড়ে গেল, তুই সেদিনও বোকা ছিলি, আজও বোকাই রয়ে গেলি। সেদিনও তোর আমাকে গ্রহণ করার সাহস ছিলনা, আর কোনদিন হবেওনা ।

সত্যিই বন্ধু আজ তোর কথাটা খুব মনে পড়ছে। ধন্যবাদ তোকে। শুভ রাত্রী ।

আব্দুস সালাম

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!