প্রেমিক চিনবেন যেভাবে


ঢাকা: প্রেম করতে গিয়ে অনেক মেয়েই প্রতারণার শিকার হন এজন্য খাঁটি প্রেমিক চিনে নিতে কারো প্রেমে পড়ার আগে উপায়গুলোর সাথে মিলিয়ে নিতে পারেন। তাতে সঠিক প্রেমিককে খুঁজে পেতে সুবিধা হবে।

বিবেকবর্জিত মানসিকতা: ধরুন, আপনাকে কথা দিয়ে আপনার প্রেমিক তা রাখতে পারেননি। কিন্তু এর জন্য তার মধ্যে কোনো অনুশোচনা নেই। আপনি কষ্ট পেয়েছেন কি না, তা নিয়ে তার মাথাব্যথাও নেই। তিনি তার মতোই আছেন। তাহলে বুঝবেন আপনার ব্যাপারে তিনি খুব একটা মনোযোগী নন।


কারণে-অকারণে মিথ্যে বলা: আপনার প্রেমিক বা হবু প্রেমিক কারণে-অকারণে অবলীলায় মিথ্যা বলে যাচ্ছেন, তখনই ধরে নেবেন এই ছেলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ভেবেচিন্তে দেখার বিষয় আছে। মনে রাখবেন, নিয়মিত মিথ্যা বলা একজন খ্যাপাটে বা বিকারগ্রস্ত মানুষেরই লক্ষণ। আর আপনার সঙ্গে মিথ্যে বলা মানে সম্পর্কের সঙ্গে প্রতারণা করা।


সহমর্মিতার অভাব: আপনার সুখে-দুঃখে যদি প্রতিনিয়তই সমানভাবে আপনার প্রেমিক একাত্ম হতে না পারেন এবং সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন, তাহলে বুঝবেন আপনি একজন আত্মকেন্দ্রিক বিকারগ্রস্ত মানুষের সঙ্গে প্রেম করছেন। বিষয়টি বোঝা মাত্রই আপনাকে সতর্ক হতে হবে।


নির্মম রসিকতায় আসক্তি: সতর্কভাবে খেয়াল করুন, অন্য সবার বিরক্তির উদ্রেক করে কিংবা অন্যকে আহত করে, এমন কোনো নির্মম রসিকতা আপনার প্রেমিক করছেন কি না। যদি দেখেন, স্রেফ মজা করে আপনার প্রেমিক কোনো নিরীহ কাউকে পিটিয়ে কিংবা অবলা জীবজন্তুকে হত্যা বা মারধর করে পৈশাচিক আনন্দ উপভোগ করছেন, তাহলে নিশ্চিত জানবেন আপনার প্রেমিক একজন বিকারগ্রস্ত মানুষ।


এই চারটি বিষয় মাথায় রেখে প্রেম করলে নিরাপদ থাকাটা আশা করা যায়।

Related Posts:

  • পর্ণ আসক্তদের ভয়াবহ পরিণতি বর্তমানে বিশ্বের তরুন প্রজন্ম পর্ণের প্রতি দিন দিন আসক্ত হয়ে পড়ছে। আপনিও কি এই আসক্তদের মধ্যে একজন? তাহলে আপনার জন্য অপেক্ষা করছে ভয়াবহ ভবিষ্যৎ… Read More
  • মাদক ও পর্নোগ্রাফির ফল একই বিষয় দুটো আলাদা হলেও ফল একই। পর্ণোগ্রাফির প্রতি আসক্তি মদ অথবা অন্যান্য নেশাজাতীয় দ্রব্যে আসক্তির চেয়ে ভিন্ন কিছু নয় বলে নিশ্চিত হয়েছেন বি… Read More
  • যে ধরনের লোক সুখী জীবনযাপন করে গবেষণায় দেখা গেছে, তিন ধরনের লোক সুখী জীবনযাপন করেন। এক. যারা মনে করেন তাদের জীবনে সুখকর অনেক কিছুই আছে, যা তাদের বেঁচে থাকতে প্রেরণা জোগায়। দু… Read More
  • পুরুষদের ৪টি আচরণ কষ্ট দেয় সঙ্গিনীকে স্বামীদের কিছু অভ্যাস রয়েছে যেগুলো স্ত্রীরা একেবারেই অপছন্দ করেন। এ ব্যাপারগুলো তাদের প্রায়শই বিরক্ত করে। পুরুষদের ৪টি বিরক্তিকর অভ্যাস ও কিভা… Read More
  • জীবনে সফল হওয়ার ৭ টি উপায় ১. Positivity—ইতিবাচক মনোভাব: যেকোনো পরিস্থিতিতে ইতিবাচক মনোভাবের পরিচয় দাও। ২. Passion—ভালো লাগা: অন্য কারও মতো নয়, নিজের ভালো লাগার কাজটি … Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!