মেয়েরা কেনাকাটা, ঘুরে বেড়ানো, সিনেমা দেখা ইত্যাদি কাজ করতে দারুণ ভালোবাসেন। এ কথা সবাই জানেন। আর এসব কাজে সঙ্গী হিসেবে যাকে পেতে চান অর্থাৎ প্রেমিক বা হবু জামাইবাবুটির মাঝেও কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে চান নারীরা।
মেয়েদের চোখে একেবারে 'আদর্শ পুরুষ' বলতে যা বোঝায়, তা হতে হলে ৩০টি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে আপনাকে। এ তালিকাটি তুলে ধরা হলো আপনাদের জন্য।
১. ঝাড়া ৬ ফুট উচ্চতা।
২. পেশীবহুল, একহারা এবং অ্যাথলেটিক দেহের অধিকারী। ৩. বাদামী চোখ। ৪. ছোট কাল চুল। ৫. রুচিশীল পোশাক সম্পর্কে ধারণা আছে। ৬. স্টাইলিশ। ৭. পানীয়ের ব্যাপারে সচেতন। ৮. অধূমপায়ী। ৯. রুচিশীল জিন্স, শার্ট এবং ভি গলার গেঞ্জি বাছাইয়ে পারদর্শী। ১০. মাত্র ১৭ মিনিটেই বাইরে যেতে প্রস্তুত হতে পারেন। ১১. সৌখিনভাবে জীবনধারণে উপার্জনক্ষম। ১২. পরিবারের বন্ধন চান। ১৩. কেনাকাটা পছন্দ করেন। ১৪. গোশত খেতে পছন্দ করেন। ১৫. গোসলে বাছাই করা সাবান ব্যবহার করেন। ১৬. ক্লিন শেভ করেন। ১৭. মসৃন চওড়া বুক। ১৮. ফুটবল খেলা দেখতে পছন্দ করেন। ১৯. স্টাইলিশ গাড়ি চালান। ২০. শিক্ষিত। ২১. অন্তত প্রেমিকা বা স্ত্রীর চেয়ে বেশি আয় করেন। ২২. কৌতুক করেন এবং নিজেও হাসেন। ২৩. সঙ্গিনীর মন খারাপে তারও মন খারাপ থাকে। ২৪. সত্যিকার অর্থেই সঙ্গীনিকে ভালোবাসেন। ২৫. অন্য নারীর দিকে তাকালে তা স্বীকার করেন। ২৬. ড্রাইভিং লাইসেন্স আছে। ২৭. সাঁতার কাটতে পারেন। ২৮. বাইক চালাতে দক্ষ। ২৯. গাড়ি বা বাইকের চাকা বদলাতে পারেন। ৩০. প্রতিদিন নিজের মায়ের খোঁজ নেন। সূত্র: ইন্টারনেট |
প্রথম পাতা |
ফটো স্টুডিও |
আমার প্রতিদিন |
অনুভুতি |
উপদেশ |
স্বাস্থ্য |
তোমাদের ছবি |
শাড়ীতেই নারী |
আজকের বার্ত |
তোমার রুপ |
বাবা তোমায় ছালাম |
কবিতা |
সাহিত্য |
আদর্শ পুরুষের ৩০টি বৈশিষ্ট্য!
Related Posts:
নারীর শরীরের স্পর্শকাতর অংশ! এটা জানা খুব জরুরী যে শরীরের কোন স্থানে স্পর্শ করলে আপনার সঙ্গিনীর শরীরে শিহরন জাগবে। উত্তেজনায় জড়িয়ে ধরবে আপনাকে। আসুন আজকে জেনে নেই … Read More
সম্পর্কের যে ৫টি বিষয় বান্ধবীকে বলবেন না লাইফস্টাইল ডেস্ক : খুবই স্বাভাবিক ঘটনা যে আপনি আপনার বান্ধবীকে আপনার অনেককিছু শেয়ার করেন। জীবনের অনেক সমস্যা শেয়ার করার কারণে অনেক সময় তা হল… Read More
যুবক-যুবতীদের উতলা মন! বর্তমানে একটি বড় সামাজিক অবক্ষয়। মেঘলা মেঘলা দিনে এমনিতেই মন উতলা। তার উপরে যদি বৃষ্টি হয় তাহলে তো কোন কথায় নেই। উড়ু উড়ু মন তো পঙ্খিরাজ। ইদ… Read More
যে ৫টি কারণে মেয়েরা ব্রেক আপে যায় আপনার ব্যবহারের কারণেই আপনার বান্ধবী ব্রেক আপের সিদ্ধান্ত নিতে পারে। কাজেই দীর্ঘস্থায়ী সম্পর্কে জড়াতে চাইলে কয়েকটি বিষয়ের ওপর আলাদা করে আপনাকে… Read More
কুমারিত্বের পরীক্ষা বিয়ের প্রধান শর্ত! কুমারিত্বের ‘অগ্নিপরীক্ষা’। আজকের জর্জিয়ায় মেয়েদের বিয়ের প্রধান শর্তই হলো, তাদের কুমারিত্বের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ করাতে হবে ভার… Read More
" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!
0 comments:
Post a Comment