আদর্শ পুরুষের ৩০টি বৈশিষ্ট্য!

persokn 






 

 মেয়েরা কেনাকাটা, ঘুরে বেড়ানো, সিনেমা দেখা ইত্যাদি কাজ করতে দারুণ ভালোবাসেন। এ কথা সবাই জানেন। আর এসব কাজে সঙ্গী হিসেবে যাকে পেতে চান অর্থাৎ প্রেমিক বা হবু জামাইবাবুটির মাঝেও কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে চান নারীরা।

মেয়েদের চোখে একেবারে 'আদর্শ পুরুষ' বলতে যা বোঝায়, তা হতে হলে ৩০টি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে আপনাকে। এ তালিকাটি তুলে ধরা হলো আপনাদের জন্য।

১. ঝাড়া ৬ ফুট উচ্চতা।
২. পেশীবহুল, একহারা এবং অ্যাথলেটিক দেহের অধিকারী।
৩. বাদামী চোখ।
৪. ছোট কাল চুল।
৫. রুচিশীল পোশাক সম্পর্কে ধারণা আছে।
৬. স্টাইলিশ।
৭. পানীয়ের ব্যাপারে সচেতন।
৮. অধূমপায়ী।
৯. রুচিশীল জিন্স, শার্ট এবং ভি গলার গেঞ্জি বাছাইয়ে পারদর্শী।
১০. মাত্র ১৭ মিনিটেই বাইরে যেতে প্রস্তুত হতে পারেন।
১১. সৌখিনভাবে জীবনধারণে উপার্জনক্ষম।
১২. পরিবারের বন্ধন চান।
১৩. কেনাকাটা পছন্দ করেন।
১৪. গোশত খেতে পছন্দ করেন।
১৫. গোসলে বাছাই করা সাবান ব্যবহার করেন।
১৬. ক্লিন শেভ করেন।
১৭. মসৃন চওড়া বুক।
১৮. ফুটবল খেলা দেখতে পছন্দ করেন।
১৯. স্টাইলিশ গাড়ি চালান।
২০. শিক্ষিত।
২১. অন্তত প্রেমিকা বা স্ত্রীর চেয়ে বেশি আয় করেন।
২২. কৌতুক করেন এবং নিজেও হাসেন।
২৩. সঙ্গিনীর মন খারাপে তারও মন খারাপ থাকে।
২৪. সত্যিকার অর্থেই সঙ্গীনিকে ভালোবাসেন।
২৫. অন্য নারীর দিকে তাকালে তা স্বীকার করেন।
২৬. ড্রাইভিং লাইসেন্স আছে।
২৭. সাঁতার কাটতে পারেন।
২৮. বাইক চালাতে দক্ষ।
২৯. গাড়ি বা বাইকের চাকা বদলাতে পারেন।
৩০. প্রতিদিন নিজের মায়ের খোঁজ নেন।

সূত্র: ইন্টারনেট

Related Posts:

  • যে কথাগুলো মেয়েদের কখনও বলবেন না…    আপনার পছন্দসই হোক বা না হোক- জীবনের বেশ কয়েকটি ধ্রুবসত্য আছে। যেমন: সূর্য পূর্ব দিকে ওঠে, সবার জীবনেই মৃত্যু আসবে ইত্যাদ… Read More
  • যে ৫টি কথা কখনোই বলে না ছেলেরা!   ঢাকা : মেয়েদের কিছু টিপস দেওয়া যাক। প্রেমিক বা স্বামীর সঙ্গে আপনার সম্পর্কের গভীরতা বাধাহীন। দুজন দুজনকে চেনেন নিজের হাতের তাল… Read More
  • যৌনতা বৃদ্ধির অমৃত উপাদান   সৃষ্টির শুরু থেকে আজ অবধি মানবজাতির এক অপার কৌতূহলের বিষয় যৌনতা। কীভাবে যৌনতাকে আরও উৎকর্ষ করে তোলা যায়। এ প্রশ্ন সার্বজনীন। বিভ… Read More
  • স্ত্রীদের না বলা কথা  বেশীরভাগ পুরুষেরই বলে নারীর খুবি ভয়কর কারন  তাদেরকে বুঝে উঠা প্রায়শই খুব কষ্টকর হয়ে যায়। এমনকি সেই নারীকেও যার সাথে সে বহু বছর বি… Read More
  • মেয়েরা ব্রেক আপে যায় যে ৫টি কারণে   আপনার ব্যবহারের কারণেই আপনার বান্ধবী ব্রেক আপের সিদ্ধান্ত নিতে পারে। কাজেই দীর্ঘস্থায়ী সম্পর্কে জড়াতে চাইলে কয়েকটি বিষয়ের ওপর আ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!