নতুন একটি সম্পর্কে জড়ানোর পর কিছুদিন সব কিছুই খুব ভালো লাগে। কিন্তু সেই সম্পর্কটিই কিছুদিন পার হয়ে যাওয়ার পরেই যেন সব কিছু খুব ফিকে হয়ে ওঠা শুরু করে। নিজেদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি-মনোমালিন্যের পাশাপাশি পুরোনো রোমান্টিক অভ্যাস গুলোও হারিয়ে যেতে থাকে। ফলে দুজনের মধ্যে সৃষ্টি হয়ে অনাকাঙ্ক্ষিত দূরত্ব।
সম্পর্ককে তাজা রাখার জন্য দরকার কিছু অভ্যাস। আর সেই অভ্যাস রপ্ত করতে হয় দুজনকেই। দুজনে মিলে সম্পর্ককে তাজা রাখার চেষ্টা করলে কখোনোই পুরোনো হবে না সম্পর্ক। আসুন জেনে নেয়া যাক প্রিয় সম্পর্ককে চিরকাল সতেজ রাখার ৫টি উপায়।
সম্পর্ককে সজীব রাখতে হাত ধরা কিংবা আলিঙ্গন করার কোনও তুলনা নেই। জীবনের পথে ভালোবাসার মানুষটির হাত শক্ত করে ধরে রাখুন সবসময়। সমস্যা যতই প্রবল হোক, তাকে বোঝান যে আপনি সব সময় পাশেই আছেন। কোথাও গেলে জনসম্মুখে হাত ধরতেও লজ্জা করবেন না। কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন। আপনার সঙ্গীটি দিন শেষে বাড়ি ফিরে আসলে তাঁকে আলিঙ্গন করে অভ্যর্থনা জানান। সম্পর্ক যত পুরোনোই হোক না কেন এই অভ্যাস গুলো বজায় রাখুন। তাহলে সম্পর্ক থাকবে চির সবুজ।
আপনার সঙ্গীটি আপনার জন্য অনেক কিছুই তো করছে। আপনি কি তাঁর প্রশংসা করছেন? নাকি এগুলোকে তার দায়িত্ব হিসেবে ধরে নিয়ে একটি বারের জন্য ধন্যবাদও দিচ্ছেন না? প্রশংসা না পেলে ভালোবাসার সম্পর্কে মন থেকে কিছু করার আগ্রহ থাকে না। তাই আপনার সঙ্গীর সৌন্দর্য, রান্না কিংবা আপনার প্রতি তার ভালোবাসা ও যত্নের প্রশংসা করুন। আপনার জীবনটাকে আরো সুন্দর করে তোলার জন্য তাঁকে ধন্যবাদ দিন।
সম্পর্ককে তাজা রাখার জন্য দরকার কিছু অভ্যাস। আর সেই অভ্যাস রপ্ত করতে হয় দুজনকেই। দুজনে মিলে সম্পর্ককে তাজা রাখার চেষ্টা করলে কখোনোই পুরোনো হবে না সম্পর্ক। আসুন জেনে নেয়া যাক প্রিয় সম্পর্ককে চিরকাল সতেজ রাখার ৫টি উপায়।
0 comments:
Post a Comment