ইন্টারন্যাশনাল ডেস্ক :’ওই তরুণী দু’ পা বন্ধ করে রাখলেন না কেন? তাহলেই তো আর তাঁকে ধর্ষিতা হত হত না’ | মন্তব্য এক ডিফেন্স ল-ইয়ারের | আদালত কক্ষে দাঁড়িয়ে অভিযুক্ত পক্ষের সেই আইনজীবী এই কদর্য মন্তব্য ছুঁড়ে দিলেন অভিযোগকারিণীর দিকে | ভারতে নয় | এই ঘটনা প্রথম বিশ্বের দেশ নিউজিল্যান্ডে |
ওয়েলিংটনের এক আদালতে চলছিল বিচার | হাজির কুড়ি বছরের তরুণী | তাঁর বক্তব্য, এক রাতে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন | তাঁর বন্ধুরা পার্টি করছিলেন ওয়েলিংটনের একটি নাইট ক্লাবে | এক বাউন্সারের কাছে তিনি বলেন, তাঁকে ওই নাইটক্লাবে পৌঁছে দিতে |
অভিযোগ, এর পরে ওই বাউন্সার তরুণীকে অন্ধকার গলিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে | এই মামলার শুনানিতে ওই তরুণীকে একঘর লোকের সামনে এই অপমানকর মন্তব্য শুনতে হয় অভিযুক্ত বাউন্সারের আইনজীবীর কাছ থেকে |
ওই আইনজীবীর বক্তব্য, কোনও ধর্ষণ নয় | এটা ছিল দু তরফের সম্মতিক্রমে যৌন সম্ভোগ | কারণ তরুণীর তরফ থেকে কোনও বাধা দেওয়া হয়নি | এমনকী কোনও চিৎকার বা কান্নার শব্দও শোনা যায়নি | তারপরেই উচ্চারিত হয় তাঁর সেই অমোঘ উক্তি:’she should have closed her legs if she wanted to avoid having sex…’
এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় নিউজিল্যান্ড জুড়ে | তরুণীর আইনজীবীর পাল্টা দাবি, এটা কোনও রিয়েলিটি শো নয়, যে তরুণীকে চিৎকার করতে হবে | তাছাড়া একজন মদ্যপ অবস্থায় থাকলে তাঁর পক্ষে কতটা প্রতিরোধ করা সম্ভব সেটাও ভেবে দেখার বিষয় |
আসলে, নিউজিল্যান্ডের ওয়েলিংটনই হোক, বা ভারতের রাজধানীই হোক | আইনজীবী বা কোনও দেশের গোয়েন্দাপ্রধান | যে পেশাতেই থাকুন না কেন | পৃথিবীর যেকোনও প্রান্তেই কিছু পুরুষের কাছে বোধহয় ধর্ষিতা হওয়াটা অপরাধ | ধর্ষণ করাটা নয় |
0 comments:
Post a Comment