যে ১০ পুরুষকে এড়িয়ে চলবেন

 

আপনি মানুষটাই বেশ রোম্যান্টিক। বর্ষায় মেঘের দিকে তাকিয়ে মনের মধ্যে কবি কবি ভাব জাগে হামেশাই! দেখতেও বেশ পাড়ার প্রীতি জিন্টা। কলেজে অথবা অফিসে আপনঢুকলে হোঁচট খান অনেকেই… তবে সেই সব হোঁচট খাওয়াদের মধ্যে থেকে কাউকে বেছে নেয়ার আগে এই চেকলিস্টটায় একবার চোখ বুলিয়ে নিন।

নেকু টাইপ: আপনি যদি চান এমন কোনো বয়ফ্রেন্ড যার সঙ্গে শাল-চাদর থেকে শুরু করে বিভিন্ন বুটিক নিয়ে আলোচনা করবেন, তাহলে আপনার জন্যে এমনই এক পিস বয়ফেন্ডই প্রয়োজন। সারাটাদিন যার নিজের রূপচর্চাতে কেটে যায়। আর যেটুকু বাড়তি সময় পান, কাটিয়ে দেন বিভিন্ন স্টোরে। নিজের জন্যে পারফেক্ট পোশাক আর অ্যাকসেসরির স্টক বাড়াতে হবে না… ও আরো একটা কথা, ইনি কিন্তু ভুলেও আপনার প্রশংসা করবেন না। উল্টে এক্সপেক্ট করবেন যে দেখা হলেই আপনি তার পোশাক ও হেয়ারস্টাইলের প্রশংসা করুন।

নীতিবাগীশ: আগে থেকেই বলে রাখছি… একটু এদিক থেকে ওদিক হয়েছে কি বাবার প্রবচন শুরু হয়ে যাবে। এইটা করা উচিত, সেটা করে ভুল করেছেন, এভাবে হাঁটা উচিত হয়নি, সেভাবে বসাটা দৃষ্টিকটু ছিল… তবে আপনি যদি আজীবন স্কুলের হেডমাস্টারের সামনে মাথা নিচু করে থাকতে চান তাহলে এর থেকে ভালো পাত্র আপনি পাবেনই না!

খেলা ধ্যান, খেলা জ্ঞান, খেলা চিন্তামণি: একদম ঠিক। খেলা ছাড়া ইনি এক্কেবারে মণি হারা ফণি। আপনি পাশে আছেন, না গেছেন সেই দিকে খেয়াল ইনি অন্তত রাখবেন না। আপনাদের সম্পর্কে প্রলয় নেমে আসুক, এর কাছে কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার আপনি হাসি মুখে এটা মেনে নেবেন না কি ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথাটাই বলের মতো উড়িয়ে দেবেন সেটা আপনার উপরে ছেড়ে দিলাম।

…পুংষক: আমি তো শুধু এক প্রকার বয়ভফ্রেন্ডের উদাহরণ দেব বলে ভাবছিলাম। আর তাতেই আপনি… যাক গে আমার যখন বলার কথা বলেই ফেলি। আপনি শুনবেন কি না সেটা তো আপনি ঠিক করবেন। এক প্রজাতির বয়ফ্রেন্ড পাবেন যাদের পকেট থেকে মানি ব্যাগ বের হতে আপনি কখনোই দেখবেন না। আধাআধি খরচের দিকেও ইনি এক পা এগোবেন না। অন্য দিকে আপনি বুঝতে পারবেন না যে কোনো স্কুলের বাচ্চাকে নিয়ে খেতে গিয়েছেন নাকি প্রাপ্তবয়স্ক পুরুষের সঙ্গে। তবে শুধু খাওয়াতেই ইতি নয়। এরা নিজেদের বাবুআনার শখও মেটাবেন আপনার গ্যাঁটের কড়ি দিয়ে। এবার যদি আপনার একটি পোষ্যের দরকার থাকে এই পুরুষকে আপনি স্বচ্ছন্দে দত্তক নিতে পারেন।

অসন্তোষের কারণ: সারাদিন নাঁক সিঁটেকে রয়েছেন। খুঁজে খুঁজে খুঁত বের করাই এদের একমাত্র কাজ। তবে যে সে জিনিসের নয়। একমাত্র আপনার মধ্যেই। তবে আপনি যদি নিজেকে এক অন্য মানুষে পরিবর্তিত করে ফেলতে চান তা হলে ইনিই আপনার শ্রেষ্ঠ গুরু। কিন্তু যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই খুঁজে পেতে চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই পুরুষটিকে ভ্যানিশ করে দিন।

অতীতই তার বর্তমান: মুখ খুললেই একই কথা। আগের অফিসে এই করেছিলাম, কলেজে পড়ার সময়ে সেই করেছিলাম, আমার আগের বস কি ভালোই না ছিল, আমার আগের গার্লফ্রেন্ড আমার কত পয়সাই না খসিয়েছে… আরে বাবা আপনি যদি এতই অতীতকে ভালোবাসেন তাহলে একটা টাইম মেশিন কিনে ফেলুন। নানা রকম অতীতে সহজে যাওয়াআসা করতে পারবেন। আর যদি বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে বাঁচার কথা ভাবেন তাহলে একে হটান। না হলে এই অতীত বিলাসীর সঙ্গে থাকতে থাকতে আপনি না ভূত হয়ে যান!

আত্মকেন্দ্রিক: এর তো সারাদিন নিজেকে নিয়েই কেটে যায়! আপনাকে ইনিই বলেছিলেন তো যে ভালোবাসেন? আপনি আবার কান শুনতে ধান শোনেননি তো! যাক গে আপনি এর অ্যাটেনশন পাওয়ার জন্যে সারা জীবন অপেক্ষা করবেন নাকি… যাক আপনার উপরেই ছেড়ে দিলাম।

দু’মুখো সাপ: আপনার হাত ধরে হাঁটবেন বটে কিন্তু নজর থাকবে সামনে থেকে আসা মেয়েটির উপরে। আপনার সঙ্গে কাফেতে বসে সিজলার আইসক্রিম খাবেন, অন্যদিকে বিবিএম-এ জাস্ট ফ্রেন্ডের সঙ্গে নেকুনেকু বাক্যালাপ চালিয়ে যাবেন। আপনি তাতেও প্রেমে হাবুডুবু কেস! তাহলে গড সেভ দি!

আষ্টেপৃষ্ঠে: উফ! আগেই বলে দিচ্ছি এত ভালোবাসায় দম বন্ধ হয়ে আসবে। পৃথিবীর কোনো ভেন্টিলেটর আপনাকে বাঁচাতে পারবে না। কেন শুধু শুধু এই কচি বয়েসে দম আটকে মরতে যাবেন বলুন তো…

সন্দেহের কাকাতুয়া: একে বয়ফ্রেন্ড করার থেকে বাড়িতে রিটায়ার হয়ে যাওয়া পুলিশের কুকুর পুষুন একটা। অনেক বেশি শান্তিতে থাকবেন। আর যদি চান বৃটিশ আমলের জেলের কয়েদিদের মতো জীবন কাটাবেন, তাহলে এর থেকে ভালো জেলার আর দ্বিতীয়টি খুঁজে পাবেন না।

Related Posts:

  • বজায় রাখুন কর্মক্ষেত্র ও সংসারের ভারসাম্য সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে আমাদের চেনা পরিচিত সমাজ ও সংসার। এক সময় কর্মজীবী বলতে সংসারের পুরুষ মানুষটিকেই বোঝানো হত। কিন্তু এখন স্বামীর পাশ… Read More
  • বয়ঃসন্ধির বিশেষ ক্ষণে... বয়ঃসন্ধিকাল - খুবই স্পর্শকাতর একটা সময়। শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণের এই সময় বেশ অন্যরকমও বটে। এই সময় শরীর এবং মনে আসে নানা রকমের পরিবর্তন… Read More
  • রক্ষা করুন বন্ধুত্ব যদি জানতে চাই, পৃথিবীর সবচেয়ে নির্মল সম্পর্কের নাম কি? জানি, চোখ বুজে সবাই বলবে বন্ধুত্ব! বন্ধু মানে আত্মার আত্মীয়, যে আত্মীয়তা কখনো কখনো র… Read More
  • দাম্পত্য কলহ যখন শ্বশুর-শাশুড়ির দীর্ঘদিন একসাথে থাকার পর জীবনসায়াহ্নে এসে অনেককেই দেখা যায় জীবনসাথীর সাথে ঝগড়া করতে! হয়তো তাঁরা আগে কখনোই ঝগড়া করেননি, শেষ বয়সে এসে করছে… Read More
  • পাত্র/পাত্রী নির্বাচনে ভেবে দেখুন বিয়ে... তা নিজের ইচ্ছাতেই হোক কিংবা পরিবারের, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নারী-পুরুষ উভয়েরই কিছু পছন্দ অপছন্দ থাকেই। আর সাথে পারিবারিক চাহ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!