তৃষ্ণার জলে জলখেলা

মেঘের ছায়ায় শহর ঢেকেছে, অথচ বৃষ্টির দেখা নেই। প্রিয়তমার দিকে তাকিয়ে কবির মনে হল তার প্রিয়ের, ‘চোখে গুমট অভিমানের আধাঁর চাদর টেনে আছে/ কি অদ্ভুত সেই দৃষ্টি, নিকেষ কালো অন্ধকার; শুন্যে মিলেছে ভাবলেশহীন চাহুনীতে’। মনে হল, একটু পরেই প্রিয়ের অভিমান আর কবির স্বপ্ন সাঁতার কাটবে দু’হাতে পদ্ম সরিয়ে। আর তখন, ‘জল নিমগ্ন দুটি জল কায়া, জল কলি করে খেলবে ভর দুপুরে। প্রহর গড়াবে, স্নান শেষে নগ্ন দেহে…’!














ছবি: অপর্ণা ঘোষ।

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!