আজ আমরা যা যা করতে পারি .........!

 আজ আমরা যা যা করতে পারি .........! আজকের তারিখ একটু আলাদা যেমন : ১১.১২.১৩ ! তাই আজ আমরা নিজের কাজগুলো করে আজকের তারিখটাকে মনে রাখতে পারি !

  • আজ আপনি নামাজ পড়া শুরু করতে পারেন !
  • আজ আপনি পালিয়ে বিয়ে করতে পারেন !
 
  • আজ আপনার পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিতে পারেন !
  • আজ আপনার মনের মানুষটিকে নিয়ে দুরে কথাও ঘুরে আসতে পারেন ! সিনেমাও দেখতে পারেন ! 
  • নিচের ছবিটার মত দুরে কথাও গিয়ে একা একা বসে বসে সময় কাটাতে পারেন !

  • বন্ধু/বান্ধবীদের নিয়ে আজ রাতের খাবারটা বাইরে খেতে পারেন !
  • আজ রাতে অনেক সময় থেকে বন্ধুদের নিয়া আড্ডা দিতে পারেন !
  • আজ ফেলে আসা  দিনের  কথা এভাবে গালে হাত দিয়া মনে করতে পারেন !
 
  • আজ আপনার মনের মানুষটির সাথে গল্প করে এক ঘন্টা সময় কাটাতে পারেন !
  • আজ আপনার ভালবাসার মানুষটির সাথে এমন কিছু করতে পারেন, যা আগে কখনো করেননি, তাহলে আজকের দিনটি অনেকদিন মনে থাকবে !
 
  • আজ আপনি মধ্যমনি হয়ে একটা পার্টি দিতে পারেন !
  • আজ আপনার বর্তমান প্রেমটা ভেঙ্গে দিয়ে ভালো মানুষ হয়ে যেতে পারেন !  
  • মেয়েরা আজ তার সঙ্গীর অনেকদিনের চাওয়াগুলো মিটিয়া দিতে পারেন ! অথবা আজ একটু আলাদা ভাবে আপনার সঙ্গীর কাছে নিজেকে উপসস্থাপন করতে পারেন !

    Related Posts:

    • ওজন বাড়ে প্রেমে পড়লে! প্রেমে পড়লে তো কতো কিছুই ঘটে। প্রেমিক যুগলের সামনে আসে পৃথিবীর  সবচেয়ে সুন্দর সময়। তবে প্রেমে পড়লে কিন্তু বাড়তে পারে আপনার ওজন। সম্প্রতি … Read More
    • ঘুম কেড়ে নিচ্ছে ইন্টারনেট ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহারের কারণে স্বাভাবিক ঘুমের ব্যাঘাত ঘটছে। কারও কারও ক্ষেত্রে সমস্যাটি আরও বড় আকার ধারণ করে নিদ্রাহীনতায় পরিণত হচ্ছে। … Read More
    • চুম্বনের যত স্বাস্থ্য উপকারিতা চুম্বনের কথা শুনলেই সকলে এর সঙ্গে যৌনতার গন্ধ পান। অথচ এর বাইরেও চুম্বনের সামাজিক গুরুত্ব আছে। চুম্বন ভালোবাসা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্… Read More
    • তারুণ্য ধরে রাখতে যৌন সম্পর্ক তারুণ্য ধরে রাখতে নিয়মিত যৌন সম্পর্ক জরুরী। নিয়মিত যৌন সম্পর্ক বা যৌন মিলন মানুষের তারুণ্য কে ধরে রাখে এবং যারা নিয়মিত যৌন সম্পর্ক চালিয়ে যায় তাদ… Read More
    • চোখ দেখে যায় হৃদয় চেনা বাংলা গানে আছে, চোখ মনের কথা বলে। কিন্তু চোখ যে হূদয় অর্থাত্ হূপণ্ডের আলামতও হাজির করে, সম্প্রতি তা জানিয়েছেন গবেষকরা। সিঙ্গাপুরের ন্যাশনাল ই… Read More

    0 comments:

    Post a Comment

    " কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!