যৌবন কমাতে

 
জীবন কে পুর্ন ভাবে উপভোগ করার জন্য যৌনতার বিকল্প নেই এবং ঠিক এ কারনেই মানুষ আদিম কাল থেকে যৌবনকে চাগিয়ে তুলবার প্রানান্তকর প্রচেষ্টা করে আসছে। আপনারা ঢাকা শহরের আনাচে কানাচে বিভিন্ন রকমের যৌবন বৃদ্ধি কারী তেল, মসল্লা ইত্যাদি দেদারসে বিক্রী হতে নিশ্চই দেখেছেন। এদের সবই আপনাকে অসুরের মত শক্তি দেবার আশা দেখায়!
 যা হোক, আসল কথায় আসি।

যৌবন বৃদ্ধির যে সমস্ত খাবার বা ওষুধ পাওয়া যায় তাদের Aphrodisiac বলে ।

 এখন অনেক খাবার বা ওষুধ আছে যা আপনার যৌন চাহিদা বা Libido কে কমিয়ে দেয় এবং এদের বলে Anaphrodisiac!
 এসব খাবার সম্বন্ধে জানি একটু।
 ১। কর্নফ্লেক্স – জ্বী ভাই! জন হার্ভে কেলগস সাহেব প্রথম কর্নফ্লেক্স আবিস্কার করেন। কারন? উনার ধারনা ছিলো অতি যৌন আগ্রহ বা সেক্স ড্রাইভ লোকজনকে অসুস্হ করে ফেলে! এজন্য উনি চিনি, গম দিয়ে স্বাদহীন একটা নাস্তা বানালেন যা খেলে যৌন মিলনের ইচ্ছা কমে যায়!
 ২। জিন আর টনিক – জিন আর টনিকে থাকে কুইনিন। এই কুইনিন শরীরে টেসটোসটেরন এর মাত্রা কমিয়ে দেয়। তার ফলে কমে যায় আপনার দুস্টু দুস্টু ইচ্ছে গুলো!
 ৩। সয় বা সয়া সস – চাইনিজ বুদ্ধুরা এটা খেয়ে তাদের যৌন চাহিদা দমন করে রাখতো!
 ৪। মিন্ট (যেমন মেনটস ইত্যাদি) – মিন্ট বা এ জাতীয় খাবার থাকে মেনথল যা আপনার টেসটোসটেরন এর মাত্রা নামিয়ে আনে। সুতরাং ভালোবাসার আগে মুখে সুগন্ধ আনার ক্ষেত্রে লাভ হলেও চরম মুহুর্তে আপনার আসল সুগন্ধি কাজ নাও করতে পারে ব্লগার ভায়েরা আমার!
 ৫। ধনে পাতা – সাবধান আপুরা! ভাইয়াদের জিনিষপত্র ঠিক রাখতে হলে ধনেপাতা বা এর চাটনী কম খাওয়াবেন!
 ৬। ঢেড়স – ভাইরে! ঢেড়স খান ঠিক আছে কিন্তু বুঝে শুনে!
 ৭। টুনা মাছ দিয়ে নুডুলস – না না না ভাই, কখোনই না! জিনিষপত্র টুনা মাছ বা নুডুলস মতোই শুয়ে থাকবে!
 ৮। টমেটো, লেটুস – ভাই আমি খুব সালাদ পছন্দ করি! কি যে করি!???
 ৯। ধূমপান – আর কিছু বলতে হবে?

তবে এগুলো কেনো খাবেন?

আপনি যদি অন্য সবার থেকে একটু বেশী দুস্টু দুস্টু হন বা এসব চিন্তা করতে করতে অন্য সবকিছু মন থেকে উবে গেছে এমন হয় তাহলে এগুলো খেয়ে চেস্টা করে দেখতে পারেন!

Related Posts:

  • Be Careful গোপন ক্যামেরা - মেয়েরা সাবধান ! (আমাদের মা-বোনদের ইজ্জতের দাম ওদের কাছে হাসির খোরাক) বর্তমানে গোপন ক্যামেরা এবং আয়না একটি আতংকের নাম ।শপ… Read More
  • বিবাহিত পুরুষ থেকে নারীরা সাবধান!!! বিবাহিত পুরুষ থেকে নারীরা সাবধান ! বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর বেশুমার কারণ চিহ্নিত করা যেতে পারে। কিন্তু এরমধ্যে বিশেষ কিছু নে… Read More
  • পিসি ভাইরাসমুক্ত রাখতে অ্যান্টি ভাইরাসের বিকল্প     কম্পিউটার ব্যবহারকারীদের অন্যতম প্রধান সমস্যার নাম ভাইরাস। নানান উত্স থেকে কম্পিউটারে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। ভাইরাসের স… Read More
  • Advice for Girl Friend wcÖq AbymÜvbKvix, GKevi fveyb‡Zv wb‡Pi Qwei GB my›`i dUzdz‡U wgw÷ †Pnvivi †g‡qUvi Pwi‡Îi hw` nq GB Ae¯’v Zvn‡j Avcwb Kv‡K wek¦vm K‡ie‡b ? Kv‡K fvj‡e… Read More
  • BE Carefull With bx‡Pi Qwe¸‡jv †`Lyb ! Avi Rxe‡b Ggb NUbv NUvi Av‡M wkLyb Ges mZK© _vKzb|  … Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!