যে ৫টি কারণে প্রাক্তন ভালোবাসার সাথে বন্ধুত্ব করবেন না


“প্রেমিক প্রেমিকা হিসেবে আমরা সুখী হতে পারিনি, কিন্তু বন্ধু হতে তো সমস্যা নেই। চলো আমরা বন্ধু হয়ে যাই”- এভাবেই অনেক সম্পর্ক শেষ হয়েও হয় না। কিন্তু প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সাথে এই নতুন সম্পর্কটা কি শুধুই বন্ধুত্ব? নাকি এর চাইতে বেশি কিছু?
প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর সেই সম্পর্ককে বন্ধুত্বে রূপ দেয়ার চেষ্টা করাটা পুরোপুরিই অনর্থক। কারণ এতে সম্পর্কে টানাপোড়েন গুলো আরো বৃদ্ধি পায়। আসুন জেনে নেয়া যাক যে ৫টি কারণে প্রাক্তন প্রেমিক/প্রেমিকা বন্ধু থাকা উচিত নয় সেগুলো।

অতীত ভোলা যায়না

প্রাক্তন প্রেমিক/প্রেমিকার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখার চেষ্টা করলে পুরোনো সম্পর্কের ব্যাপারটা মন থেকে ভোলা যায় না। ‘Out of sight, out of mind’ এই কথাটি সত্য। কিন্তু সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর এটাকে বন্ধুত্বে রূপ দেয়ার চেষ্টা করলে প্রায় প্রতিদিনই দেখা বা কথা হবে আপনার পুরোনো সেই প্রেমিক/প্রেমিকার সাথে। এতে আপনি হাজার চেষ্টা করেও তাকে মনের বাইরে নিতে পারবেন না। সম্পর্ক ভাঙ্গার পর এ ধরণের সম্পর্ক রাখার চেষ্টা করলে মানসিক চাপ বেড়ে যায় এবং এক পর্যায়ে তা বিষন্নতায় রূপ নেয়।

মানসিক অত্যাচার

বন্ধুরা সবাই মিলে ঘুরতে বের হয়েছেন। আপনার প্রাক্তন প্রেমিক/প্রেমিকাও আপনার পাশেই আছে। হঠাৎ স্বভাব সুলভ ভাবেই তার হাতটি ধরতে ইচ্ছা করছে। কিন্তু বন্ধুত্বের বেড়াজালে জড়িয়ে সেটাও আর সম্ভব না। আবার রাতে খুব মিস করছেন তাকে। ফোন দেবেন নাকি দেবেন না এ নিয়ে দোটানায় আছেন, কারণ তার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক নেই। শুধুই বন্ধুত্বে তো আর গভীর রাতে ফোন দেয়াটা ভালো দেখায় না। তাই সব মিলিয়ে এ যেন এক ধরণের মানসিক অত্যচার।

মিথ্যে আশা

প্রাক্তন প্রেমের সম্পর্ককে বন্ধুত্বে রূপ দিলে মনের কোণে সব সময়েই একটা আশা থাকে হয়তো আবার সব ঠিক হয়ে যাবে। কোনো দিন হয়তো আবার দুজনের সম্পর্কটা আগের মতো হবে। কিন্তু একবার প্রেমের সম্পর্ক ভেঙ্গে গেলে খুব কম ক্ষেত্রেই আবার তা আগের মতো হয়। তাই মিথ্যে আশায় দিন গুনে যেতে হয় এ ধরণের সম্পর্কে।

 নতুন সম্পর্কে সমস্যা

আপনি বা আপনার প্রাক্তন প্রেমিক/প্রেমিকা কেউই একে অপরকে অন্য কারো সাথে দেখতে চাইবেন না। দুজনের কেউই চাইবেন না প্রাক্তন সঙ্গীটি নতুন কোনো সম্পর্কে জড়িয়ে নিক নিজেকে। প্রাক্তন সঙ্গীকে মুখে হয়তো অনেকেই বলে থাকে নতুন করে জীবন শুরু করার জন্য। কিন্তু মনে মনে কেউই এটা পছন্দ করে না। অন্যদিকে আপনি বিবাহিত হয়ে থাকলে এই প্রাক্তন প্রেমের জন্য সংসারে অশান্তি বাড়ে, স্বভাবতই আপনার স্বামী/ স্ত্রী কষ্ট পান ব্যাপারটি নিয়ে।

বন্ধুদের জন্য অস্বস্তিকর

আপনার বন্ধুরা জানে যে আপনারা প্রেমিক প্রেমিকা ছিলেন। এখন এটাও তাঁরা জেনে গেছে যে আপনাদের মাঝে আগের সেই ভালোবাসার সম্পর্কটি আর নেই। অন্যদিকে বন্ধুত্ব দেখে ঠিক বুঝেও উঠতে পারবে না আপনাদের সম্পর্কটি আসলে কি। ফলে আপনাদের দুজনকে এক সাথে কোনো দাওয়াতে কিংবা আড্ডায় বলতে তাঁরাও বেশ অস্বস্তি বোধ করবে। যে কোনো জায়গায় আপনাদের দুজনকে ডাকতে বেশ দ্বিধাগ্রস্ত থাকবে তাঁরা।

জীবনে এগিয়ে যাওয়ার পথে বাঁধা

পুরোনো প্রেমিক/প্রেমিকার সাথে বন্ধুত্বের সম্পর্কে নিজেকে বেঁধে রাখলে জীবনে চলার পথ এক যায়গাতেই থেমে থাকবে। প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর নতুন করে কোনো সম্পর্কের দিকে এগিয়ে যাওয়াও সম্ভব হয়না এ ধরণের বন্ধুত্বের কারণে। তাই পুরোনো স্মৃতি ভুলে জীবনকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য প্রাক্তন প্রেমিক/প্রেমিকার সাথে বন্ধুত্বের সম্পর্ক না রাখাই ভালো।

Related Posts:

  • আপনি কি সুখী মানুষ? জেনে নিন কিছু লক্ষণের সাথে মিলিয়ে সুখী হতে তো সবাই চাই। আর তাই সুখের খোঁজে ছুটে বেড়ায় এদিকে ওদিকে। কিন্তু আসলেই কি আমরা সুখী? যে ব্যক্তি সুখী সেই ব্যক্তিও অনেক সময় বুঝতে পারে… Read More
  • ভালো স্ত্রী হওয়ার সাতটি উপায় বিয়ে করার পর আপনি অন্য একটি পরিবারের অংশ হয়ে গিয়েছেন। স্বামী-স্ত্রী ছাড়াও এ পরিবারের রয়েছে আরও অনেক সদস্য। আর এসব মিলে সবার মন যোগানোর কথা চিন… Read More
  • মনোবল ও স্বস্তি নানা কারণেই জীবন চলার পথে আমাদের মনোবল ভেঙে পড়তে পারে। নিজের ইচ্ছাগুলো পূরণ না হওয়া, সব সময় সমালোচনার মাঝে থাকা এবং জীবনে সফলতা না পাওয়ার কারণে … Read More
  • পর্নোগ্রাফি   পর্নোগ্রাফি শব্দটা শুনেই আমরা সাধারনত এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। যদিও নিয়মিত, না হলেও কালেভদ্রে পর্ন দেখেন এমন মানুষের সংখ্যা অনেক। আসলে পর… Read More
  • নারীদের জন্য ভালো! প্রেম বলুন কিংবা ভালোবাসা, এমন স্পর্শকাতর সম্পর্কগুলোতে অবশ্যই চাই বিশেষ চর্চা। বিশেষ করে প্রেম যখন বিয়েতে গড়ায়, তখন তো আরও বেশী। কিন্তু একবার… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!