ঈদে তো এমনিতেই বেশ কটা দিন ছুটি পাওয়া যায়। আর এবার তো ঈদের ছুটির সঙ্গে যোগ হয়েছে পূজার ছুটি আর সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে প্রায় টানা পাঁচ ছয় দিনের একটি ছুটি পেয়েছে কম বেশি সবাই। পুরো বছর যেহেতু প্রচন্ড ব্যস্ততায় দিন কাটে এবং প্রিয় মানুষটিকে দেয়ার মত তেমন সময় পাওয়া যায় না, তাই এইবারের লম্বা ছুটিটাকে কাজে লাগিয়ে ফেলুন। ঈদের এই ছুটিতে পর্যাপ্ত সময় দিন আপনার স্বামী কিংবা স্ত্রীকে। ঈদ ঈদ করে প্রচণ্ড ব্যস্ত সময় পার করেছেন নিশ্চয়ই সবাই? এখন সময় একটুখানি আরাম করার। অনেকেরই রবিবারের আগে অফিস নেই, অনেকে ছুটি নিয়েছেন কয়েকটা দিন বেশি। সব মিলিয়ে ঈদের ব্যস্ততা শেষে এখনই কিন্তু সময় প্রিয়জনের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটাবার।
আসুন দেখে নেয়া যাক কিভাবে এই ছুটিটাকে প্রিয়জনকে সময় দিয়ে কাজে লাগানো যায়।
অন্য সময় যেহেতু এতো লম্বা ছুটি পাওয়া যায়না তাই নিজের শহরের বাইরে কোথাও বেড়াতেও যাওয়া হয় না। এবারের ছুটিটা যেহেতু বেশ লম্বা তাই এসময়ে ঘুরে আসতে পারেন নিজের শহরের বাইরে কোনো যায়গা থেকে। প্রিয় মানুষটিকে নিয়ে দেখে আসুন সমুদ্র অথবা পাহাড়। সামর্থ্য থাকলে দেশের বাইরে থেকেই বেড়িয়ে আসতে পারেন। তাহলে ঈদের আনন্দে ভিন্ন আমেজ পাওয়া যাবে। আর যদি দূরে কোথাও বেড়াতে যাওয়ার সময় কিংবা সামর্থ্য না হয় তাহলে নিজ শহরের সুন্দর যায়গা গুলোতে ঘুরে আসুন সঙ্গীকে নিয়ে।
ঈদে তো সবার বাসাতেই বিশেষ খাবার রান্না করা হয়। পোলাউও, কোরমা, সেমাই, ফিরনী এগুলো তো প্রায় সবাই রাঁধেন এসময়ে। এবার রান্নাটা কেবল স্ত্রীর হাতে ছেড়ে না দিয়ে নিজেও সাহায্য করুন তাঁকে। বিশেষ দিনের বিশেষ খাবারগুলো এক সাথে রান্না করার মজাই আলাদা। যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার সঙ্গীর পছন্দের খাবার গুলো রান্না করার দ্বায়িত্ব নিন। আর যদি রাঁধতে না পারেন তাহলে অন্তত রান্না ঘরে গিয়ে সঙ্গীকে সময় দিন এবং সঙ্গীকে সাহায্য করুন। দেখবেন সময়টা কেমন রোমান্টিক হয়ে উঠছে!
আসুন দেখে নেয়া যাক কিভাবে এই ছুটিটাকে প্রিয়জনকে সময় দিয়ে কাজে লাগানো যায়।
0 comments:
Post a Comment