আমিও স্বপ্ন দেখি !


তুমি কি জান নিকষ অন্ধকারে প্রচণ্ড নিস্তব্ধতায় কোন দীঘির মাঝে নৌকায় বসে পদ্ম পাতার উপর বৃষ্টির ফোটা পড়ার শব্দ শোনার অনুভূতি কেমন? 

আমিও জানিনা তবে তোমায় নিয়ে ঠিক সেই অনুভূতির অভিজ্ঞতা নেওয়ার স্বপ্ন বুনেছি। স্বপ্ন দেখেছি মাঝরাতে মরুভূমির ঠান্ডার প্রকোপে তোমার বুকে আলিঙ্গনের উষ্ণতা ভাগাভাগি করে নিতে, ঘাসের চাদরে পাশাপাশি শুয়ে তোমায় নিয়ে আকাশের তারা গুনতে, নীল সাগরের বুকে জাহাজ এর ডেকে শ্যাম্পেন ভর্তি গ্লাস হাতে তোমার চোখের গভীরে হারিয়ে যেতে, শালবনের মাঝখানে ছোট্ট এক চিলতে খোলা জায়গায় অগ্নিকুণ্ড জ্বালিয়ে তোমার আঙ্গুলের ফাকে আঙ্গুল গলিয়ে মুহূর্তকে থামিয়ে দিতে .............. !


মাহমুদা আক্তার নিসা

Related Posts:

  • মমির অভিশাপঃ শুধুই কি অভিশাপ নাকি অন্য কিছু!! টাইটানিক মুভিতে দেখানো জ্যাক রোজের মিলনের সেই গাড়ীর কথা মনে আছে নিশ্চই! হ্যাঁ, টাইটানিক জাহাজের সেই বিখ্যাত গাড়ী আরো একটি কারণে কারণে বিখ্যা… Read More
  • সত্যি মরে যাব ডান পায়ের জুতোটা ছিড়ে গেছে । হাঁটতে গিয়ে টের পেলাম । এই যাহ্‌ ! এমনিতেই মাসের শেষ । তার উপর ২ দিন পর সুমির জন্মদিন । আমি ৩ টা টিউশন করে তার পড়… Read More
  • সে তো তুমি দূরের আকাশে যাকে খুঁজি, সে তো তুমি দিগন্ত নিলীমায় যার ছবি আঁকি, সে তো তুমি সাগরের তরঙ্গে যাকে খুঁজি, সে তো তুমি নদীর বাঁকে বাকেঁ যাকে খুঁজি , … Read More
  • কুমারিত্বের বিসর্জন ১. মাত্র ২ সপ্তাহ হলো নতুন বাসায় উঠেছে অর্নব। নিচতলায় এক রুমের একটি ছোট্ট বাসা। পড়ালেখা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিবিএতে। নতুন বাসার উ… Read More
  • শাস্তি জীবিত বা মৃত কারো সংগে গল্পের কোন চরিত্রের মিল নেই। মিলে গেলে কাকতাল মাত্র। খাঁটি বাংলাতে বললে, চরম এক ছেঁকা খেয়ে নিলয় পাগল প্রায়। উচ্চ শ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!