ভালোবাসুন তাঁকেই !


আপনি কি জানেন একটি ভালো সম্পর্ক কখন গড়ে ওঠে? একটি সম্পর্ক কখন সফল হয়? একটি ভালোবাসা এবং প্রেমের সম্পর্কে দুজন মানুষ থাকেন তাদের দুজনের উপস্থিতি যেখানে সমান সেখানেই গড়ে ওঠে একটি সুসম্পর্ক দুজনের মনে মিল, একে অপরকে সঠিক ভাবে বোঝা এবং পছন্দ অপছন্দের গুরুত্ব দেয়া, সহানুভূতি, বিশ্বাস এই সব কিছুর মাধ্যমেই সফল হয় একটি সম্পর্ক

কিন্তু আপনি কাকে ভালবাসবেন? কোন মানুষটি আপনার ভালোবাসা পাবার সত্যিকারের যোগ্য? বলা হয় ভালোবাসতে কোনো কারণ লাগে না কিন্তু ভালোবাসা তো আর একতরফা হয় না দুই তরফের মিল থাকলেই হয় তাই একে অপরকে ভাললাগার অবশ্যই কিছু কারণ থাকে সেই কারণগুলোকেই তখন মনে হয় তার যোগ্যতা আপনার ভালোবাসা পাবার যোগ্যতা আর তাই কাকে ভালোবাসা উচিৎ এই প্রশ্নের উত্তর নিয়েই আজ আমাদের ফিচার

আপনাকে সময় উপহার দিতে পারেন :
 
টাকা দিয়ে কেনা উপহার তো যে কেউই দিতে পারেন, কিন্তু নিজের শত ব্যস্ততা এবং কাজের ফাঁকে সময় বের করে দিতে সকলেই পারেন না এবং সবাই সবার জন্য তা করেন না শত ব্যস্ততাতেও সময় বের করে নিজের সময় থেকে খানিকটা সময় উপহার মানুষ তার অতি আপনজনকেই দিয়ে থাকেন তাই সেই মানুষটিকে ভালোবাসুন যিনি আপনাকে টাকা দিয়ে কেনা কোনো উপহার নয় তার কিছুটা সময় আপনাকে উপহার দিতে পারেন

আপনাকে খুশি করার জন্য অনেককিছুই করতে পারেন :
 
আপনার মন খারাপ থাকলে অনেকেই কারণ জেনে সহানুভূতি জানাতে আসবেন, কিন্তু এমন মানুষ খুব কমই পাবেন যিনি নিজের সকল কিছু বাদ দিয়ে আপনার মুখে হাসি ফোটানোর জন্য উঠেপড়ে লেগে যাবেন যিনি আপনার মুখের হাসির জন্য তার সাধ্যমতো সব কিছুই করতে রাজি থাকবেন এমন একজনকে দিন আপনার মূল্যবান ভালোবাসা

আপনাকে মানসিকভাবে সাপোর্ট দিতে পারেন :

অনেক সময় পরিবার পরিজন এবং আশেপাশের মানুষও আপনাকে ভালো মতো বুঝতে পারেন না কতোজনকেই তো সামনে পাবেন আপনার সমালোচনা করার মতো এমনকি খুঁজলে নিন্দা করার মতো লোকের অভাব হবে না কিন্তু যিনি এই সকল সমালোচনা, নিন্দায় আপনার ভেঙে পড়া মানসিকতাকে সামলে নেয়ার জন্য পুরোপুরি সাপোর্ট দেবেন তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না নিজের সবকিছু উজাড় করে দিয়ে তাকেই ভালোবেসে ফেলুন

আপনার নিয়ন্ত্রণহীনতা সহ্য করে নিতে পারেন :
 
আপনি যখন হাসিখুশি থাকেন তখন আপনার পাশে মানুষের অভাব হবে না আপনি দুঃখ পেলেও সহানুভূতি প্রকাশ করে যাবেন অনেকেই কিন্তু আপনার অতিরিক্ত আবেগ, রাগ অভিমান এইসব আবেগ দেখতে আসবেন না কেউই আপনি নিজেকে নিয়ন্ত্রণের বাইরে যখনই নিয়ে যাবেন তখনই নিজেকে একলা পাবেন কিন্তু যদি এমন কাউকে পান যিনি আপনার এই নিয়ন্ত্রণহীন আবেগ, রাগ অভিমান সব কিছু সহ্য করে আপনাকে আপন করে নেবেন আপনার নিয়ন্ত্রণহীন এইসকল ইমোশনকে মমতায় নিয়ন্ত্রণের চেষ্টা করবেন তাকেই আপনি ভালোবাসবেন

আপনার কথার গুরুত্ব বোঝেন :
 
সম্পর্ক তখনই ভালো হয় যখন একে ওপরের সকল পছন্দ অপছন্দ সম্পর্কে ধারনা রাখেন এবং ধারনা রাখার পাশাপাশি তার মূল্যটুকু দিতে জানেন সঙ্গী একটি কথা বললে তা কী কারণে এবং কেন বলেছেন তার মর্ম বুঝে গুরুত্বসহকারে নেয়ার চেষ্টা করেন, এমন মানুষকে হারিয়ে যেতে দেবেন না কারণ তিনি আপনার ভালোবাসা পাবার যোগ্য একজন মানুষ


প্রিয়.কম

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!