আমার দেহের মানচিত্রে ...... !

 
স্বপ্ন দেখেছি বেলা বোস এর মত তোমায় নিয়ে লাল নীল সংসারের যেখানে রোজ সকালে চায়ের পেয়ালায় ঠোঁট ডুবানোর আগে তোমার ঠোঁটে এক চুমুক দিয়ে দিনের শুরু হবে কিংবা দুপুরের তপ্ত রোদে আমার শাড়ির আঁচল তোমার শরীরের ঘামটুকু শুষে নিবে ! অথবা বিকালের আড্ডায় চায়ের কাপের ঠোকাঠুকি শব্দের সাথে তোমার গিটারের টুংটাং শব্দ মিলেমিশে একাকার হবে আর যেখানে রাত্তিরে তুমি আবিষ্কারের নেশায় অভিযাত্রী হয়ে উঠবে আমার দেহের মানচিত্রে ...... ! 

মাহমুদা আক্তার নিসা

Related Posts:

  • শেষ চুম্বন ধরা যাক মেয়েটির নাম মেয়ে আর ছেলেটির নাম ছেলে। সেই যে কোত্থেকে উড়ে এসে ছেলেটি হঠাৎ চুমু খেয়েছিল, হঠাৎ মেয়েটিকে অবাক করে অবশ করে, কোন… Read More
  • নীরার পৃথিবী চরম বিরক্তি নিয়ে মাথার উপর ঘুরতে থাকা ফ্যানটা দেখছে নীরা। গরুর গাড়ির চাকার সাথে অদ্ভুত একটা মিল আছে ফ্যানটার। গ্রামের রাস্তায় ধীর গতিতে ক্যাঁচ… Read More
  • কালো গোলাপ নীল হয়ে যায়…… বসন্তের সকালে জানালার ফাঁক দিয়ে হালকা সূর্যের আলোয় আনাফের ঘুম ভাঙ্গলো।ঘড়িতে সকাল সাড়ে আটটা বাজে। সর্বনাশ হয়েছে আজ তার রাহার সাথে দেখা করার কথা… Read More
  • প্রেয়সী-বিকেল এবং আমি আমি আজ প্রেয়সীর পাশে বসে অনর্গল স্পন্সর গুনে যাই জীবনের আংগুলের আয়েশী নখের ভিতর জমে যাওয়া নীল কিছু দাগ বার বার অনিশ্চয়তার হাই তোলে তাই নিশ্… Read More
  • ভিন্ন ভালোবাসার রসায়নের গল্প “ভালোবাসা” এ চার অক্ষরের শব্দটি একেকজন মানুষের জীবনে একেকভাবে এসে থাকে ,আর একেকজন মানুষ একেকভাবে ভালোবেসে থাকে। কেউ প্রথম দর্শনে ভালোবাসে, কেউ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!