আজ ১৭ অগস্ট ২০১৪ ইং

সারাদিন অফিস এর  কাজ করে শরীরটা খুব ক্লান্ত লাগছিল, তাই আমার রুম মেইট কাজী শামীম ভাইকে নিয়ে হাটতে বের হলাম ঘন্টা খানেক হাটার পর আমরা কাশিপুর খেয়াঘাট ব্রিজে পৌছে গেলাম  ব্রিজটা একেবারে ছোট নয় ২১০.১৫ মিটার  আমার কাছে এটাই প্রথমবার এই ব্রিজে আসা , হয়ত শামিম ভাই অনেকবার এসেছে এখানে  

আমরা ব্রিজে পৌছে মাঝ খানে গিয়ে বসলাম হালকা বাতাস বইছে, নিরব নদী, উপরে আমরা দুটি মানুষ কিছু সময় পর অনুভব করলাম  সত্যিই নদী আমাদের মনের কষ্ট গুলোকে কিছু সময়ের জন্য হলেও ভুলিয়ে দিতে পারে মনটা সত্যিই সতেজ ও নির্মল লাগে 

কিছু সময় গল্প করার পর আমরা লক্ষ্য করলাম নদীটার প্রায় অর্ধেকটা কে বা কারা ভরে ইমারত বানানোর চেষ্টা করছে  হায়রে মানুষ, আমাদের মত গরিব মানুষগুলো যে এই নদীর কাছে এসে মনের কষ্টগুলো একটু ভুলে থাকবে তাও পারবে না  কারণ হয়ত আর কিছু দিনের মধ্যে এদেশে আর কোনো নদিই থাকবেনা  এই নদীগুলো যারা ভরাট করে তারা তো অনেক ধনী মানুষ, তাদেরত কোনো কষ্ট নেই, তারা তো কষ্ট ভোলার জন্য কখনো নদীর কাছে যায়না, তাই হয়তো তাদের কাছে নদীর গুরুত্ব নেই ! আর নেই বলেই আমাদের এই ভালো লাগাটুকুর তাদের কাছে কোনো মুল্য নেই  

নদীর আবার মুল্য আছে ! কথাটা কেমন জানি শোনা যায় তাইনা  সত্যিই ! যেদিন আমাদের দেশের সব নদীগুলো শেষ হয়ে যাবে, সেদিন বোঝা যাবে নদীর মুল্য কতটুকু, কোনো জিনিস না হারালে এর প্রয়োজন অনুভব করা যায়না !

পরে আবার লিখব !
 

Related Posts:

  • তোর মনে আছে - তোর মনে আছে - যেদিন তোকে দেখতে গিয়ে সিড়ি দিয়ে পরে গিয়েছিলাম, খুব ব্যাথা আর শরীরের দু এক জায়গায় ক্ষত হয়ে গিয়েছিল । কিন্তু খুব অল্প দিনেই ড… Read More
  • দেখতো আমার পিঠে কি হয়েছে? দেখতো আমার পিঠে কি হয়েছে? সত্যিই আজকাল তোমাকে খুব মিস করি ! সন্ধ্যেবেলা যখন বাসায় ফিরি, তখন । গভীর রাতে বেহায়া আলোগুলো যখন জানালা দিয়ে উকি মেরে আমা… Read More
  • ভাল লাগা, অনেকদিন পর । ভাল লাগা, অনেকদিন পর । বিশ্বাস করো, আজ অনেকদিন পর খুব ভাল লাগছে এই জেনে যে, তুমি আমার সমালোচনা করছো ! আমাকে গালাগাল দিচ্ছো ! আজ অনেকদিন পর বুঝলা… Read More
  • প্রতিশ্রুতি ! প্রতিশ্রুতি ! কোন কাজ করার পূর্বে বা কাউকে কথা বা প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে প্রয়োজনীয় বিষয়গুলো ভাল করে ভেবে দেখুন । আরো একবার ভেবে দেখুন আপনার দে… Read More
  • বিবাহ বার্ষিকী “বিবাহ বার্ষিকী” এই শব্দটা নিয়ে লিখতে কেমন যেন আলাদা ভাললাগা সৃষ্টি হয় মনের ভেতরে । সেই প্রথম দিনটার কথা মনে পড়ে যায় । আমি ছিলাম একটু বোকা বোকা, সেও… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!