টাকা দিয়ে, পৃথিবীর সব সম্পর্ক কিনে নেয়া যায় !
আমার এতটুকু জীবনে এটা ভালোভাবে বুঝে গেছি 'টাকা দিয়ে পৃথিবীর সব সম্পর্ক কিনে নেয়া যায়'! হয়ত কেউ কেউ আমার সাথে একমত হতেও পারে আবার কেউ কেউ হয়ত হেসে উড়িয়ে দেবে, পাগলের প্রলাপ বলে ! কিন্তু আমি বেশ হারে হারে বুঝেছি টাকা আমাদের জীবনে কতটা দরকার, এর প্রভাব আমাদের জীবনে কতটুকু !
এই পৃথিবীতে আমাদের কাছে সব চেয়ে আপন মা-বাবা ! একবার ভাবুন আপনি চাকরি করছেন, ভালো মাইনে পাচ্ছেন ! কিন্তু মাস শেষে আপনার মা-বাবাকে কোনো টাকা পয়সা বা উপহার সামগ্রী দিচ্ছেন না (হয়ত আপনার মা-বাবার অনেক আছে) ! তাতে হয়ত আপনার প্রতি আপনার মা-বাবার ভালবাসা কমবেনা কিন্তু আপনার মা-বাবা কষ্ট পাবে কিনা বলুন ? আর যদি তাও না হয় অন্তত আপনার পাশের বাসার মানুষগুলো আপনার মা-বাবার চোখে আঙ্গুল দিয়ে বলবে, তোমাদের সন্তান এতটাই বখে গেছে যে তোমাদের খোজ খবর পর্যন্ত নিচ্ছেনা !আর এই কষ্টে আপনার মা-বাবা কিছুটা হলেও ব্যথিত হবেন, আপনার প্রতি ভালবাসায় কিছুটা হয়েও মরিচা পরবে ! আর আপনার ভাই যদি সেখানে আপনার মা-বাবকে ভালো খোজ খবর নেয়, সময় অসময় উপহার সামগ্রী পাঠায়, তাদের পাশে থাকে দেখবেন আপনার নয়, আপনার ভাই এর প্রতি তাদের ভালবাসা আগের চেয়ে বেড়ে যাবে ! সেটা কি টাকা দিয়ে সম্পর্ক কিনে নেয়া হলনা ?
আবার ভাবুন আপনার সন্তানের কথা যাকে আপনি সবচেয়ে বেশী ভালবাসেন । যদি সে ছোট হয়, তবে তাকে যদি দামী খেলনা, তার পছন্দের পোষাক, সময় অসময় আইসক্রিম, চকলেট কিনে দিতে না পারেন । দেখবেন আপনার সন্তানও বলবেনা আপনি পৃথিবীর সব চেয়ে ভালো বাবা ! আপনার নিজের কাছেও খারাপ লাগবে যে যখন চাহিদা অনুসারে তার প্রিয় জিনিষটা কিনে দিতে পারছেননা ! আর চেয়ে কষ্টের কিছু হতে পারেনা । দেখুন শুধু টাকার জন্য বাবা-সন্তানের ভালবাসা কমে গেল ! তাছাড়া আপনার সন্তান যখন দেখবে পাশের বাসার বাবুর মতো তার একটা রিমোট ওয়ালা গাড়ি নাই, তখন তরো খারাপ লাগবে ! আপনার কাছে কিনে দেবার জন্য বায়না ধরবে, যদি কিনে দিতে না পারেন ! বাচ্চার মন খারাপ লাগবে । যদিও তাকে বোঝাতে পারেন আপনি গরিব, সামর্থ নেই, তাতেও আপনার বাচ্চা মর্মাহত হবে. তা দেখে আপনার খারাপ লাগবে ।
এবার আপনার সুন্ধরী বউ এর কথা ভাবুন ? এই ঈদ এ যদি তাকে একটা পাখি ড্রেস কিনে না দিতে পারেন, তার কেমন লাগবে ? তা দেখে আপনার কেমন লাগবে ? 'ভোগে নয় ত্যগেই সুখ' এসব কথা এখন বই থেকে বাদ দেয়া হবে । কারণ এসব নীতি কথা এখন চলে না । আর তাছাড়া আপনার নিজেরও ভালো লাগবেনা যখন দেখবেন পুরাতন, ছেড়া জামা পরে আপনার বউ কে কাজের বুয়ার মত লাগছে, আর পাশের বাসার ভাবীকে নায়িকার মত লাগছে । কিংবা বিজ্ঞাপনের ছবি থেকে নেমে আসা মেয়েদের মত আপনার যদি একটা বউ থাকত, কিংবা আপনার বউ কে যদি আরো সুন্দর লাগত খুব ভালো হতো । আর আপনার বউ কে সুন্ধর দেখানোর জন্য দামী দামী ড্রেস, পার্লারে যেতে হবে, ভালো ভালো খেতে হবে, এ সব কিছুর জন্যই টাকার দরকার । আর কে না চায় তার বউ কে আরো বেশি সুন্ধর লাগুক, ভালো লাগুক । টাকা ছাড়া এসব কোনটাই আপনার সম্বব হবেনা । আর যদি আপনার টাকার পরিমান আরো নিচে নেমে আসে, একদিন দেখবেন আপনার বউ আর আপনার কাছে নেই । কিংবা আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে । কেন পেপারে দেখেননি পাখি ড্রেস কিনে না দেয়ার জন্য অত্তহত্তা ।
আবার এমনও হতে পারে টাকার কারণেই অনেকের বউ পালিয়ে যাচ্ছে, কারো কারো বউ পরকিয়ায় লিপ্ত হচ্ছে । হয়ত সমাজের কারণে আমরা সবটা জানিনা, অজানা রয়ে যায় আমাদের কাছে। টাকার জন্যই কত স্বামী তার বউকে বিক্রি করে দিচ্ছে দালালের কাছে । কিংবা পয়সা দিয়ে কত দনীর দুলাল প্রতি রাতে বিছানায় নতুন নতুন সঙ্গী পাচ্ছে ! যদিও অনেকেই এটা কামনা করে, সমাজের ৯৯% বিবাহিত পুরুষরাই চায় তাদের পুরাতন বউ বিদায় করে দিয়ে সুন্ধরী স্লিম ফিগারের একটা তরুণী মেয়ে বিয়ে করতে, হয়ত কেউ কেউ পাচ্ছে না, লোক লজ্জায় আবার কেউ কেউ টাকা নেই বলে ।
এবার আপনার সুন্ধরী বউ এর কথা ভাবুন ? এই ঈদ এ যদি তাকে একটা পাখি ড্রেস কিনে না দিতে পারেন, তার কেমন লাগবে ? তা দেখে আপনার কেমন লাগবে ? 'ভোগে নয় ত্যগেই সুখ' এসব কথা এখন বই থেকে বাদ দেয়া হবে । কারণ এসব নীতি কথা এখন চলে না । আর তাছাড়া আপনার নিজেরও ভালো লাগবেনা যখন দেখবেন পুরাতন, ছেড়া জামা পরে আপনার বউ কে কাজের বুয়ার মত লাগছে, আর পাশের বাসার ভাবীকে নায়িকার মত লাগছে । কিংবা বিজ্ঞাপনের ছবি থেকে নেমে আসা মেয়েদের মত আপনার যদি একটা বউ থাকত, কিংবা আপনার বউ কে যদি আরো সুন্দর লাগত খুব ভালো হতো । আর আপনার বউ কে সুন্ধর দেখানোর জন্য দামী দামী ড্রেস, পার্লারে যেতে হবে, ভালো ভালো খেতে হবে, এ সব কিছুর জন্যই টাকার দরকার । আর কে না চায় তার বউ কে আরো বেশি সুন্ধর লাগুক, ভালো লাগুক । টাকা ছাড়া এসব কোনটাই আপনার সম্বব হবেনা । আর যদি আপনার টাকার পরিমান আরো নিচে নেমে আসে, একদিন দেখবেন আপনার বউ আর আপনার কাছে নেই । কিংবা আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে । কেন পেপারে দেখেননি পাখি ড্রেস কিনে না দেয়ার জন্য অত্তহত্তা ।
আবার এমনও হতে পারে টাকার কারণেই অনেকের বউ পালিয়ে যাচ্ছে, কারো কারো বউ পরকিয়ায় লিপ্ত হচ্ছে । হয়ত সমাজের কারণে আমরা সবটা জানিনা, অজানা রয়ে যায় আমাদের কাছে। টাকার জন্যই কত স্বামী তার বউকে বিক্রি করে দিচ্ছে দালালের কাছে । কিংবা পয়সা দিয়ে কত দনীর দুলাল প্রতি রাতে বিছানায় নতুন নতুন সঙ্গী পাচ্ছে ! যদিও অনেকেই এটা কামনা করে, সমাজের ৯৯% বিবাহিত পুরুষরাই চায় তাদের পুরাতন বউ বিদায় করে দিয়ে সুন্ধরী স্লিম ফিগারের একটা তরুণী মেয়ে বিয়ে করতে, হয়ত কেউ কেউ পাচ্ছে না, লোক লজ্জায় আবার কেউ কেউ টাকা নেই বলে ।
আর বান্ধবী, সেটা না বললেও আপনার বোঝা উচিত । কারণ বান্ধবীর সাথে আপনার যতটা সম্পর্ক তার চেয়ে আপনার টাকার সাথে বেশি সম্পর্ক । আপনি যদি রাত জেগে মোবাইল আলাপ, সিনেমা দেখা, ফুসকা খাওয়া, মাঝে মাঝে ফ্লেক্ষি লোড, নতুন নতুন ড্রেস, কসমেটিক, সমুদ্র সৈকতে বেড়াতে নিয়ে যেতে না পারেন, তাহলে আপনার বান্ধবী থাকবে ? আর যদি না পারেন তাহলে দেখবেন একদিন আপনার বান্ধবীই আপনার পড়ার ছোট ভাইয়ের সাথে এক রিচ্ক্সায়.......!
আর যদি আপনার বান্ধবী না থাকে, তাহলে ভাবুন দোতলার সুন্ধরী মেয়েটার সাথে প্রেম করবে । প্রথমে আপনাকে আরো স্মার্ট ও পরিপাটি হতে হবে, নতুন ড্রেস, একটা দামী মোবাইল, একটা কম্পিউটার লাগবে জোরে জোরে গান বাজাতে, আরো বেশি কিছু চাইলে একটা মটর বাইক লাগবে, এসব কিছুর জন্য আপনার চাই টাকা । একবার ভাবুন আজকাল কোনো মেয়ে আছে যে আপনার সাথে রাস্তায় পলিথিন আর ঘর বানিয়ে থাকতে রাজি হবে, কিংবা আপনাকে ভালবাসবে ? আর চার তলার ছেলেটার যদি এসব কিছু থাকে তবে আপনার হাজারো ভালবাসা আর কান্না কোনো কাজেই আসবেনা, মেয়ে চার তলার ছেলের প্রেমেই হাবুডুবু খাবে।
আর যদি আপনার বান্ধবী না থাকে, তাহলে ভাবুন দোতলার সুন্ধরী মেয়েটার সাথে প্রেম করবে । প্রথমে আপনাকে আরো স্মার্ট ও পরিপাটি হতে হবে, নতুন ড্রেস, একটা দামী মোবাইল, একটা কম্পিউটার লাগবে জোরে জোরে গান বাজাতে, আরো বেশি কিছু চাইলে একটা মটর বাইক লাগবে, এসব কিছুর জন্য আপনার চাই টাকা । একবার ভাবুন আজকাল কোনো মেয়ে আছে যে আপনার সাথে রাস্তায় পলিথিন আর ঘর বানিয়ে থাকতে রাজি হবে, কিংবা আপনাকে ভালবাসবে ? আর চার তলার ছেলেটার যদি এসব কিছু থাকে তবে আপনার হাজারো ভালবাসা আর কান্না কোনো কাজেই আসবেনা, মেয়ে চার তলার ছেলের প্রেমেই হাবুডুবু খাবে।
টাকা থাকলে কোনো কিছুই অন্যের থাকেনা, আজ নয়তো কাল আপনার হবেই, হতে বাধ্য । হতে পারে মাঝে মাঝে সেটা বৈধ কিংবা অবৈধ । কিন্তু পাওয়া সম্ভব, পাওয়া যায়, শুধু টাকার বিনিময়ে ।
----------------
Nice & Thanks
ReplyDelete