ভাল থাকার ভান ।

ঈদ মোবারক

সবাই ভাল আছন নিশ্চয়ই না থাকলেও ভান করে আছন ভাল থাকার কিন্তু আপনি কি জানেন কখনও কখনও আপনার ভাল থাকা অন্যের মনে কষ্ট আর হিংসার একটা শক্ত দেয়াল তুলে দেয় ফালতু পেচাল মনে হয়, আচ্ছা একটু ছোট্ট উদাহরণ দেই


আপনি আপনার সঙ্গী (প্রেমিক-প্রেমিকা/বউ-স্বামী) নিয়ে কোন পার্টীতে গেলেন পার্টীতে আপনার এক বান্ধবী/বন্ধুও আসছে, হয়ত সে আপনার সঙ্গীর চেয়ে দেখতে আনেক সুন্দর তার সাথে আপনার অনেক ভাল, বলা যায় ঘনিষ্ঠ সম্পর্ক আপনারা উভয় উভয়ের অনুপস্থিতি খুব মিস করেন  একে অন্যের সঙ্গ খুব ভাল লাগে কিন্তু আপনি যদি এই ভাললাগা এখন প্রকাশ করতে যান কিংবা এমন কোন আচরণ করেন হয়ত বিগত দিনে করেছেন কিন্তু এখন যদি করেন তাকি আপনার সাথে থাকা সঙ্গীর জন্য সুখের?

ধরুন, "হাত মেলানো, কফি শেয়ার করা, আইসক্রিম বদল করা, একই ডাবে দুইটি স্ট্র ব্যবহার করা, ছবিতে এক ফ্রেমে বন্ধি হওয়া", এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো সময়, মানুষ আর স্থানের কারনে ভিন্ন ভিন্ন অর্থে প্রকাশ পায় আর এই ছোট্ট ঘটনাগুলি আপনার সাথে থাকা সঙ্গীর মনকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয়, হয়ত বাইরে থেকে তার কোন আলামত বোঝা যায় না

সম্পর্ক রাখুন এমন মানুষের সাথে যে আপনাকে বুঝবে, আপনার ব্যক্তিগত সম্পর্কের প্রতি শ্রদ্ধা যত্ন নিবে, যার কাছে আপনাকে লুকাতে হবেনা, আপনি যা তা দেখেই আপনার সাথে সম্পর্ক রাখবে, নিজের অতীত সত্যিকারের বর্তমানটাকে লুকিয়ে নিজেকে কোন খোলসের মধ্যে পুরতে হবেনা যে সম্পর্কের লিমিট রক্ষা করতে জানে, এতটা লিমিট অতিক্রম করবেনা যে তা অন্যের সম্পর্কে গিয়ে আঘাত করে
প্রতিটা সম্পর্কের একটা লিমিট আছে আমরা যখন কোন সম্পর্কের নাম দেই, তখনই তার লিমিট নির্ধারণ করে দেই কেউ যদি তার নাম অনুযায়ী সম্পর্কের লিমিট অতিক্রম করে, তাহলে তা অন্যের সম্পর্কে গিয়ে আঘাত করবেই কারণ কেউ যদি তার ভাগের চেয়ে বেশি ভোগ করতে চায়, তাহলেতো অন্যের ভাগে তার প্রভাব পরবেই, অন্যের ভাগে কম পরবেই এটাই স্বাভাবিক আর এরকম যদি আপনার ক্ষেত্রে ঘটে, তাহলে মনে করবেন এটাই দুর্ঘটনার পূর্বাভাস, এখনই সম্পর্ক ভেঙ্গে দেওয়া উচিত আপনার ফিরে আসার এখনই উত্তম সময় নয়ত এই সম্পর্ক একদিন আপনার জীবনের সম্পর্ককে আঘাত করবে আপনাকে খুব একা করে দেবে তখন না থাকবে আপনার লিমিট ক্রশ করা মানুষটা, আর না থাকবে আপনার সঙ্গী



0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!