অপেক্ষা

আপনি কি ভাবছেন, সে আপনার জন্য অপেক্ষা করবে? কবে আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন, সেদিন তাকে নিজের করে নিবেন আজকাল কেউ কারো জন্য অপেক্ষা করেনা, বাস না পেলে অটো, অটো না পেলে রিক্সায়, রিক্সা না পেলে পায় হেটে যে যার গন্তব্যে পৌছে যায়, কেউ ভেতরে ভেতরে, কেউ বাইরে থেকে অপেক্ষা করার মতো সময়ই যেনো কারো হাতে নেই যেটুকু থমকে দাড়ায়, তা শুধু স্বার্থের জন্য, নিজেকে ভাল অবস্থানে নিয়ে যাওয়ার জন্য

আজকাল কেউ কাউকে বিশ্বাস করেনা, আস্থা রাখতে পারেনা, সবাই দ্বিতীয় অপশন ঠিক করে রাখে, কোন কারণে যদি প্রথম হাতটা ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে দ্বিতীয় হাতটা যেনো ধরা যায়, তাই সবাই আগেই থেকেই দ্বিতীয় হাতটা রেডি করে রাখে

সভ্যতার বিবর্তন আর অধুনিকতা মানুষকে এমন অবস্থানে নিয়ে গেছে যে, কারো উপরেই আপনি নির্ভর করতে পারবেন না, সারাক্ষন আপনাকে একটা হারানোর চিন্তা, ভয় আপনাকে তারা করে বেড়াবে আর এই ধরনের অনির্ভর চিন্তা মানুষকে পেয়ে বসার কারন হলো, মানুষের সহজ লভ্যতা আপনি যে অবস্থানে থাকেন না কেন, দ্বিতীয় অপশন খুজলে পাবেনই প্রতিমূহুর্তই যেন আপনার সামনে অবৈধ বা বিকল্প উপায় এসে হাজির হয় আর অবৈধও বা বলি কি করে, যারা এই পথটাকে সমর্থন দিচ্ছে বা এই পথে যাচ্ছে, তারা তো আপনার আমার কারো না কারো বন্ধু, ভাই কিংবা বাবা, তাহলে অবৈধ বলা যাবেনা, কম লোকের সমর্থিত পথ, তবে বৈধ আসলে এই পথে হয়ত আমাদের চাওয়া-পাওয়ার একটা ভিন্নতা আসে, কিন্তু সত্যিকারের সুখ কি আছে?

ভালবাসা নির্ভর করে করে অবস্থান, সময় আর নিজের মনের প্রফুল্লতার উপরে, লুকিয়ে লুকিয়ে ভালবাসা হয়না প্রতিটা মানুষের মতো আপনারও মনে কি ইচ্ছা জাগেনা, আপনার নিজের একটা ভালবাসার মানুষ থাকবে, একটা আপন পৃথিবী থাকবে, একটা হাত থাকবে যে শুধু একমাত্র আপনার হাত ধরার জন্যই অপেক্ষা করবে, আপনার অনুপস্থিতিতেও অন্যর হাত ধরবেনা, কিংবা অন্যের হাত ধরার জন্য তার জীবনে আপনার অনুপস্থিতি তৈরি করবেনা একবার ভেবে দেখুন আপনি যার হাত ধরছেন সেই মানুষটা কিছুক্ষন আগেও অন্যের হাত ধরা ছিল, তার হাত থেকে অন্যের ঘামের গন্ধ আসছে ! আপনি অন্যের গাছ থেকে লুকিয়ে লুকিয়ে ফল খেতে চা্চ্ছেন, তার মানে আপনি একটা চোর ! কাউকে ভালবাসবেন ঠিক আছে তবে তার দ্বিতীয় অপশন হিসাবে নয় সে যদি সব ছেড়ে আপনার কাছে চলে আসতে পারে, তাহলে নিজের করে নেন

আপনার কি কোন ব্যক্তিত্ববোধ নেই একটা মানুষ আর একটা মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে আছে, হোক সেটা প্রেমের বা বিয়ের সম্পর্কে আর আপনি অপেক্ষা করে আছেন কিংবা তার পিছে লেগে আছেন কখন সেই সম্পর্কটা ভাঙ্গবে, আর আপনি তার সাথে পুনরায় আবার সম্পর্ক গড়বেন কি ব্যক্তিত্ববোধ আপনার? একদিকে এটা যেমন অপমানের, দ্বিতীয়ত, এটা একটা অন্যায়, কারো সম্পর্কে আঘাত করা হ্যা বুঝলাম আপনি হাত বাড়াননি, সে আপনা থেকেই আপনার কাছে চলে এসেছে, আর আপনারও তাকে ভাললাগে, তাহলে এক কাজ করুন...তাকে বলুন পিছনের সব সর্ম্পক ছেড়ে আপনার কাছে চলে আসতে, তার সাথে জড়ানো সব সর্ম্পককে চিরতরে শেষ করে/ক্লোজ করে আসতে তাহলে অন্তত মানুষটাকে আর অপেক্ষা করতে হবেনা এই বহুরুপী ভন্ডটার জন্য, আর আপনাকেও কারো সর্ম্পক ভাঙার অভিষাপের উপরে একটা অনির্ভর সর্ম্পক গড়তে হবেনা আর কারো ধরা ঘামাক্ত হাতটাকেও আপনাকে ধরতে হবেনা

বিশ্বাস করুন, আপনার কাছে এটা কেমন লাগে জানিনা, আমার কাছে চরম অপমানের ঘৃনার, যে আমি কারো জন্য নিজের সবটুকু নিয়ে অপেক্ষা করছি, আর সে থাকবে অন্যের বাহু তলে কিংবা তার কাছ থেকে পালিয়ে আমার পৃথিবীতে আসতে হবে তাকে, কিংবা সে যখন ভোগ করে ক্লান্ত হয়ে যাবে, তখন তার উচ্ছিষ্টটা আমাকে পরম মমতায় আর ভালবাসায় গ্রহন করতে হবে, এর চেয়ে চরম জঘন্ন আর ঘৃনিত কি হতে পারে? আপনি যদি কারো বিকল্প বউ/প্রেমিকা হতে চান বা হন, তাহলেতো আপনাকে এটাই সহ্য করতে হবে

একবার ভেবে দেখুন, পুর্নিমার রাত, আপনি শাড়ী পরে বেলকুনীতে কফি নিয়ে অপেক্ষা করছেন, হাজার তারার আলো গড়িয়ে পরছে আপনার বেলকুনিতে, অথচ আপনার মনে একবিন্দু আলো নেই কিংবা অলোকিত করার কেউ নেই, কারণ আপনি যাকে ভালবাসছেন সে আর একজনের স্বামী/বউ তাকে আপনার কাছে আসতে সেখান থেকে ছুটি নিতে হয়, কিংবা দিনের বেলা অফিস পালিয়ে আসতে হয় এর চেয়ে কষ্টের আর কি থাকতে পারে?? তাই বিশাল আকাশের নীচে পরাধীন থাকার চেয়ে, স্বাধীনভাবে ছোট্ট একটা ছাদের নীচে থাকা অনেক আনন্দের, সম্মানের  

শুভ বিকাল



0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!