উপেক্ষা করছো ?


ঘুমিয়ে পরেছো কি? আজকাল ব্যস্ত আছো নাকি এড়িয়ে যাচ্ছো? নাকি ঠিকানা খুঁজে পেয়েছো? নাকি আমার চেয়ে দামি আইসক্রিম শেয়ার করার মানুষ খুঁজে পেয়েছো? নাকি আজকাল ভাঙা রিক্সা আর ভাল লাগেনা, বাইকার খুঁজে নিয়েছো? নাকি আজকাল ফুটপাতের ফুসকা অরুচি ধরেছে, চাইনিজ রেস্টুরেন্ট এর খাবারের সাধ পেয়েছো?

তুমি কি জানো কষ্ট কাকে বলে? হয়ত এই শব্দটা তুমি ছোট গল্প বা উপন্যাসে দেখতে পাবে কিন্তু সত্যিকার অর্থে কষ্ট বলে কিছু নেই, যেটা আছে সেটা হলো সুখের অনুপস্থিতি নিজেকে সামলে িয়েছি এই বলে যে, কেউ আমাকে একটা জিনিস ধার দিয়েছিল আবার ফেরত নিয়ে গেছে আমি শুধু কিছু দিন জিনিসটার উপকারিতা ভোগ করেছি এখন নেই, এতটুকুই


তুমি যখন কাউকে তোমার হ্নদয় ভাবতে শুরু করবে, কিংবা ভাবতে শুরু করবে যে এতদিন তুমি মৃত্যু ছিলে কেউ এসে তোমার ভেতরে প্রানের সঞ্জার ঘটিয়েছে, তাহলে নিশ্চিত একদিন তুমি মারা পরবে আর তুমি যদি এটা ভাবো, সে আমার জীবনে টনসিল এর মতো প্রয়োজনীয়, তবে গুরুত্বপূর্ণ নয় আক্রান্ত হলে যেকোন সময় ফেলে দিতে পারবো, তবে সে তোমাকে পেয়ে বসবেনা তোমার মস্তিস্কে অতিরিক্ত চাপও প্রয়োগ করতে পারবেনা শুধু ভাবনা আর গুরুত্বটাকে বদলাতে হবে, তাহলে চোখগুলোও রেহাই পাবে

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!