অভিজ্ঞতা

এগারো বছরের অভিজ্ঞতায় বুঝলাম প্রতিটা পুরুষের জীবনে দুজন নারী দরকার একজন সংসার, বাচ্চা, বাবা-মায়ের দেখাশোনা করবে আর রাতের খোরাক জোগাবে অন্যজন সন্ধ্যায় সোডিয়াম লাইটের আলোতে দাঁড়িয়ে ফুসকা খাওয়াতে সঙ্গ দেবে, ক্যবল কারে পাশের সীটটায় বসবে, টিশার্ট পরে ওয়াটার কিংডমে ঝাঁপিয়ে পরবে, ফাইভডি সিনেমা দেখার সময় ভয় পেয়ে হাত চেপে ধরবে, যখন ইলেকট্রনিক রেসিং কার দিয়ে পাসের বন্ধুটিকে ধাক্কা মারব সে তখন হাসতে হাসতে গায়ে গরিয়ে পরবে, কিংবা বলবে চল ধার করে সিনেমা দেখি, কিংবা অডিট ফ্যাক্টরীতে রেখেই লাঞ্চের পর অফিস পালাও, কিংবা ট্যুরে গিয়ে সব বন্ধুদের সাথে ঝগড়া করে দুজন আলাদা হয়ে যাওয়া আর এই দুটি কাজ যখন একজন মানুষকে দিয়ে সম্ভব হবে, তখনই দাম্পত্য জীবনে শান্তি আসবে, রোমান্টিকতার হাওয়া লাগতে শুরু করবে অন্যথায় ঝগড়া, মান-অভিমান, বিরহ লেগেই থাকবে আর এগুলো একদিন আপনাকে চেনা মানুষটা থেকে আলাদা করে দেবে

আর যদিও এই দুজন মানুষ কে ম্যানেজ করে, সময় দিয়ে, আপনি চলতে পারবেন না আর আপনি পারলেও এরা একে অপরকে কখনওই সহ্য করতে পারবেনা, কিংবা করবেওনা তাই আপনাকে যেকোন একজনকে বেছে নিতে হবে ইতিমধ্যেই যারা প্রথম জনকে বেছে নিয়েছেন তারা ওনার মধ্যেই অপরজনকে খুঁজে পাওয়ার চেষ্টা করুন না থাকলে তাকে বোঝান " আমার এই এই কাজগুলি পছন্দ আমি তোমার ভেতরের তারুণ্যকে এখনও খুব মিস করি চলো স্কুল জীবনে না পারো, অন্তত কলেজ জীবনে ফিরে চলো "

তবে সবটা পারবেন না, আপনি যখন সোডিয়াম লাইটের নীচে ফুসকা খেতে চান, ওনি তখন বাচ্চার হোমওয়ার্ক তৈরি করবে ছেলেরাতো একটু বাউন্ডুলে হয়, আপনি যখন চাইবেন দুই হাজার খরচ করে নন্দন পার্ক ঘুরে আসি, সে ভাববে এই টাকায় বাচ্চার দুধের বিল আর কাচা বাজার হয়ে যাবে হয়ত ইলেকট্রিক ট্রেনে চড়ার সময় বউয়ের কাছ থেকে দুষ্টামির চিৎকারটা শুনতে পাবেন না, তবে ভয় পেয়ে আপনাকে জড়িয়ে ধরাটা অনুভব করতে পারবেন হয়ত চল্লিশ সাইজের শরীরে ত্রিশ সাইজের টি শার্ট পরে পানির মধ্যে জড়িয়ে ধরাটা উপভোগ করতে পারবেন না, তবে আপনাকে নিয়ে ভিজতে পারার আনন্দের নির্মল পরিতৃপ্তির একটা হাসি আপনি দেখতে পাবেন আর আপনার জীবন বৈচিত্র্য দুটোই রক্ষা হবে



0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!